পাওয়ার আপ প্রতিযোগিতা-৪৫||

in hive-129948 •  2 years ago 

আজ- ৯ই অগ্রহায়ণ||১৪২৯ বঙ্গাব্দ,হেমন্তকাল


আসসালামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি।আজকে আমি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।এই নিয়ে ৭ম বারের মতো আমি পাওয়ার আপ করলাম। নিজের একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ অত্যন্ত জরুরী ভূমিকা পালন করে।তাছারা স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ।ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি পাওয়ার আপের প্রয়োজনীয়তা সম্পর্কে।বর্তমানে অনেক ইউজার পাওয়ার আপের মাধ্যমে তাদের নিজেদের একাউন্ট কে সমৃদ্ধ করে যাচ্ছেন।আমি যেভাবে পাওয়ার আপ করেছি সমস্ত প্রক্রিয়া নিম্নে স্ক্রিনশটের মাধ্যমে নিম্নে দেখানো হলো।

@rahnumanurdisha (1).png

সোর্স

ধাপ-১

প্রথমে প্রোফাইল থেকে ওয়ালেটে যেতে হবে এখানে আমার বর্তমান অবস্থা দেখতে পাবো।অর্থাৎপাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার পাওয়ার যা ছিল তার স্ক্রিনশট।

Screenshot_20.png

ধাপ-২

এবার পাওয়া আপের জন্য,প্রথমে স্টিম এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

Screenshot_15.png

ধাপ-৩

এবার কত স্টিম পাওয়ার আপ করব সেই এমাউন্টটা বসাতে হবে। আমি ১৫ স্টিম পাওয়ার আপ করছি তাই ১৫ বসিয়ে দিয়েছি।এবার পাওয়ার আপে ক্লিক করতে হবে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে।

Screenshot_21.png

Screenshot_22.png

ধাপ-৪

এবার এক্টিভ কী দিয়ে সাইন ইন করে দিতে হবে।ব্যাস আমার পাওয়ার আপ কমপ্লিট।

Screenshot_18.png

ধাপ-৫

আমার বর্তমান স্টিম পাওয়ার। পাওয়ার আপের পর স্ক্রিনশট।

Screenshot_23.png

বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি১৮৭.১৩৪
পাওয়ার আপ১৫ স্টিম
বর্তমান এসপি২০২.১৩৫

আজকের মতো এখানেই শেষ করছি। আমার পাওয়ার আপের পোস্টটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

ধন্যবাদ সবাইকে

image3.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্টিমিটে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপের বিকল্প নেই! এই সময়ে ১৫ স্টিম অনেক। আপনার পাওয়ার আপ উদ্যোগকে সাধুবাদ জানাই আপু 🌼।

জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পাওয়ার আপের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। যে যত বেশি পাওয়ার অফ করবে সে তত বেশি তার অ্যাকাউন্ট সমৃদ্ধ করতে পারবে। তাই সকলের উচিত মাঝে মাঝে কিছু কিছু স্টিম পাওয়ারা আপ করা। ধন্যবাদ আপনাকে আপু,পাওয়ার আপ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জি আপু ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার আইডি আরো বেশি শক্তিশালী করছে দেখে খুবই ভালো লাগছে। আজকে আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন। সামনের দিনে আরো বাড়বে আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।

জি আপু অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান উপায় হচ্ছে পাওয়ার আপ করা।আর পাওয়ার আপের মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধিশীল করে তুলছেন, এটা দেখে ভালো লাগলো ধন্যবাদ।

জি ঠিকই বলেছেন আপনি। আপু ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

অনেক ভাল লাগলো আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আশাকরি। অনেক শুভকামনা রইল।

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পাওয়ার আপ করা অত্যন্ত জরুরী। বিশেষ করে নিজের ক্ষমতা বাড়ানোর সাথে সাথে কমিউনিটির ও ক্ষমতা বাড়ে এতে।এভাবেই আস্তে আস্তে এগিয়ে যান।অনেক শুভ কামনা রইল।

জি আপনি ঠিকই বলেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

পাওয়ার বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন। আসলে যার যত বেশি পাওয়ার তা ততো বেশি সক্ষমতা। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ।

জি ঠিক বলেছেন একদম।ধন্যবাদ আপানাকে ভাইয়া সুন্দর কমেন্টের জন্য।

দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের বিকল্প কিছু নেই। আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি আপনার নিজের আইডিকে শক্তিশালী করছেন।

জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

একাউন্টঃ @rahnumanurdisha
পাওয়ার বৃদ্ধিঃ =8.02139%

ধন্যবাদ ভাইয়া।