আমি @rahimakhatun
from Bangladesh
৩ ই ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ।
১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
কেন জানি অনেক দিন পর মনে হচ্ছে অনেক ভালো আছি। আসলে চারপাশে বিভিন্ন খারাপ খবর শুনে ভালো থাকা যায় না। তারপরও একটু খানি ভালো থাকার চেষ্টা আরকি। আসলে আমরা মানুষ গুলো দিন দিন কেমন হয়ে যাচ্ছি। আমরা কোনো অপরাধ করতে একটুও ভয় কাপে না। অপরাধ কে অপরাধ মনে হয় না।আজকে একটা নিউজ দেখলাম কিছুদিন আগে মেডিকেল এডমিশন টেস্ট দিতে যেয়ে তার খাতা নিয়ে যেয়ে সময় শেষ করে পরে পরে খাতা দিয়েছে পাঁচ মিনিট আগে। কারণ তার পাশের মেয়ে নাকি কি করেছে তার জন্য তাকেও শাস্তি দিয়েছে ওয়মার শিট নিয়ে। পরে মেয়েটা ওপরের শিক্ষকদের বলেছে তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা তাকে বললো ভাগ্য নেই। অথচ তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার।এই যুগে কয় জনই আমরা আসল শিখায় শিক্ষিত হতে পারছি। যাই হোক বেশি কথা না বলায় ভালো। বেশি কথা মানেই বেশি ঝামেলা ,আমি আবার ঝামেলা হীন থাকতে পছন্দ করি।আজ আমি ছাদ বাগানের কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ছাদ বাগান করতে আমার বেশ ভালো লাগে ,যদিও এখন তেমন একটা সময় দিতে পারি না ,তার উপর বানরের অত্যাচারে কোন কিছু লাগিয়ে শান্তি নেই। বানর এসে ফুল এবং ফল সব নষ্ট করে দিয়ে যায়। বেশ কিছু দিন যাবৎ তাদের সংখ্যা ও বেড়েছে সাথে তাদের উৎপাত ও বেড়ে গিয়াছে।
এবার মূল আলোচনা যাওয়া যাক।
ছাদে পুইশাক। রোদে গাছ গুলো নষ্ট হয়ে গিয়েছে।
ছাদের পুদিনাপাতা। সামনে রোজা আসতাছে তখন এই পাতার দাম অনেক বেড়ে যায় তাই ,আমি ছাদে লাগিয়ে রাখি ইফতারে মুড়ি মাখার সাথে খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া পুষ্টিগুণাগুণ ও অনেক রয়েছে।
বেগুন তেমন একটা ধরে না যাও ধরে বেশিরভাগেই পোকা থাকে। তবে গাছের বেগুন দিয়ে ভর্তা খেতে বেশ ভালো লাগে।
এবারের টমেটু গাছে অনেক টমেটো হয়েছে। বাজারে যা টমেটোর দাম। গাছে থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। যখন টমেটু গুলো পেকে যায় তখন দেখতে বেশ সুন্দর লাগে। এবার বেশ ভালোই ফলন হয়েছে।
বাঁধাকপি কিংবা পাতাকপি। অনেকে বাঁধাকপি বলে আবার অনেকেই পাতাকপি বলে। প্রায় ১২ থেকে তেরো তা বাঁধাকপি হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগে।
এই ছবিটা আমি তুলেছিলাম খুব সম্ভবত আপুর বাসার ছাদ থেকে ।
লোকেশন : ডেমরা।
তারিখ : ২২ নভেম্বর ২০২২।
সময় :বিকাল ০৪.৫৩
ডিভাইস : Galaxy -A13.
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
link | source |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন মানুষ এখন অপরাধকে অপরাধ মনে করে না। দেখেন একটা মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে গেল খাতা নিয়ে গেল অবশেষে টাইম শেষ হওয়ার পরেই দিয়ে দিল। এটা কিভাবে মানবিক কাজ হল বলেন আপু? যাক এগুলো আমরা মাথা ব্যাথা করে কোন কাজ হবে না। ছাদ বাগান থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। বিশেষ করে বাঁধাকপির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু চারপাশের সব খারাপ নিউজ শুনে শুনে নিজেকে ভালো রাখাটা কষ্টকর মনে হয়।আপনার ছাদ বাগানের সবজি ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।কি যে সুন্দর হয়েছে বাগানটি তা বলে বোঝানো সম্ভব নয়।পুইশাক, বেগুন, বাঁধা কপি,পুদিনা, টমেটো, ব্রকলি সব গুলোই লোভনীয় ও অবাক করা ফটোগ্রাফি। অবাক করা বলছি কারণ সব গুলো সবজি এতো সুন্দর হয়েছে ছাদবাগানে। অসাধারণ সুন্দর হয়েছে আপু আপনার ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
করছেন কি? পুরো বাজারতো দেখছি ছাদের উপর নিয়ে গেছেন, ভালোই হলো যেদিন বাজার করতে সমস্যা হবে ব্যাগ নিয়ে সোজা চলে আসবো, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসেন আসেন,,টাটকা টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা।আসার সময় ব্যাগ ভর্তি মাটি আনলেই চলবে😂😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে আসলে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ছে। আমার মতে ঐ শিক্ষকের মোটেই উচিত হয়নি এত সময় খাতা আটকে রাখা, যেহেতু মেডিকেল এডমিশন টেস্টের মত এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল। যাইহোক, এবার ফটোগ্রাফির কথায় আসা যাক। সত্যিই বেশ ভালো হয়েছে ফটোগ্রাফি গুলো আপু। আসলে ফটোগ্রাফি গুলো দেখে আমার বেশ হিংসাও হচ্ছে । আপনি এত সুন্দর শাকসবজি লাগিয়েছেন! আমার কাছে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি দেখতে বেশ দারুন লাগছে। নরমাল সবজি ক্ষেতেও অনেক সময় এত সুন্দর সবজি হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit