এ পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য না। ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

istockphoto-1372848487-170667a.jpg
pixabay

আসসালামু আলাইকুম আদাব

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মানুষ সামাজিক জীব। মানুষ কখনো একা বাস করতে পারে না। মানুষ সব সময় সমাজবদ্ধ হয়ে বাস করতেই পছন্দ করে। এই পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এরা সবাই সমাজে বাস করে। মানুষ সামাজিক জীব হিসেবে সবচেয়ে উঁচু শ্রেণীর। মানুষের আছে চিন্তা শক্তি আছে বিবেক যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই। এই পৃথিবীটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটা ও মানুষের। সমাজে চলতে গিয়ে আমাদের অনেকের সাথেই মিশতে হয় বাবা-মা ভাই-বোন বন্ধু-বান্ধব প্রিয় জন। আমরা কিছু মানুষের সাথে এমন ভাবে মিশে যাই যে মনে হয় সেই মানুষ ছাড়া চলবেই না। আড্ডা, ঘোরাঘুরি এবং অনেক স্মৃতি জমে যায়। যে স্মৃতি গুলো কখনো ভুলে যাওয়া যায় না, কিংবা সেই মানুষটার অস্তিত্বকে ভুলে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।

sunset-570881__480.webp
pixabay

একটা উদাহরণ দেই

গত পরশু পত্রিকায় একটি খবরে দেখলাম "প্রেমিকার বিয়ে হওয়ায় প্রেমিকের আত্মহত্যা"। বিস্তারিত পড়লাম তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল দু'বছরের। হঠাৎ করে মেয়ের পরিবার মেয়েকে বিয়ে দিয়ে দেয় এজন্য ছেলেটি বিষপানে আত্মহত্যা করে। যেটা শুনতে এবং বুঝতে যে কারোর খারাপ লাগার কথা। এখন কথা হল আত্মহত্যা কি কোনো কিছুর সমাধান? ছেলেটি কেন আত্মহত্যা করলো? প্রশ্ন করলে উত্তর দেয়া দায়।

istockphoto-981728386-612x612.jpg
pixabay

আমি শুরুতে বলেছিলাম কেউ কারো জীবনের জন্য অপরিহার্য না। কেনো বললাম তাহলে শোনেন, আপনার অনেক প্রিয় জন আছে, আপনি হঠাৎ একটি বিপদে পড়ছেন দেখবেন গুটিকয়েক বন্ধুবান্ধব ছাড়া সবাই সটকে পড়ছে। আপনি অসুস্থ হয়ে পড়েছেন দেখবেন হাতেগোনা কয়েকজন ছাড়া আপনার কোনো খোঁজ খবর রাখবেনা। আপনি যে মানুষগুলোকে মানসপটে রেখে প্রতিদিন পুজো করেন হাজারো স্বপ্ন দেখেন যাকে আপনি আপনার পৃথিবী মনে করেন তার কাছে আপনি কিছুই না। আপনি আপনার জীবনের যাকে অপরিহার্য মনে করেন তার কাছে হয়তো আপনি একজন সামান্য মানুষ মাত্র।

istockphoto-1133527315-612x612.jpg
pixabay

এই জীবনে কাউকে অপরিহার্য মনে করবেন না। নিজের চেয়ে অন্যকে বেশি ভাববেন না, নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেবেন না, নিজের চেয়ে অন্য কাউকে বেশি সময় দিবেন না। নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, নিজেকে গড়ে তুলুন, নিজের ভালো লাগা মন্দ লাগা গুলোকে গুরুত্ব দিন। দিন শেষে ভালো থাকবেন। জীবনে নিজের চেয়ে অন্য কাউকে অপরিহার্য মনে করবেন না মনে রাখবেন বিপদে পড়লে নিজের ছায়াও নিজেকে মাড়ায় না। এই পৃথিবীতে কে কার?
বিষয়কেউ কারো জীবনে অপরিহার্য না
বর্ণনা@rahman44
লোকেশনW3w

IMG_20211219_150308.jpg

@rahman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার একটি লেখা।লেখাটির গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ন।দুনিয়ায় কোন কিছুই কারো জন্য অপরিহার্য নয়।মায়ার বাধনে আবেগে হয়তো নিজের চেয়েও অন্যদের বেশি প্রাধান্য দিয়ে থাকি।নিজেকে মুল্যায়ন করার মতো উত্তম সুধা আর কিছুই নেই।নিজেকে ভালবেসে নিজেকেই প্রত্যয়ী হতে হয়।অত্যন্ত জ্ঞানগর্ভমুলক আলোচনা জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

image.png


একদম ঠিক বলেছেন ভাই। পৃথিবীতে আপনার কাজ কখনো কারো জন্য থেমে থাকবে না। আবার অন্যের কাজ ও আপনার জন্য থেমে থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে অনেকে আপনার জীবন থেকে দূরে সরে যাবে আবার অনেকেই আপনার কাছে চলে আসবে। এটাই জীবনের নিয়ম। অনেক সুন্দর লিখেছেন। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।


image.png

ধন্যবাদ

সবার আগে নিজেকে ভালবাসতে হবে। যারা নিজেকে ভালো না বাসতে পারে তারা কখনোই অন্য কেউ ভালবাসতে পারে না। আর আপনি যে পত্রিকায় যে ঘটনাটি পড়েছেন সেটা শুনে আসলেই খুবই খারাপ লাগলো।

ধন্যবাদ