আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা। বর্তমান বিলুপ্তপ্রায় এক খেলা হচ্ছে লুডু।এই খেলাটি যেকোনো জায়গায় খেলা সম্ভব।বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের প্রিয় খেলার মধ্যে লুডু একটি।তবে লুডু কয়েকবছর আগেও অনেকটা জনপ্রিয় একটি খেলা ছিল আমাদের দেশে।যখন মানুষজন ইন্টারনেট নির্ভর জীবন নির্বাহ করতেন না ।গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের প্রত্যেক লোকের অন্যতম প্রিয় একটি খেলা ছিল এই লুডু।তবে বর্তমান ফ্রি ফায়ার,পাবজি গেইমগুলোর দিকে বাচ্চা থেকে তরুণ প্রজন্ম বেশি আসক্ত হয়ে পড়ছে , যার জন্য লুডু এখন অনেকের পছন্দের তালিকা থেকে বাদ পড়েছে। তবে আমার বেশ প্রিয় একটি খেলা এই লুডু, এমন ছিল যে কোট এর প্রতিটি ঘর মুখস্ত হয়ে গিয়েছিল আমার ।অন্যান্য খেলায় খুব একটা পারদর্শী না হলেও লুডু খেলাটায় আমি বেশ জিততাম।এখন আর আগের মতো লুডু খেলা না হলেও মাঝে মাঝে বাসায় খেলা হয়ে থাকে।
তো সেদিন বাড়িতে গিয়ে কাজিনরা মিলে লুডু খেলা হলো অনেক বছর পর বলা যায়।এখন আর আগের মতো যাওয়া হয় না বাড়িতে আর গেলেও সবাই একত্র হওয়া হয়না।এখন যে যার কর্ম নিয়ে ব্যস্ত।তাই লুডু ও খেলা হতো না আমাদের।এবার অনেকটা মজা করেই আমাদের মাঝরাত পর্যন্ত লুডু খেলা হয়েছে।বর্তমান আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি তাই লুডু খেলতে সেই আগেকার দিনের মত কোটের প্রয়োজন পড়ে না।বাড়িতে কোনো কোট না থাকলেও খুব সহজেই মোবাইল , ট্যাব ব্যবহার করে লুডু খেলতে পারি আমরা সহজেই।সেদিন আমরা আধুনিক মাধ্যম ব্যবহার করেই লুডু খেলছিলাম কারণ এত বছর পরে সেই পুরোনো কোট এর কোনো অস্তিত্ব ছিলনা।তবে আমার মনে হয় যেকোন গেইমই একধরনের নেশা।তাই যতটা সম্ভব যেকোনো গেইমে আসক্ত হওয়া থেকে নিজেদের বিরক্ত থাকতে হবে।এজন্য নিয়মের মধ্যে থেকে আমাদের ছোট বড় সবাইকে যেকোনো গেইম খেলতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 17th February,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লুডু ছিলো একটা জনপ্রিয় খেলা। তবে বর্তমান সময় অনলাইনের জন্য সব কিছু ভুলতে চলেছি আমরা। এক সময় গ্রাম থেকে শুরু করে শহরেও সবাই লুডু খেলতো ফ্রি সময়। আমার কাছে ও ভীষণ ভালো লাগতো। অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা সময় বিভিন্ন প্রকারের খেলা করতাম। খেলাধুলার কোন শেষ ছিল না। কিবা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় বিভিন্ন ধরনের খেলা করতাম। অনেক লুডু খেলেছি বিশেষ করে লুডু খেলা গুলো বর্ষাকালে বেশি খেলতাম। সারাদিন ঘরে বসে থাকতাম সময় পার করার জন্য এটি ছিল বিশেষ খেলা। তবে বর্তমান সময়ে মোবাইল এসে এই সমস্ত খেলাগুলো অনেকটা বিলুপ্ত। যদিও মাঝেমধ্যে মোবাইলে খেলে দেখি তারপরও বিলুপ্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখনকার সময়ে সবাই কর্মব্যাস্থ আর মোবাইল নিয়ে মাতামাতি। আগের সেই লুডো খেলা আর হৈ হুল্লোড় করার দিনগুলো আর নেই। সব কেমন যেন যুগের হাওয়ায় বিলীন হয়ে যাচ্ছে। যাইহোক লুডু খেলা নিয়ে চমৎকারভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর কাজিনদের নিয়ে চমৎকার উপভোগ করেছেন। ধীরে ধীরে হয়তো এই খেলাটা একদমই হারিয়ে যাবে। ধন্যবাদ আপু নিজের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু লুডু এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ছোটবেলায় বৃষ্টি হলেই আমরা ভাইবোনেরা মিলে বসে লুডু খেলায় বসে পড়তাম। কিন্তু এখন সবাই যার যার কাজকর্মে ব্যস্ত তাই আর আগের মতো একসাথেও হওয়া যায় না আর খেলাও হয়না। তবে আমি বাড়িতে গেলে এখনও লুডু খেলা হয়। এবারও আমরা প্রতিদিন লুডু খেলেছি আর খুব আনন্দও হয়েছে। তবে এটাও একদিন শেষ হয়ে যাবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই লুডু বেশ মজার ও জনপ্রিয় খেলা।কিন্তু বর্তমানে সবাই ফোনে এই লুডু খেলে থাকেন যেখানে কোনো বুদ্ধির বিকাশ ঘটে না।কিন্তু আমরা ছোটবেলায় হাত লুডু খেলে বেশি আনন্দ পেতাম ,যেখানে বুদ্ধির পরিচয় মিলতো।বর্তমানে সবকিছুই যান্ত্রিক হয়ে গেছে।আপনার লেখাটি সুন্দর ছিল, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন, লুডো এখন দেখাই যায় না। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যখন বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজন একসাথে হতাম তখনই বসে বসে লুডু খেলতাম সময় পার করার জন্য। এভাবে লুডু খেলতে খেলতে আমাদের অনেক সময় পার হয়ে যেত এবং যেভাবে আমরা আনন্দ পেয়ে এরকম লুডু খেলা উপভোগ করতাম তা এখনকার সময়ে দেখাই যায় না। এখন সবাই সবার কাজে ব্যস্ত থাকে এবং কেউ সময় পায় না যে, সময় পার করবে লুডু খেলে। অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লুডু সত্যি ভীষণ জনপ্রিয় একটি খেলা ছিলো।আমরা ছোটবেলায় খুব লুডু খেলতাম।এখনো মাঝে মাঝে খেলি মেয়ের সাথে।আমার মেয়ে ফোনে গেম খেলার পাশাপাশি লুডু খেলতেও বেশ ভালোবাসে তাই খেলা হয় মাঝে মধ্যে।আপনি আপনার কাজিনদের সাথে লুডু খেলেছেন জেনে ভালো লাগলো।আসলেই যে কোন গেইমেই নেশা। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা লুডু খেলা নিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লুডু খেলা বিলুপ্ত হয়ে যায়নি আপু কারণ আপনি অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন এপ্লিকেশন দেখলে বুঝতে পারবেন যে সেখানে লুডু খেলার সুযোগ রয়েছে। আসলে ঘটনাটা হয়েছে এখানে, এই সব জায়গায় লুডু চলে আসার কারণে আমরা ভার্চুয়ালি এই ধরনের গেম খেলি। তবে সবাই যেহেতু এখন ব্যস্ত হয়ে গেছে তাই একসাথে বসে লুডু খেলা হয় না। তবে আমিও কিন্তু আপনার মত লুডু খেলায় পারদর্শী ছিলাম আপু। প্রত্যেকটা লুডুর ঘর আমারও মুখস্ত ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit