আসসালামুয়ালাইকুম /আদাব,
কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষার কারণে অনেকদিন আমার প্রিয় পরিবার @amarbanglablog এ থাকতে পারিনি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
আসলে আমরা সবাই খুব একটা ভালো নেই। সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টি নিয়ে আমরা সবাই অশান্তিতে আছি। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, মানুষের মৃত্যু এগুলো দেখে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি।
pixabay
মানুষকে বলা হয় সৃষ্টি সেরা জীব। মানুষের বিবেক আছে যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই। কিন্তু মানুষের কর্মকান্ড দেখে কেও মনে করবেনা সৃষ্টির সেরা জীব। যুদ্ধ-বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, খুন, ধর্ষণ এমন কোন অপরাধ নেই যেটা মানুষ করেনি তাহলে কেন মানুষ সৃষ্টির সেরা জীব? প্রশ্ন থেকেই যায়। আমরা সবাই জানি বর্তমান বিশ্ব কি একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়াএবং ইউক্রেনে যা চলছে তা আধুনিক সভ্যতার কোন দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাদের এহেন কর্মকান্ডে কত লোকের প্রাণহানি ঘটছে, কত ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, দেশের অবকাঠামোগত ভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আসলে অবর্ণনীয়।
pixabay
এই মুহূর্তে ইউক্রেন বাসিরা জানেনা রাতে ঘুমালে সকালে উঠতে পারবে কিনা, সকালে খেলে দুপুরে খেতে পারবে কিনা। যে ছোট ছোট বাচ্চাদের সকাল হলে ইউনিফর্ম পড়ে স্কুলে যাওয়ার কথা ছিল তারা এখন প্রাণভয় কোন এক বাঙ্কার কিংবা পাতাল রেলের বগিতে আশ্রয় নিয়েছে, যে তরুণ-তরুণীদের বাগদত্তা হবার কথা ছিল তারা এখনো প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে, যারা ঘুম থেকে উঠে সুন্দর একটা সকাল দেখতো তারা এখন ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে। এই যে মানবতার বিপর্যয় ঘটছে এগুলো কেন হচ্ছে? করোনাভাইরাস এর কারণে এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। এখন পর্যন্ত পুরো বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লেগে গেলো। আমরা যদি মনে করে থাকি যুদ্ধ শুধু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে সেটা চরম ভুল। কেন না বিশ্ব অর্থনীতিতে এ যুদ্ধের প্রভাব প্রত্যক্ষভাবে পড়বে যা এখন দৃশ্যমান। নিম্নশ্রেণির খেটে খাওয়া মানুষগুলো হবে এ যুদ্ধের বলি। আমরা চাই না যুদ্ধ আমরা চাই শান্তি।
pixabay
আমরা এমন একটা পৃথিবী চাই যে পৃথিবীতে মানুষ যেন ভালোবাসাটাই খোঁজে মানুষে মানুষে থাকবে না কোনো দ্বেষ, ঘৃণা, সাম্রাজ্যবাদ, থাকবেনা কোন অপরাধ আমরা চাই ভালবাসাময় পৃথিবী যে পৃথিবীতে মানুষ থাকবে সত্যিকার অর্থে সৃষ্টির সেরা জীব।
বিষয় | যুদ্ধ চাইনা শান্তি চাই |
---|---|
বর্ণনা | @rahman44 |
লোকেশন | w3w |
যুদ্ধ চাই না শান্তি চাই এমন শিরোনামে দারুন গল্পের সৃষ্টি করা হয়েছে।এটি একটি চমৎকার শিক্ষনীয় বিষয়। এখানে যথার্থই বলা হয়েছে,কাল কি হবে সেটা জানা নেই ইউক্রেনবাসীর।এমন অনিশ্চিত জীবন কখনোই কোন জাতি কিংবা রাষ্ট্রের জন্য কাম্য নয়।সাম্রাজ্যবাদী এমন আগ্রাসনমুলক নীতি কখনোই শান্তিকামী মানুষ সমর্থন করতে পারে না।যুদ্ধবাজদের ধ্বংসাত্মক কার্যকলাপে চাপ বাড়বে পুরো বিশ্বের অর্থনৈতিক সূচকে। এ দায় নিবে কে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit