আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বেশ কিছুদিন পর আপনাদের মাঝে অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।
আজকে আমি আমার বাংলা ব্লগের একটি ব্যতিক্রমধর্মী কনটেস্ট এ অংশগ্রহণ করতে চলেছি।আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের প্রিয় দাদা $PUSS নামক একটি কয়েন লঞ্চ করেছেন ।এটি আমার বাংলা ব্লগের সর্বপ্রথম মেমে কয়েন।আমরা সবাই খুবই খুশি কয়েনটি নিয়ে এবং আশাবাদী এটির ভবিষ্যৎ নিয়ে।দাদার প্রজেক্ট মানেই ভিন্ন কিছু আর ধামাকা ।আর পুরোপুরি ভরসা রয়েছে আমাদের প্রত্যেকের দাদার সৃষ্টির উপর যেটা আমরা বুঝতে পেরেছি কয়েকদিনেই। কারণ প্রাইজ প্রতিদিন অনেকটা করে বৃদ্ধি পাচ্ছে।তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমার পুশ টোকেন হোল্ড করার জন্য ট্রেড এর প্রোসেস গুলো।আমি পুরো প্রোসেসিং টা শেয়ার করতে পারছিনা কারণ যখন টোকেন কিনেছিলাম তখন পারব কিনা সঠিকভাবে কিনতে তাই নার্ভাস ছিলাম এজন্য স্ক্রিনশট গুলো রাখতে পারিনি।
প্রথমে ট্রন লিংক এর হোম পেজে যাব।
এবার ডিসকভার অপশন থেকে সানপাম্প লিখে সার্চ দিব।
এবার সানপাম্প এ ক্লিক করলে একটি পেজ দেখতে পাব সেখানে পুশ(PUSS)টোকেন বড় হাতের লিখে নিচের দিকে স্ক্রল করলে লোড মোর অপশন পাব।
তারপর পুশ কয়েন চিহ্নিত একটি পেজ দেখতে পাব সেখানে ক্লিক করলে বাই এন্ড সেল অপশন টি পেয়ে যাব।
এবার ট্রেড সম্পন্ন করে পাসওয়ার্ড বসিয়ে কনফার্ম করলেই আমার পুশ কয়েন ওয়ালেটে চলে এসেছিল।আমি যখন কিনেছিলাম পোস্ট এর কথা একদমই মাথায় ছিলনা ।তাই শেষ ধাপের স্ক্রিনশট টি রাখা হয়নি।আমার বর্তমান পুশ টোকেন রয়েছে ৩২,৯১০+।আমার ওয়ালেট এড্রেস(TTXhz8BcWJ2LoZ9uPD3s5tKhVhHhoaB6tT)।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
পুস কয়েন হোল্ড প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।এটা যেহেতু আমাদের পরিবারের প্রথম নিজস্ব কয়েন তাই এটার প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা আছে।সেই ভালোবাসা থেকে এই প্রতিযোগিতায় আমরা প্রায় সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করছি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন $puss কয়েন হোল্ড করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনি আজকে আমাদের মাঝে ৩২৯১০ $puss কয়েন কিনে শেয়ার করেছেন। আপনি তো বেশ বড়লোক মানুষ আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রত্যেকটা প্রসেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা শুনতেও ভালো লাগে বড়লোক😁বাস্তবে গরীব মানুষ আমি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনিও দেখছি পুশ কয়েন হোলড করেছেন দেখে খুবই ভালো লাগলো।আপনার জন্য শুভ কামনা রইলো।ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধীরে ধীরে সবাই পুশ টোকেন হোল্ড করছে। এটা খুবই ভালো একটি দিক। এটা আমাদের নিজেদের কমিউনিটির টোকেন। তাই সবার ওয়ালেটে কম বেশি থাকা দরকার। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit