মাছের ডিম ভুনা রেসিপি |(১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আমি @rahimakhatun
from Bangladesh

৪ ই চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ

১৮ ই মার্চ ,শুক্রবার , ।


এখন ষড়ঋতুর বসন্ত কাল।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রস্তুত প্রণালীর ছবি

274962433_580445372954065_2185896801788770045_n.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

রান্নার প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।

আজ আমি একটি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজাদার একটি রেসিপি। আশা করি সকলের ভালো লাগবে। আজ আমি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের ডিম আমার অনেক ভালো লাগে। তবে বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিম। আগে আমার মা যদি ইলিশ মাছের ডিম্ ভেজে রাখতো তাহলে চুরি করে করে খেতাম। সেই স্বাদের ছিল। তবে আস্তে আস্তে স্বাদ কমে যাচ্ছে। আজকে আমি আপানাদেরকে দেখাবো ইলিশ মাছের ডিম রুই মাছের ডিম ভুনা। আসলো বাসায় শুধু অল্প ইলিশ মাছের ডিম ছিলো। সাথে রুই মাছের ডিম এ সাথে ভুনা।

রেসিপির ছবি

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

ইলিশ মাছ এবং রুই মাছের ডিম ভুনা রেসিপির ছবি দেওয়া হলো।

মাছের ডিমে ভিটামিন এ আছে ,যা চোখের জন্য ভালো। রক্ত পরিস্কার করে ও হিমোগ্লবিন বাড়ায়। মাছের ডিমে থাকে ভিটামিন ডি ,যা হাড় শক্ত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাই চলুন যাই মূল রেসিপিতে। প্রথমে কি কি উপকরণ লাগবে জেনে নেই

প্রয়োজনীয় উপকরণ

274379463_1434005173723201_4076931714729443825_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরন পরিমান
মাছের ডিম প্রয়োজন মতো
পেঁয়াজ ১কাপ
তেল ২ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
আদা পেস্ট ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
কাঁচা মরিচ ২/৩ টি
ধনে পাতা সামান্য
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

275317283_791397751820607_5766661605145096251_n.jpg
প্রথমে আমি ইলিশ মাছের ডিম কে সমান হলুদ মরিচ এবং লবন দিয়ে সিদ্ধ করে নিবো।


♻♻♻২য় ধাপ ♻♻♻

275277335_387289666162738_3678305760548212173_n.jpg
আমি রুই মাছের ডিম গুলা আগেই সিদ্ধ করে নিয়েছি।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

275176608_337508098398812_5502369246573209292_n.jpg
এক সাথে মিশেয়ে নিবো।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

275101436_970854380266016_6120349904477558031_n.jpg
একটি কড়াইতে সামান্য সরিষার তেল গরম করে নিবো।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

275180708_387224302854496_6979701549564221200_n.jpg
তাতে পেঁয়াজ দিয়ে দিবো।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

274976347_504809697942607_4372143939351784277_n.jpg
পেঁয়াজ লাল হয়ে এলে তাতে কাঁচা মরিচ দিয়ে দিবো।

৭ম ধাপ

275014196_248616840729276_2765469174283436998_n.jpg
তারপর হলুদ ,আদা রসুন পেস্ট ও সমান পানি দিয়ে কষিয়ে নিবো।

৮ম ধাপ

275015351_473522841176944_441463953915551182_n.jpg
ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছের ডিম্ গুলা দিয়ে দিবো।

৯ম ধাপ

274697307_5004291926325839_5428775345227802028_n.jpg
উল্টিয়ে পাল্টিয়ে নিবো।

১০ম ধাপ

275622073_969323850364658_3838543469625617904_n.jpg
সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবো।

১১ তম ধাপ

275540464_1020262772177837_7740342394392831594_n.jpg
ভালো করে কষিয়ে নিবো।

১২ তম ধাপ

![275301349_1574162429633114_7518878396482828162_n.jpg]() ধনেপাতা দিয়ে দিবো।

275862058_362588325748011_2498469255971997907_n.jpg
ধনেপাতা মিশেয়ে নিলে হয়ে গেলো ,আমার মাছের ডিম ভুনা।

275562796_501725358014583_3126768519574719628_n.jpg

,আপনারা বাসায় একটি ট্রাই করে দেখবেন। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাছের ডিম ভুনা আমার খুব মজা লাগে।আপনি অনেক সুস্বাদুকর মাছে ডিম ভুনা করেছেন।আপনার রান্নার পদ্ধতি আমার ভালো লেগেছে অনেক।শুভকামনা রইলো আপু।

আমার রান্নার পদ্ধতি ভালো লেগেছে, জেনে আমার খুব ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

মাছের ডিম ভুনা বরাবরই আমার খুব ফেভারিট আমিতো দেখে লোভ সামলাতে পারছিনা ইচ্ছে করছে নিয়ে খেতে শুরু করে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন রেসিপিটি শুভেচ্ছা রইল

মাছের ডিম ভুনা অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছের ডিম ভুনা বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে বুশ মাছের ডিম আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার এই মাছের ডিম ভুনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল সেই সাথে অনেক লোভনীয়। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাছের ডিম খুব মজার এবং সুস্বাদু খাবার। গ্রামের বাসায় গেলে মাঝে মাঝেই এই খাবার খাওয়া হয়।আপনি খুব সুন্দর ভাবে মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

গ্রামে কখনো খাওয়া হয় নি।আমাদের বাসায় বড় মাছ আনলে ডিম হলে মা আমার জন্য রেখে দেয়।আমি পছন্দ করি বিদায়।ভালো ছিলো ধন্যবাদ আপনাকে

ইলিশ মাছের ডিম এমনিতেই অনেক সুস্বাদু আমরা সবাই ইলিশ মাছের ডিম খেতে অনেক পছন্দ করি। আপনি অনেক চমৎকার করে ইলিশ মাছের ডিম ভুনা করেছেন দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। আপনার ডিম ভুনার প্রসেস দেখে মনে হচ্ছে খেতে আরো বেশি সুস্বাদু হবে। আপনি খুব চমৎকার করে ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাছের ডিম ভুনা রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি ইলিশ এবং রুই মাছের ডিম এক সাথে ভুনা করেছি।খেতে ভালোই হয়েছে।আসলে এভাবে ভুনা করলে যেকোন মাছের ডিম ভালো লাগে।ধন্যবাদ আপনাকে

আপু খুবই চমৎকার ও সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন, দেখে তো লোভ লেগে গেলো। রেসিপি দেখতে যেরকম অসাধারণ, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। মাছের ডিম ভুনা আমার খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম

ভাইয়া লোভ লাগার জন্য ছবিগুলা দিলাম,আর লোভ লাগবে না।তা কি হয়,🤔🤔।হা হা।বাসায় একদিনএভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে

মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। আমি মনে করি যে আমি না সবারই মাছের ডিম খেতে ভালো লাগে। মাছের ডিমের ভুনা রেসিপি দেখে আমার জিভে জল চলে আসলো। দেখে বোঝাই যাচ্ছে অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি মাছের ডিমের ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই মাছের ডিম ছোট বড় সকলের পছন্দের খাবার।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।শুভ কামনা রইল।

মাছের ডিম ভুনা রেসিপি আপনি অনেক সুন্দর করে রান্না করেছেন। বেশ ভালো লাগলো। আসলে আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

ধন্যবাদ আপনাকে উপস্থাপনার প্রশংসা করার জন্য। আসলে একটু আকটু চেষ্টা করি।শুভেচ্ছা রইলো।

মাছের ডিম ভুনা করার পরই সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপিটি দেখে আমি আর লোভ সামলাতে পারছিনা কারন মাছের ডিম খেতে আমার অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ওয়াও আপু আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এলো। আপনার রেসিপিটি অনেক লোভনীয় লাগছে। মাছের ডিম আমার অনেক পছন্দের। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

হ্যা,আপু খেতে খুব সুস্বাদু হয়েছে।তাছাড়া ইলিশ মাছের ডিম এমনেই আমার খুব ভালো লাগে।এভাবের সুন্দর মতামত দিয়ে পাশে থাকবেন।

মাছের ডিমের ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। কারণ মাছের ডিমের সুস্বাদু রেসিপি আমার খেতে খুবই পছন্দ। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

মাছের ডিম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজ তৈরি করেছেন মাছের ডিম ভুনা রেসিপি। আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ইলিশ মাছের ডিম হলে আমার আর কিছু চাইনা। আমি কখনো দুই ধরনের মাছের ডিম একসাথে রান্না করা দেখিনি। আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। কিন্তু আমি আলাদা আলাদা এভাবে রান্না খেয়েছি। ইলিশ মাছের ডিম অবশ্য যেভাবে খাবেন সেভাবেই মজা লাগবে। কিন্তু রুই মাছের ডিম ভালোভাবে রান্না করতে না পারলে খাওয়া যায় না। আপনারা রান্না দেখেই মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া,আমি নিজেই আলাদা আলাদা রান্না করে খেয়েছি।এই প্রথম ট্রাই করেছি।আসলে দুই মাছের ডিম অল্প অল্প ছিলো,তাই আরকি এক সাথে করে রান্না করছি।ভালোই হয়েছে।খেতে খারাপ হয় নি।ধন্যবাদ আপনাকে।

মাছের ডিম ভুনা বা ভাজি খেতে অনেক মজা লাগে ।আমি মাছের ডিম ভাজি খেতে অনেক পছন্দ করি । আপনার মাছের ডিম ভুনা রেসিপিটি আমার অনেক ভালোলেগেছে অনেক সুন্দর করে আপনি মাছে ডিম ভুনা রেসিপি উপস্থাপন করেছেন।শুভাকামনা রইল আপনার জন্য

মাছের ডিম সবারই মোটামুটি ভালো লাগে। আমার উপস্থাপনা ভালো লেগেছে জেনে ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

জিহ্বা লিকলিকে স্বাদে ভরপুর দ্বৈত মাছের ডিমে। অনেক সুন্দর ছিল উপাস্থাপন।

কি বলবো আপু, আপনার মাছের ডিমের ভুনা রেসিপি দেখে পুরাই মাথা নষ্ট। আর এই নষ্ট মাথা নিয়ে কিভাবে আপনার রেসিপিতে মন্তব্য করব বুঝতে পারছি না। খুবই লোভনীয় একটি খাবার ইলিশ মাছের ডিম ভুনা। দেখেই যেন এই সুস্বাদু খাবার টি খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর এই মাছের ডিম ভুনা রেসিপি আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

মাথা নষ্ট হলে তো সমস্যা ভাইয়া,পরে আরো ঝামেলার পরতে হবে।মাথা নষ্ট হওয়ার দরকার নাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল।

মাছের ডিম ভুনা আমার কাছে ভীষণ প্রিয়। কোন মাছের ডিম থাকলে আম্মুকে আমি ভুনা করতে বলি। খেতে আমার কাছে খুবই ভালো লাগে মাছের ডিম ।মাছের ডিম ভুনা রেসিপি খুবই সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন।
শুভকামনা রইল আপনার জন্য।

আমার ও ভীষন পছন্দের খাবার।আমার মা ও আমার জন্য রেখে দেয়।ধন্যবাদ আপনাকে।এভাবেই সাথে থাকবেন অনুপ্রেরণা মুলক মতামত দিয়ে।শুভেচ্ছা রইলো।

আপু আপনার ডিম ভুনা রেসিপিটি সুন্দর ছিল।মাছের ডিমের ছবিগুলো দেখে জিভে জল এসে গেল।রেসিপির প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

জিভে জল আসলে হবে না,বাসায় মাছের ডিম এনে রান্না করে ফেলেন।ব্যস হয়ে গেলো।ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু এই বিকেল বেলা এত মজার খাবার দেখিয়ে দিলেন তো লোভ লাগিয়ে। এখন আমি মাছের ডিম কোথায় পাই। এত সুন্দর খাবার রান্না করে শুধু দেখাবেন তা হবে না। দাওয়াত না দিলে দাদার কাছে আপনার নামে নালিশ করা হবে। দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে খাবারটি। শুভকামনা রইল।

আমিও নালিশ দিবো,আমার রান্না ছবি দেখে আপনি লোভ লাগিয়েছেন।যদি আমার পেট খারাপ হয়,তাহলে কিন্তুু খবর আছে।😜😜।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

😯🤪

মাছের ডিম ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো আপু। আপনি এত সুন্দর ভাবে মাছের ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন দেখে আর লোভ সামলাতে পারছিনা। মাছের ডিম ভুনা আমার খুবই প্রিয়। আপনি এত সুন্দর ভাবে মাছের ডিম ভুনা রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভাল লেগেছে আমার। অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার আজকের রেসিপি টা কিন্তুু আমার খুব ভালো লেগেছে।যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে আমার সাথেই থাকার জন্য।শুভেচ্ছা রইলো।

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।আমার দেখেই জিহ্বা পানি চলে এসেছে। মাছের ডিম আমার অনেক পছন্দ।আপনি অনেক সুন্দর করে আপনার রেসিপিটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

ইলিশ মাছের ডিম খেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু। এটা যে ভাবে রান্না করা হোক না কেন তাতে ভালো লাগবেই। তবে আমার কাছে ডিম ভুনার এই রেসিপি-এর ভাজি কিংবা দলের মধ্যকার দিনটা খেতেই বেশি বেশি ভালো লাগে।
আপনার রেসিপিটি ও দারুন লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ডিম ভুনার রেসিপি আমাদের মাঝে এভাবে শেয়ার করার জন্য আপু।

আমার মনে হয় আগের দিনের ইলিশ মাছের ডিম বেশি ভালো লাগতো।এখন আর সেই স্বাদ নাই। তাও মাঝে মাঝে ভালোই লাগে খেতে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

ওয়াও! খুবই চমৎকার ও অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মাছের ডিম ভুনা রেসিপি আমার খুবই ভালো লাগে। আপনার আজকে রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছিনা, কি যে করি। যাক কি আর করার খেতেতো পারব না দেখেই যাই। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুস্বাদু একটি মাছের ডিমের ভুনা রেসিপি শেয়ার করার জন্য।

বাহ আপু দুই রকমের মাছের ডিম দিয়ে কখনো রেসিপি তৈরি করিনি আলাদা আলাদা করে খেয়েছি তবে একসাথে মিলিয়ে কখনো খাওয়া হয়নি। জানিনা কেমন লাগে খেতে। ইলিশ মাছের ডিম তো আমার কাছে খুব ভালো লাগে রুই মাছের ডিম তেমন একটা ভালো লাগে না । কিন্তু আপনি খুব সুন্দর করে আজকের রেসিপি শেয়ার করেছেন যদিও আমি রুই মাছের ডিম ভুনা করলে পেঁয়াজ দিয়ে বেশিরভাগ সময় করি ভালই লাগে খেতে।

আপনি মাছের ডিম ভুনা রেসিপিটা খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।সুন্দর মতামত দেওয়ার জন্য।অনেক অনেক শুভ কামনা রইল।

ঠিক বলেছেন আপু, ইলিশ মাছের ডিমের সেই স্বাদ এখন আর নাই।তবে আপনার রেসিপিটি দেখে আমার কিন্তু লোভ সামলাতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে।মাছের ডিম আমার খুবই পছন্দের ইলিশ মাছ আর রুই মাছের ডিম একসাথে ভুনা করেছেন দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। আপু, আপনি এতো লোভনীয় ভাবে রান্না করেছেন কি বলবো। আপু, মাছের ডিম ভুনা করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ আপু এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মাছের ডিম আসলেই খুবই সুস্বাদু হয়। আমার খুবই পছন্দের আপনার আজকের মাছের ডিম রান্না করার পদ্ধতি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

আপু আপনি আজকে চমৎকার ভাবে মাছের ডিম ভুনা রেসিপি শেয়ার করেছেন। দেখে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

ভাইয়া,লোভ সামলিয়ে বাসায় রান্না করে ফেলেন।হা হা,😜😜।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপু আপনার মত ইলিশ মাছের ডিম আমার কাছে খুবই পছন্দের। আমারও ইলিশ মাছের ডিম চুরি করে খাওয়ার রেকর্ড আছে হাহাহা।
যাইহোক আপনার রেসিপিটি দারুন হয়েছে আপু,
ইলিশ মাছ এবং রুই মাছের ডিম একত্রে ভুনা করেছেন কিন্তু আমার মনে হয় এই রেসিপিটায় ইলিশ মাছের ডিমের সাদটাই বেশি পাওয়া যাবে। খুবই মজাদার এবং লোভনীয় লাগছে আপু আপনার রেসিপিটি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আসলেই চুরি করে খাওয়ার মজাই আলাদা।ভালো লাগে কিছু কিছু জিনিস চুরি করে খেতে।আমার খুব পছন্দের মাছ এবং মাছের ডিম।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।শুভেচ্ছা রইলো।