লেভেল ৪ হতে আমার অর্জন-by @rahnumanurdisha।।

in hive-129948 •  2 years ago  (edited)
আসসালামুআলাইকুম/আদাব..কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও ভাল আছি।আজকে আমি লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। লেভেল ৪ সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ লিখিত পরীক্ষা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।ইতিমধ্যে লেভেল ৪ এর প্রফেসরগণ লেভেল ৪ ( লেনদেন সম্পর্কিত সকল বিষয়) সম্পর্কে অবহিত করেছেন এবং ভাইভা পরীক্ষা নিয়েছেন। নিম্নে আমি লেভেল ৪ হতে যেসকল বিষয় জানতে পেরেছি তা পরীক্ষার মাধ্যমে লিখছি-

IMG_20230731_193306.jpg

সোর্স

লেভেল ৪ হতে আমার অর্জন-

১ ।

p2p কি?

উত্তরঃp2p হলো পারসন টু পারসন‌ ট্রান্সফার। অর্থাৎ একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem,SBD এবং TRX ট্রান্সফার করাকে p2p ট্রান্সফার বলা হয়।p2p সম্পূর্ণ নিষিদ্ধআমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাই এবং সেল এর ক্ষেত্রে। তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তাহলে অবশ্যই p2p করার সময় মেমোতে কারণ উল্লেখ করতে হবে।

২।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃওয়ালেট লগইন করে নিতে হবে তারপর স্টিম ডলারের পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। তারপর নিম্নে স্ক্রিনশট এর মার্ক অনুযায়ী কাজ করতে হবে।

Screenshot_3.png

Screenshot_4.png

Screenshot_5.png

মেমোতে কারণ উল্লেখ করে এবার প্রাইভেট এক্টিভ কী দিয়ে সাইন ইন করলে SBD ট্রান্সফার কনফার্ম হয়ে যাবে।

৩।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃওয়ালেট লগইন করে নিতে হবে তারপর স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। তারপর নিম্নে স্ক্রিনশট এর মার্ক অনুযায়ী কাজ করতে হবে।

Screenshot_6.png

Screenshot_7.png

Screenshot_8.png

মেমোতে কারণ উল্লেখ করতে হবে অবশ্যই।এখানে আমার প্রাইভেট এক্টিভ কী দিয়ে সাইন ইন করার প্রয়োজন পড়েনি কারণ SBD ট্রান্সফারের ক্ষেত্রে প্রাইভেট এক্টিভ কী ব্যবহার করেছিলাম।

৪।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃওয়ালেট লগইন করে নিতে হবে তারপর TRX এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। তারপর নিম্নে স্ক্রিনশট এর মার্ক অনুযায়ী কাজ করতে হবে।

Screenshot_10.png

Screenshot_12.png

Screenshot_14.png

Screenshot_15.png

TRXএর ক্ষেত্রে মেমো না দিলেও হয়।সর্বশেষTron অ্যাকাউন্ট এর প্রাইভেট কী দিয়ে ট্রান্সফারে ক্লিক করতে হবে।

৫।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃপ্রথমে ওয়ালেট লগইন করতে হবে।তারপর থ্রি লাইনে ক্লিক করতে হবে। তারপর কারেন্সি মার্কেটে যাব। তারপর কত SBD দিয়ে Steem কিনতে চাই তা বসাবো টোটাল এর ঘরে প্রাইস SBDঅনুযায়ী লোয়েস্ট প্রাইস সিলেক্ট হয়ে ঘরে বসে যাবে ।প্রথমে ওয়ালেট লগইন করতে হবে।তারপর থ্রি লাইনে ক্লিক করতে হবে। তারপর কারেন্সি মার্কেটে যাব। তারপর কত SBD দিয়ে স্টিম কিনতে চাই তা বসাবো টোটাল এর ঘরে প্রাইস SBDঅনুযায়ী লোয়েস্ট প্রাইস সিলেক্ট হয়ে ঘরে বসে যাবে।আমি কত স্টিম কনভার্ট করেছি স্ক্রিনশট দিয়েছি।

Screenshot_16.png

Screenshot_17.png

Screenshot_18.png

Screenshot_19.png

৬।

Poloniex Exchange site এ একটি Account Create করুন।


উত্তরঃPolonix একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমেPolonixএ গিয়ে সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর ক্যাপচা ভেরিফাই করতে হবে এবং সাইন আপ এ ক্লিক করতে হবে।এরপর মেইল কনফার্ম করতে হবে মেইলের ইনবক্সে গিয়ে।নিম্নে স্ক্রিনশট এ একাউন্ট খোলার প্রক্রিয়া দেখানো হলো-

Screenshot_20.png

Screenshot_21.png

৭।

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃপ্রথমে Polonix একাউন্ট লগইন করে নেব। এরপর ওয়ারলেটে ক্লিক করতে হবে।এরপর ডিপোজিট থেকে search অপশনের মাধ্যমে স্টিম সিলেক্ট করতে হবে।স্টিম সিলেক্ট করলে একটি মেমো এবং ঠিকানা পাওয়া যাবে।মেমো এবং ঠিকানাটি কপি করতে হবে তারপর স্টিমেট ওয়ালেটে লগইন করতে হবে।কপি করা মেমো,ঠিকানা এবং এমাউন্ট বসাতে হবে। তারপর এক্টিভ কী দিয়ে সাইন ইন করতে হবে।তারপর এক্টিভিটি পেইজে গেলে ডিপজিটেড ব্যালেন্স দেখা যাবে।

Screenshot_26.png

Screenshot_35.png

Screenshot_34.png

Screenshot_7.png

Screenshot_32.png

Screenshot_33.png

৮।

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তরঃপ্রথমে Polonix একাউন্ট লগইন করে নেব। এরপর ওয়ারলেটে ক্লিক করতে হবে।এরপর ডিপোজিট থেকে search অপশনের মাধ্যমে TRX সিলেক্ট করতে হবে।TRX সিলেক্ট করলে একটি মেমো এবং ঠিকানা পাওয়া যাবে।মেমো এবং ঠিকানাটি কপি করতে হবে তারপর স্টিমেট ওয়ালেটে লগইন করতে হবে।কপি করা মেমো,ঠিকানা এবং এমাউন্ট বসাতে হবে। তারপর Tron প্রাইভেট কী দিয়ে সাইন ইন করতে হবে।

Screenshot_36.png

Screenshot_37.png

Screenshot_38.png

Screenshot_39.png

Screenshot_40.png

Screenshot_41.png

৯।

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ

STEEM এর ক্ষেত্রেঃ

প্রথমে Polonix এর Trade অপশনে ক্লিক করতে হবে। তারপর বাম দিক থেকে searchঅপশনে গিয়ে steem search দিতে হবে। তারপর Steem/USDT pair সিলেক্ট করতে হবে।এরপর sell এ ক্লিক করে প্রাইস এবং এমাউন্ট লিখবো। প্রাইস লেখার ক্ষেত্রে order book টি ভালোভাবে দেখে price নির্ধারণ করব। তারপর sell steem এম ক্লিক করব। আমার স্টিমগুলো ইউএসডিটি তে কনভার্ট হয়ে গিয়েছে।নিচে সর্বশেষ প্রকিয়া স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলো।

Screenshot_43.png

TRX এর ক্ষেত্রেঃ

প্রথমে Polonix এর Trade অপশনে ক্লিক করতে হবে। তারপর বাম দিক থেকে searchঅপশনে গিয়ে TRX search দিতে হবে। তারপর TRX/USDT pair সিলেক্ট করতে হবে।এরপর sell এ ক্লিক করে প্রাইস এবং এমাউন্ট লিখবো। প্রাইস লেখার ক্ষেত্রে order book টি ভালোভাবে দেখে price নির্ধারণ করব। তারপর sell TRX এম ক্লিক করব। আমার স্টিমগুলো ইউএসডিটি তে কনভার্ট হয়ে গিয়েছে।নিচে সর্বশেষ প্রকিয়া স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলো।

Screenshot_44.png

ধন্যবাদ।আজকের মতো এখানেই আমার লিখিত পরীক্ষা শেষ করছি।আমি লেভেল ৪ হতে যা শিখতে পেরেছি আমার পরীক্ষার মাধ্যমে উপস্থাপণ করার চেষ্টা করেছি।আমার পরিক্ষায় কোথাও কোন ভুল হয়ে থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই @nusuranurআপু ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!