এইটা তো সহজ উপায় ব্যক্তি বিশেষে ভিন্ন।
স্টুডেন্ট - যদি স্টুডেন্ট হন,সবার চেয়ে পড়াশুনা বেশি করতে হবে।ক্লাসে,প্রাইভেট ব্যাচে ভালো করতে হবে।তাহলেই শত্রু হয়ে যাবে।
কর্ম ক্ষেত্রে - সবার চেয়ে ভালো কাজ করতে হবে।অনেস্টি বজায় রাখতে হবে।বাকিরা শত্রু হয়ে যাবে বসের প্রিয় হয়ে যাওয়ায়।সর্বোপরি নিজেকে সৎ রাখলে ,ভালো কাজ করলে শত্রু হয়ে যাওয়া হয় অনেকের।