রাতের ঢাকার সৌন্দর্য। ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG_20220428_223248.jpg

আসসালামু আলাইকুম /আদাব, কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব। পরিবারের সবার সাথে ঈদ পালন করার মত এত আনন্দ আর হয় না। সবাই চায় পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ করতে।

IMG_20220428_205721.jpg

আমিও চেয়েছিলাম কিন্তু পরীক্ষা আমায় সেটা করতে দেয়নি। এবারের ঈদটা ঢাকায় করতে হবে। সবেমাত্র পরীক্ষা শেষ করেছি। আবার নতুন করে পরীক্ষার ডেট দিয়েছে। ঈদের এক সপ্তাহ পর পরীক্ষা। তাই সিদ্ধান্ত নিলাম এবার ঈদ ঢাকায় করবো। হলে থেকে যাবো।ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা সচরাচর দেখি জ্যাম চিল্লাপাল্লা সে তুলনায় অনেকটা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি অধিকাংশ সবাই বাসায় চলে গেছে। গতকাল হঠাৎ হল প্রেসিডেন্ট কল দিয়ে উনার রুমে যেতে বললেন অনেকক্ষণ আড্ডা দিলাম তার সাথে। কেনো বাসায় যাবো না সেগুলো বিষয়ে অনেক কথা বললো। শুনে উনি আফসোস করলেন। তারপর যা করলো সেটা আমার কল্পনার বাহিরে। হঠাৎ করে এসে ড্রয়ার থেকে একটি খাম হাতে ধরিয়ে দিলো।

IMG_20220428_205117.jpg

বুঝতে পারছিলাম না কি করবো। অনেক জোরাজুরি পর নিয়ে নিলাম। সালামি পেলে কার না ভালো লাগে। এরপর এসে মাত্র বিছানায় গিয়েছি এরমধ্যে আমার এক চাকুরিজীবী বন্ধু ফোন দিয়ে বলল সে কার নিয়ে আমার রুমের নিয়ে দাঁড়িয়ে আছে । ওর নাকি ইচ্ছে হয়েছে রাতে আমাকে নিয়ে একসাথে ঘুরবে। কি আর করা এত দূর থেকে আসছে বেচারী না করি কিভাবে। বের হলাম দুজন মিলে হল গেট থেকে বের হয়ে সোজা ছুটে চললাম নিউ মার্কেটের দিকে। রাস্তা অনেক ফাঁকা ছিলো লোকজন ও তুলনামূলকভাবে তেমন একটা ছিল না। ও এমনভাবে ড্রাইভ করছিল মনে হচ্ছিল কোন এক হাইওয়েতে চালাচ্ছে। আমি অনেকবার ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে রাস্তা ফাঁকা থাকুক কিংবা না থাকুক কখনো খুব জোরে গাড়ি চালাবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

IMG_20220428_223721.jpg

যাইহোক পরে অনেক রিকোয়েস্ট করার পর গাড়ির গতি কিছুটা কমালো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অনেক অনেক জায়গায় ঘুরলাম। আসলে সত্যি কথা বলতে কি ঢাকার সৌন্দর্যতা মনে হয় রাতেই বেশি হয়। দিনের বেলায় যে ঢাকা কে আমরা কল্পনা করি রাতের বেলা ঠিক যেন মুদ্রার উল্টো পিঠ।একদম শান্ত নিরিবিলি। মনে হবে যেন পুরো ঢাকা ঘুমিয়ে গেছে। নিস্তব্ধ হয়ে গেছে পুরো ঢাকার আকাশ। অনেকক্ষণ ঘোরার পর ব্যাক করতে চাইলাম। কিন্তু রাতের সৌন্দর্য ছেড়ে আসতে মন চাচ্ছে না। বুঝলাম মানুষকে বিমোহিত করার জন্য একটি রাতই যথেষ্ট।
বিষয়রাতের ঢাকায় ঘোরাঘুরি
বর্ণনা@rahman44
ডিভাইসনোটফাইভ
লোকেশনw3w

IMG_20211219_150308.jpg

@rahman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রাতের ঢাকা তে ঘুরতে অনেক ভালো লাগে। আমারও এরকম অভিজ্ঞতা অনেক রয়েছে। আসলে খুব খারাপ লাগলো যে পরীক্ষার জন্য বাসায় ঈদ করতে পারতেছেন না। আসলে এটা খারাপ লাগার বিষয়। কি আর করার পরীক্ষার যে সময়ে চলে এসেছে সে তো থাকতেই হবে। বন্ধুর সাথে রাতের ঢাকায় খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। এই সুন্দর মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ধন্যবাদ ভাই

ভাই আপনি চাইলে কিন্তু আপনার সালামির এর অর্ধেক আমাকে দিতে পারেন। আমি জানি আপনি অনেক মহৎ একজন ব্যক্তি। 😜 যাই হোক রাতের ঢাকা আসলে অনেক সুন্দর। রাতে ঢাকায় আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক গোছালোভাবে লেখালেখি করেন যা আমার ভালো লাগে। এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু

রাতে ঢাকা এরকম ঘোরাঘুরি করার মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো। ঢাকা এভাবে রাতে ঘুরাঘুরি করার তেমন একটা অভিজ্ঞতা নাই। আপনাদের ঘোরাঘুরি দেখে অনেক ভালো লেগেছে ভাই।

ধন্যবাদ ভাই

আরে পেরা নিয়েন না ভাই। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছুই রেখেছেন।