মজাদার স্বাদের পুডিং রেসিপি।

in hive-129948 •  2 months ago 

আমি @rahimakhatun
from Bangladesh

২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।

৬নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

462564845_1241211487086271_4259226127651699041_n.jpg

কালকে পোস্ট লিখতে যেয়েও লিখতে পারিনি, লিখতে যাব তখন দেখি অনেক বৃষ্টি তার উপর অনেক অনেক বজ্রপাত হচ্ছে। আমি আমার জীবনে আর কখনও এভাবে বজ্রপাত দেখিনি। এর আগের ল্যাপটপ আমার বজ্রপাতের কারনেই নষ্ট হয়েছে। যাই হোক আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে ডিমের পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।আমার কাছে পুডিং খেতে বেশ ভালো লাগে।যদিও আগে বানাতে পারতাম না তবে এখন পারফেক্ট বানাতে পারি। আসলে না পারলে সহজ জিনিসটাও কঠিন হয়ে যায় আর বানাতে পারলে কঠিন জিনিস টাও সহজ হয়ে যায়।বানাতে বানাতে একটা মেজারমেন্ট চলে আসে।যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

462558454_1497327334181007_4327065620053802044_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।

উপকরন পরিমান
লিকুইড দুধ ১ লিটার
পাউডার প্রয়োজন মত
চিনি প্রয়োজন মত
ডিম ৬ টি
লবন সামান্য
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

462545674_569226948981990_9070978937242373014_n.jpg

দুধ জ্বাল দিয়ে নিচ্ছি।


♻♻♻দ্বিতীয় ধাপ ♻♻♻

462561918_914550100638497_6447053607331286259_n.jpg

পাউডার দুধ দিয়ে দিলাম।


♻♻♻তৃতীয় ধাপ ♻♻♻

462540825_1716360879202526_3277887576125480467_n.jpg

চিনি দিয়ে দিলাম।


♻♻♻চতুর্থ ধাপ ♻♻♻

462548917_9608705859156419_3774620756022575881_n.jpg

দুধ ঠান্ডা হতে দিয়ে ক্যারামেল এর জন্য চিনি জ্বাল দিয়ে নিচ্ছি।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

462561861_426359030302044_9215537505820755220_n.jpg

করে নিলাম।


♻♻♻ষষ্ঠ ধাপ ♻♻♻

462542680_588633886918515_7102005204021935728_n.jpg

চিনি ও ডিম দিয়ে দিলাম।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

462579571_2064045647331878_2510241863668174673_n.jpg

সব কিছু মিশিয়ে নিলাম।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

462548893_1086216512885907_5845063253162028116_n.jpg

ছেঁকে নিলাম।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

462553377_1207669327191420_6955971705074223454_n.jpg

প্রেসার কুকারে বসিয়ে দিলাম


462541967_921281549332058_8957269715103930090_n.jpg

হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব।

462564845_1241211487086271_4259226127651699041_n.jpg

হয়ে গেলো পুডিং রেসিপি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

♻♻♻১০ম ধাপ ♻♻♻
ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি পুডিং এ র রেসিপি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেকদিন পরে পুডিং রেসিপি তৈরীর ধাপ গুলো দেখলাম আবার পুডিং দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

image.png

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে মজাদার পুডিং রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুডিং আমার কাছে খুবই প্রিয় একটি খাবার। তবে কেরামিল দেওয়ার জন্য পুডিং এর কালারটা কিন্তুু এসেছে অনেক সুন্দর। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে পুডিংটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম লোভনীয় একটি পুডিং রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এরকম মজাদার পুডিং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাটাই একেবারে আলাদা। আমি তো মাঝে মাঝেই এরকম মজাদার পুডিং তৈরি করে থাকি। আমার মেয়ে একটু বেশি পছন্দ করে পুডিং খেতে, তার জন্য মাঝেমধ্যেই তৈরি করা হয়।

এই ধরনের পুডিং খেতে আমার খুব ভালো লাগে আপু৷ কী সুন্দর করে পুডিং তৈরি করে শেয়ার করলেন৷ ভীষণ সুন্দর করে ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করলেন বলে ভালো লাগলো। একদিন ঘরে বানিয়ে খেয়ে নেব। তখন আপনার রেসিপিটি কাজে লাগবে খুব।

পুডিং বানানোটা কঠিন কাজগুলোর মধ্যে একটি। তবে হ্যাঁ আপনি এটাও সত্য বলেছেন না পারলে সহজ কাজটিও কঠিন মনে হয়। আপনি পুডিং বানানোর একদম সহজ পদ্ধতি এবং ধাপগুলিও সহজ ভাবে উপস্থাপন করেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার পুডিং এর গ্লেসিং দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছিল। আশা করি আপনার পুডিং তৈরির পোস্টটি দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে।

চমৎকার পুডিং বানিয়েছেন আপু। বেশ বড় সাইজের মনে হচ্ছে৷ ক্যারামেলের রংটাও দারুণ হয়েছে৷ আপনারা যে খুব পুডিং প্রিয় সবার পুডিং রেসিপি দেখেই বুঝি৷

পুডিং রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার এই রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু গতকাল রাতে আমাদের এখানেও অনেক বজ্রপাত আর শিল পড়েছিল। এমন বজ্রপাত আমিও এর আগে কখনও দেখিনি। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক আপনি আজ লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। পুডিং খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। অনেক দিন হয়েছে পুডিং তৈরি করা হয়না। আপনার পুডিং দেখেই বুঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

পুডিং আমার খুব পছন্দের। পুডিং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পুডিং তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

আপনি ডিম দিয়ে অনেক সুন্দর ভাবে পুডিং তৈরি করেছেন। আপনার পুডিং তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করছেন ।আসলে পুডিং টি দেখেই মজা যাচ্ছে অনেক মজার হয়েছে খেতে। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

সত্যি পুডিং মজাদার, পুষ্টিকরও অনেক সুস্বাদু একটি খাবার।আমার ভীষণ পছন্দের এই পুডিং। আপনার পুডিং রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। ধাপে ধাপে পুডিং তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ সুন্দর পুডিং রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।