আমার তৈরি কিছু ব্লকের ড্রেস [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in hive-129948 •  3 years ago 

জ রোজ সোমবার

২৫ ই
এপ্রিল ২০২২ খৃস্টাব্দ

খন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

আমার নিজের তৈরি করা কিছু ড্রেস

278657686_723487818673055_4266826132981059127_n.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

ব্লক এর কাজ করা কিছু ড্রেস


বাহিরে অনেক সূর্যের তাপ। এই গরমে ঘরে কিংবা বাহিরে যে কোনো জায়গায় থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি কোন রান্না কিংবা ড্রাই পোস্ট নিয়ে হাজির হয়নি।আজ আমি আপনাদেরকে দেখাবো,আমার নিজের তৈরি কিছু ড্রেসের ছবি।আসলে আমি শখের বসে, মাঝে মাঝে কিছু ড্রেসের ডিজাইন করি।আসলে মানুষের কত রকম শখ কত কি করে,আমি মাঝে মাঝে আজাইরা কাজের পাশাপাশি একটু আকটু কাজের কাজ করি এই আর কি

আমার নিজের তৈরি করা ড্রেস

278413730_1316052802237538_8809185001307379936_n.jpg

আসলে আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন আমি ব্লকের কাজ শিখেছি।পরে আর কন্টিনিউ করতে পারিনি, পড়াশুনার জন্য।পড়াশুনা শেষ করে এখন মাঝে মাঝে কিছু কিছু ডিজাইন করি।আজ আপনাদদেরকে দেখাবো কিভাবে এবং কি কি উপকরণ লাগে।

প্রয়োজনীয় উপকরণসমূহঃ

277971517_930446857650501_3609755461191261026_n (1).jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶 কাপড়

🔶 রং

🔶 বাইন্ডার

🔶 নিউটেক্স

🔶আঠা

🔶ডাইস (ব্লক কাঠ )

প্রস্তুত প্রণালী

১ম ধাপ

278722670_652574272497869_7890046842803882453_n.jpg

প্রথমে বাইন্ডার,নিউটেক্স,আঠা,যে কালার রং দিবো জামাই তাই দিয়ে গুলিয়ে
নিবো।

২য় ধাপ

278394982_1617406738644392_6697818502664288786_n.jpg

তারপর পছন্দ অনুযায়ী ডাইসে রং লাগিয়ে নিবো,তারপর মনের মত করে জামাই চাপ দিয়ে লাগিয়ে নিবো

৩য় ধাপ


278451014_552211816533356_584020572812286179_n.jpg

মনের মত করে ছাপ দিয়ে দিবো।

278413730_1316052802237538_8809185001307379936_n (1).jpg

এই হচ্ছে পুরাটা ড্রেস এর ডিজাইন। পরে দোকান থেকে এমব্রয়ডারি করে নিয়েছি।

278173142_530885751734677_3537726817406465706_n.jpg

278663869_5176477099040002_6045067770059041026_n (1).jpg

277815696_672364083984715_1827621661440569084_n.jpg

278479213_526223979181036_5116238449311134892_n.jpg

278463344_693143425091058_4539132241561492755_n.jpg

এই খানে আমার কিছু করা ড্রেস আর ছবি আপনাদের শেয়ার করেছি।

আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস samsung SM-A217F
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি শখের কাজ

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপু যে গরম পড়ছে বাড়িঘরে ছেড়ে পানিতে বাস করা লাগবে। আপনার এই গুণটা সম্পর্কে তো জানা ছিল না। অনেক সুন্দর ড্রেসের ব্লক তৈরি করেন আপনি। ডিজাইন গুলো তো অসাধারণ দেখেই আমার পছন্দ হয়ে গেছে। মাঝে মাঝে আপনার তৈরি ড্রেসগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন।।

আপু আপনার ব্লকের ড্রেস গুলো অসাধারণ। ব্লকের কাজগুলো করতে খুব দক্ষতার প্রয়োজন হয়। আপনার কাজ গুলো আসলেই অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসগুলো। আপু আমাকে এমন ব্লকের একটা ড্রেস গিফট করবেন 🤭🤭 আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই কাজ।
ড্রেস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সত্যিই আপনার হাতে করা ড্রেসগুলো অনেক সুন্দর। আপনি তো পুরাই অলরাউন্ডার। অনেক সুন্দর ভাবে কাজগুলো করেছেন। লেগে থাকুন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে।

আপু এককথায় এটা বলা যায় আপনার হাতে জাদু রয়েছে। সত্যি কথা বলতে আপনি প্রশংসার যোগ্য। আমি কি বলব আপনাকে তো খুঁজে পাচ্ছিনা। সত্যিই আপনার হাতের তৈরি করা ড্রেস খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আপনার অনেক দক্ষতা রয়েছে। যদি দক্ষতা না থাকতো তাহলে এত সুন্দর ড্রেস তৈরি করতে পারতেন না। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ব্লকের ড্রেস তৈরি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

ওয়াও! খুবই চমৎকার ডিজাইন গুলো করেছেন আমার তো দেখে মনে হচ্ছে খুবই কষ্ট করে কাজগুলো করতে হয়। হয়তো আপনার কাছে সহজ যেহেতু আপনি এগুলো সব সময় করে থাকেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে এই ডিজাইন গুলোকে বের করে তারপরে এগুলোকে তৈরি করতে হয়। যাক আপনার ডিজাইন গুলো খুবই ভালো ছিল এভাবে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা অবিরাম।

আপনার তৈরি করা ব্লাক এ ড্রেস গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। বলতে হয় আপনার হাতে জাদু রয়েছে। আপনি অনেক সুন্দর হবে সবগুলো নিপুণতা ও দক্ষতার মাধ্যমে আরও সুন্দর করে তুলেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ক্লাস এইট থেকেই এই সুন্দর একটি কাজ শিখিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার তৈরি ব্লকের ড্রেস গুলো খুবই সুন্দর হয়েছে আপু। সত্যি আপু আপনার প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আপনি অনেক সুন্দর ভাবে ড্রেসের ডিজাইন গুলো করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিভা আমাদের মাঝে প্রকাশ করার জন্য। আপু আপনার জন্য শুভকামনা রইল।

আপু,যে রাঁধে সে চুলও বাঁধে আপনার অজানা প্রতিভাটি দেখতে পেয়ে আমার বারবার এই কথাটি মনে পড়ছে। একদিকে আমার বাংলা ব্লগ অন্যদিকে নিত্য নতুন পোস্ট উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি করা, অপরদিকে এত সুন্দর ব্লকের ড্রেস তৈরি করা, এটা যে কি রকম চাপের কথা তা বেশ বুঝতে পারছি। আপনার অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য কে সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি। কষ্ট করলে কেষ্ট মেলে আপনাকে দেখলে তা বোঝা যাবে। যাইহোক আপু, আপনার অসম্ভব সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

কি বলবো আপু ভাষা খুজে পাচ্ছি না। আপনি এত সুন্দর ডাইস এর কাজ করতে পারেন তা আগে জানতাম না। আজ ঈদ উপলক্ষে নতুন নতুন জামার ডিজাইন দেখে নিলাম। প্রতিটি জামার ডাইস জাস্ট অসাধারণ দেখাচ্ছে। আপনি অনেক নিখুঁত ভাবে পুরো কাজ গুলো সম্পন্ন করেছেন। এত সুন্দর সুন্দর জামার ডিজাইন ডাইস বসিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারন হাতের কাজ আপনার আপু। সত্যি প্রশংসার দাবীদার। আপনার মাঝে অনেক সৃজনশীলতা রয়েছে আপু। শখের বসে করলেও চাইলে বানিজ্যিক ভাবে উৎপাদন করতে পারেন আপু। ভালো হবে অনেক। শুভেচ্ছা নিয়েন।

আমার কাপড়ের ডিজাইন এর প্রতি বেশ আকর্ষণ রয়েছে, আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে, কাপড় বা ফেব্রিক সম্পর্কে জানার বেশ আগ্রহ রয়েছে আমার। আপনার পোষ্টের মাধ্যমে নতুন কিছু জিনিস জানতে পারলাম।

ওয়াও আপু আমি জাস্ট মুগ্ধ আমি আবেগে আপ্লুত। আপনার দক্ষতা আপনার সৃজনশীলতা দেখে। আপনার প্রতিভা এত উপরে তা আমি কখনো জানতাম না। আপনি খুব সুন্দর ভাবে ডিজাইন করেছেন প্রতিটি জামা খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখনই আপনাকে অর্ডার দিয়ে কিনার জন্য। প্রতিটি জামাই অনেক সুন্দর।আপনাকে অনেক অনেক ধন্যবাদ

এত সুন্দর উদ্যোগ আপনার। সত্যি খুব ভালো লাগছে। এখনকার মেয়েরা যে ঘরে বসে নেই তা আপনাদের মত মানুষদের দেখলে বোঝা যায়। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অনেক ধরনের। ব্লকের কাজগুলো আমি পারিনা তবে শেখার অনেক ইচ্ছা ছিল। প্রত্যেকটি জামা আমার কাছে খুব ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

বাহ আপনি নিজেই ব্লক ড্রেস বানাতে পারেন তা জেনে খুশি হলাম। অনেক সুন্দর ডিজাইন করেছেন আপনার জামাটিতে। ব্লক কিভাবে করে তা আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু। নিচের জামাটি সব চেয়ে বেশি সুন্দর। বাকিগুলোও সুন্দর। ধন্যবাদ আপনাকে

আপু আপনার তো দেখছি অনেক প্রতিভা রয়েছে। আপনি খুবই সুন্দর কিছু ব্লকের ড্রেস তৈরি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে কিন্তু আপনার এই ব্লকের ড্রেসের ডিজাইন অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

সত্যিই আপনার পোস্ট দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর করে ব্লকের কাজগুলো করেছেন। অতি দুর্দান্ত হয়েছে। আগে আমাদের এদিকে এই ধরনের কাজ করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে।সত্যিই আপনার হাতে করা ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।