শ্রী রমনা কালীমন্দিরে একদিন। ১০% লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  3 years ago 

IMG_20220215_195042.jpg

আসসালামুয়ালাইকুম /আদাব

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘোরাঘুরি করা আমার এক ধরনের নেশা। আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা দিন ঘোরাঘুরি করতে। আমি চেষ্টা করি বেশিদূর যেতে না পারলেও কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। যেমনটা ঘুরে আসলাম গতকাল রমনা কালী মন্দির থেকে।

IMG_20220215_195119.jpg

দেবী কালীকে বলা হয় শক্তির দেবী। আমার বাসা হিন্দুপাড়ার সাথে হওয়াতে হিন্দু ধর্মের প্রায় সব উৎসব সম্পর্কে ধারণা রাখি এবং হিন্দু ধর্মের প্রায় সকল দেব দেবীর নাম জানি। কালী পূজার সময় পাঠা বলি হত সেটা দেখার জন্য অনেক সময় ভিড় করতাম। কথিত আছে কৃষ্ণানন্দ নামের একজন তান্ত্রিক কালী পূজার প্রচলন করেন সেই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে উদযাপিত হচ্ছে কালীপূজা। তবে আমি কালী পুজো দেখতে যাইনি। গিয়েছিলাম কালী মন্দির দেখতে।

IMG_20220215_195109.jpg

রমনা কালী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। ধরতে গেলে এটা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে। বিকেলে আড্ডা দিতে গিয়েছিলাম কার্জন হল। সেখান থেকে বের হয়ে বাংলা একাডেমি গেট হয়ে কালী মন্দিরে যাই। কিছুদিন আগে উদযাপিত হয়ে গেছে কালীপূজা। গেইট এখনো সাজানো আছে। সেদিন অন্যদিনের তুলনায় লোকজন অনেক বেশি ছিল। ভেতরে ঢুকেই হাতের বাঁ পাশে দেখলাম কিছু কারিগর ভেতরে প্রতিমা গড়ছে।

IMG_20220215_195059.jpg

একদম গভীর মনোযোগ সহকারে, মনের মাধুরী মিশিয়ে, একাগ্রচিত্তে, প্রতিমা নিয়ে কাজ করছে। একটু সামনে এগুতেই সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখলাম। দেখলাম পানির ভিতর ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রতিমা। একদম পুকুরের মাঝখানে যেটা দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। এরপর আরো ভিতরে গেলাম সেখানে লোকনাথ প্রতিমা ছিলো। অনেকেই পূজা করছে আবার কেউ কেউ পুজোর জিনিসপত্র বিক্রি করছে ছোট ছোট বাচ্চাগুলো ছোটাছুটি করছে। আরেকটু ভিতরে ঢুকতেই চোখে পড়ল দেবী কালীর প্রতিমাটি। সেখানে অনেক ফুল ছিটানো ছিলো। সেখানে একটা ঘন্টাও দেখতে পেলাম

IMG_20220215_195011.jpg

যেটি আকারে অনেক বড় এবং অনেক জোরে জোরে শব্দ বের হয়। এরপর পুরো মন্দিরটি খুব ভালো করে ঘুরলাম তারপর সন্ধে নামার আগেই ওখান থেকে প্রস্থান করলাম।

বিষয়কালী মন্দীর ভ্রমন
বর্ণনা@rahman44
ডিভাইসনোটফাইভ
লোকেশনw3w

IMG_20211219_150308.jpg

@rahaman বাংলাদেশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মানবিকতার এক চিরায়ত দৃষ্টান্ত @amarbanglablog কমিউনিটি। দুটি দেশ কিন্তু একই সূত্রে আবদ্ধ আমরা। ভালোবাসা চিরদিন বেচে থাকবে মানুষ হিসেবে আমাদের মাঝে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কালী মন্দির ভ্রমন নিয়ে দারুন অভিজ্ঞতা জানা হলো।খুব সুন্দর করে জলের উপর প্রতিমার ছবি।যা সত্যই মনোমুগ্ধকর।কালী মন্দিরের চারপাশ ও তার অবস্থান কীর্তির সুন্দর উপস্থাপন।ধন্যবাদ।