মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর,পর্ব ০২

in hive-129948 •  3 months ago  (edited)

মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর,পর্ব ০২

Low sodium heart healthy meal deliver (3).jpg

হাই বন্ধুরা,আমি শেখ রাসেল রহমান আবার আপনাদের মাঝে চলে এলাম।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মজা করতে সবারই ভালো লাগে। তাই আমি কিছু মজার প্রশ্ন ও কুইজ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।সবাই মজার ছলে জবাব দিবেন,দেখি কার জবাব সবথেকে মজার হয়ে থাকে।

মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব।

মজার মজার এই ধরণের কুইজ খেলতে প্রশ্ন পড়তে ও উত্তর দিতে কার না ভালো লাগে বলুন?

আজকের ৫টি মজার ধাঁধাঃ

১. পাখি নয় তবুও আছে
লেজ মাথা পাখা।
উরে উরে যাই তবু
যেথা ইচ্ছা সেথা।

উত্তর :- উরোজাহাজ

২. আকাশে বাতাসে আছি
পৃথিবীতে নাই
চাঁদ আর তারাই আছি
কিন্তু নাই সূর্য তে।

উত্তর :- আকার

৩. আমার মধ্যে আছো তুমি
তোমার মধ্যে নাই।
আমাদের মধ্যে আছো তুমি
বাবার মধ্যে নাই।

উত্তর :- আ

৪. আমি থাকি খালে
তুমি থাকো ডালে
তোমার আমার দেখা হবে
মরণের কালে।

উত্তর :- মাছ আর লঙ্কা

৫. কোন জিনিস গাছে সবুজ
দোকানে আনলে কালো
বাড়িতে আনলে লাল হয়ে গেল?

উত্তর : চা

Source

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ। দারুন সুন্দর সব ধাঁধা এবং তার উত্তর সরবরাহ করলেন তো। বিভিন্ন ক্ষেত্রে এই ধাঁধাগুলো বলতে খুব কাজে লাগে। বিশেষ করে আড্ডায় এগুলো খুব মজাদান করে। বিশেষ করে চা এবং মাছ ও লঙ্কার উত্তরগুলি খুব মজার।

ধন্যবাদ আপনাকে

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://www.mindyourlogic.com/bangla-dhadha/20-funny-bangla-dhadha-with-answers#google_vignette