হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে rahomotullah1998
আজ শনিবার , ০৬ নভেম্বর / ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার কলেজ ক্যাম্পাস নিয়ে আলোচনা করবো।আশা করি আপনাদের সবার পছন্দ হবে ।
https://w3w.co/rotates.anthem.biophysics
এটি হলো কলেজের প্রসাশনিক ভবন। এই ভবনে কলেজের সব অফিশিয়াল কাজ হয়ে থাকে
এই ভবনটিতে কলেজের অধ্যক্ষের অফিস রয়েছে। এই ভবনটি হলো অত্র কলেজের প্রাণ।এই কলেজে ইন্টারমিটেট থেকে শুরু করে ডিগ্রি অনার্স পর্যন্ত রয়েছে।
https://w3w.co/revolts.emptily.beacons
এটি হলো কলেজের অনার্স ভবন।এই কলেজে যারা অনার্স পড়তে ভর্তি হয়।তারা মুলত এই ভবনটিতে ক্লাস করে। এই ভবনটি হলো তৃতীয় তলা একটি ভবন। এই ভবনটিতে প্রতি তলায় চারটি করে ক্লাস রুম রয়েছে। মোট বারো ক্লাস রুম রয়েছে ভবনটিতে।তার মধ্যে অফিস রুম রয়েছে দুইটি।
https://w3w.co/falconers.wealthier.unmask
এটি হলো কলেজের ডিগ্রি ভবন।এই ভবনে ডিগ্রি ভর্তি ছেলে মেয়েরা ক্লাস করে। এই ভবনটি হলো দ্বিতীয় তলা ভবন।এই ভবনটিতে আটটি রুম রয়েছে। তার মধ্যে দুইটি অফিস রুম ও ছয়টি ক্লাস রুম রয়েছে।
https://w3w.co/falconers.wealthier.unmask
এটি হলো কলেজের একটি নতুন ভবন।এই ভবনটি কেবল গড়ে ওঠেছে।ভবনটি হলো চারতলা বিশিষ্ট ভবন।কেবলমাত্র ভবনের কাজ সর্ম্পন হয়েছে। এই ভবনটির আজও কোনো নামকরণ করা হয়নি।
https://w3w.co/revolts.emptily.beacons
এটি হলো কলেজের একটি মসজিদ। এই মসজিদে স্যার সহ কলেজের ছাত্ররা নামাজ পড়ে।এটি একটি অনেক পুরোনো মসজিদ। এই মসজিদে কলেজের স্যার ছাত্ররা ছাড়া পাড়ার কিছু মানুষ সেখানে মসজিদে নামাজ পড়ে।
https://w3w.co/rotates.anthem.biophysics
এটি হলো কলেজের ইন্টারমিটেট ভবন।এটি একটি একতলা ভবন।এখানে প্রথম কলেজে যারা ভর্তি হয় তারা এই ভবনে ক্লাস করে।মুলত এই ভবন কলেজের ধাপ শুরু। এই ভবনটিতে ইন্টারমিটেট এর ফাস্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার এর ক্লাস হয়।
https://w3w.co/revolts.emptily.beacons
এটি হচ্ছে কলেজের খেলার মাঠ।এই মাঠে কলেজের সকল ছাত্ররা খেলা করে। এই মাঠে ফুটবল ক্রিকেট খেলা হয়। এছাড়াও ব্যডমিন্টন ও ভলিবল খেলা এই মাঠে হয়।এই মাঠে কলেজের ছাত্রাররা ছাড়া ও বাহিরের মানুষ খেলা করে।
https://w3w.co/revolts.emptily.beacons
আমার কলেজের প্রবেশ মুখে আমার একটা পিক।এটি হলো কলেজে প্রবেশ করার মুল গেট। মুলত কলেজে প্রবেশ ও বাহির হওয়ার জন্য একটি গেটিই রয়েছে।
আমার পরিচয়।
আমার নাম মোঃরহমতুল্লাহ। আমার আইডির নাম রহমতুল্লাহ১৯৯৮। আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।
আপনার কোয়ালিটি বিন্দুমাত্র উন্নতি হয়নি । আপনি যদি এভাবেই করতে থাকেন তাহলে শুধুমাত্র পরিশ্রম করেই যাবেন কিন্তু সফলতা কখনোই পাবেন না । আপনি Discord এসে একটি টিকিট ক্রিয়েট করুন এবং আমাকে মেনশন দিন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit