আজকের দিনলিপি ১২.০৯.২০২১ //10%bnifits @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লক বন্ধুরা, সুপ্রভাত. আজ আরো একটি নতুন দিনের সূচনা। আমার দৈনন্দিন রুটিন অনুযায়ী, আমি আজ সকাল ৫ টায় ঘুম থেকে উঠি। আমি আমার দাঁত মাজি। তারপর আমি আমার হাত মুখ ধুয়ে ফ্রশ হয়, কিছু নাস্তা করে তারপর হাঁটতে যায়।

      সকাল বেলা 

IMG_20210912_172428_1-01.jpeg
https://w3w.co/hasten.heightens.adornment
এটি একটি ফুলের ছবি। আর এই ছবিটি তোলা হয়েছিল সকাল দশটায়। আজ সকাল দশটার দিকে আমি শহরে যাচ্ছিলাম। বিশেষ করে আজ সদর উপজেলায় কিছু কাজ ছিল। আমি ওইসব কাজ করতে উপজেলায় যাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম রাস্তার পাশে একটি বাড়ির গেটের ওপরে এই ফুল গাছটি। এই ছবিটি তখনই তোলা হয়েছিল। এবং এই প্রথম ছবি আমি সকালে তুলি।

          দুপুর বেলা 

IMG_20210912_160138_1-01.jpeg
https://w3w.co/fruity.classed.incur
এটি হচ্ছে উপজেলা পরিষদ এর প্রধান ফটক। আজ উপজেলায় গিয়েছিলাম। ভাইয়ের সাথে দেখা করতে। আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি সেখানে গিয়েছিলাম কারণ আমার কিছু কথা এবং কাজ ছিল। যখন আমি তার সাথে দেখা করার পর বাইরে যাই। ঠিক তখনই এই ছবিটি উপজেলার গেটে তোলা। এবং এটি দুপুরে তোলা একটি ছবি।

         বিকেল বেলা 

IMG_20210912_161500_1-01.jpeg
https://w3w.co/puts.yesterday.jacket
এটি হচ্ছে একটি টেনিস খেলার কোর্ট।এটি শহরে প্রাণকেন্দ্র অবস্থিত।এখানে অনেক প্লিয়ার টেনিস খেলে এবং সেখানে টেনিস খেলা দেখতে অনেক মানুষ আসে।আমিও আজ সেখানে টেনিস খেলা দেখতে গিয়েছিলাম।আর যখন খেলা দেখে বাড়ি আসি তখন এই ছবিটা তোলা।আর এটি ছিলো বিকেলের ছবি।

            সন্ধা বেলা 

IMG_20210912_170738_1-01.jpeg
https://w3w.co/follies.uneconomic.childcare
সন্ধ্যার ঠিক আগে এই ছবিটা তোলা। আজকের আকাশটা অনেক সুন্দর লাগছিল।আমি যখন শহর থেকে বাড়ি ফিরি,তখন এই ছবি টা তোলা। আমি এমন প্রকৃতি খুব পছন্দ করি।খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিলো সেখানে।

           রাতের বেলা

IMG_20210912_203903_1-01.jpeg
https://w3w.co/leaven.quantified.rearranges
এটি হচ্ছে একটি চায়ের দোকান। এখানে মৃলত চা পান বিক্রি হয়।আমি আজকে রাতের বেলায় সেখানে গিয়েছিলাম বিশেষ করে চা খাওয়ার জন্য।আর চা খাওয়ার মাঝে এই ছবিটি তুলা।এটি ছিলো আমার আজকের শেষ ছবি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!