আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি । আজকে আমি আমার পরিচয় পর্ব তুলে ধরবো @আমার বাংলা ব্লগ কমিউনিটি ,তো বন্ধুরা চলেন শুরু করা যাক ।
আমি মোঃ রাহুল ,আমার পিতা মোঃ আব্দুল বারেক এবং মাতা রানুকা বেগম আমরা তিন ভাই বোন ।দুই ভাই এক বোন আমার বোন বড় এবং ছোট ভাই আছে ,সে ক্লাস সেভেনে পড়ে । আর বোন অনার্সে পড়াশোনা করে ব্যাচেলর অফ এডুকেশন ,টিচার ট্রেনিং কলেজ্। আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ।আমরা এখানকার স্থানীয় বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের লেখাপড়া করছি আমি।
বর্তমানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একজন ছাত্র। আমি অত্র বিশ্ববিদ্যালয় বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বাসায় অনলাইন যুগে পড়াশোনা করছ।আমার পিতা আবদুল বারেক তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থা আছেন ডিভিএম ফ্যাকাল্টিতে। এবং মাতা রানুকা বেগম তিনি গৃহিণী বাসায় আছেন । এবং বোন পড়াশোনায় ব্যস্ত আছেন ।ছোট ভাই খেলাধুলা করেন এবং ক্লাস সেভেনের পড়াশোনা করে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল।
শিক্ষা
আমার জন্মের ৪থেকে ৫ বছরের মাথায় স্কুলে ভর্তি হয়ে যায়। সেই স্কুলের নাম হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যালয় ।সেখান থেকে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করনি।তারপরে আমি মাধ্যমিক স্কুলে ভর্তি হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলএ সেখান থেকে এসএসসি পাস করি ২০১৪ সালে ।ভালো একটি জিপিএ নিয়ে তখন আমি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। স্কুল থেকে তারপরে এইচএসসি পরীক্ষার জন্য আমি ভর্তি হয়ে যায় । মানুষের নটরডেম কলেজে সেখান থেকে আমি 2016 সালে ভালো একটি রেজাল্ট করে উত্তীর্ণ হয়। তারপর কোচিং এ ভর্তি হয় এডমিশন ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ।আমি ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে সেখান থেকে নিয়মিত কোচিং করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ২০১৬ সালের শেষের দিক।এবং ২০১৭ সালে আমি বিশ্ববিদ্যালয় ক্লাস করার সুযোগ করে দেয়।
গান-বাজনা
গান-বাজনা গান-বাজনা ভাল লাগে না এমন লোক খুঁজে পাওয়া খুব কমই পাওয়া যাবে। আমিও মূলত গান-বাজনা পছন্দ করি। আমার একটা গিটার আছে । সেই গিটার দিয়ে আমি মাঝে মাঝে আমার বিশ্ববিদ্যালয় গান গাইতাম । বর্তমানে না থাকার কারণে গিটারটা নিয়ে আসতে পারিনি। কিন্তু আমি মূলত মাঝে মাঝে গান গাইতাম এখনো গান গাই তবে ঐরকম ভাবে গান গায় না । গান গুলো যেগুলো ভালো লাগে সেগুলোর মধ্যে আর্টসেল ,শিরোনামহীন ব্যান্ডের গান আমি বেশি পছন্দ করি।
ছায়াছবি
মুভি দেখতে আমি অনেক পছন্দ করি রাতের বেলা আমি মাঝে মাঝে দু'একটা সিরিয়াল দেখে ঘুমায় ।নাটক দেখি মাঝে মাঝে ।আমি বসুন্ধরা সিনেপ্লেক্স এ মুভি দেখতে গিয়েছি। সেখানে বিভিন্ন মুভি আমি দেখেছি ।বাংলা মুভি ও মাঝে মাঝে দেখি ।আমার কিছু উল্লেখযোগ্য মুভি দেখার মাঝে আছে গর্জিলা, এভাট্ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ,টাইটানিক মুভি দেখি। এগুলো আমি অনেকবার দেখেছি।
ভ্রমন
ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে । মাঝে মাঝে আমি আমার বন্ধুদের নিয়ে ভ্রমণে যাই। বর্তমানে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি। যে রকম উল্লেখযোগ্য স্থানের মাঝে হচ্ছে সাজেক ,কুয়াকাটা্, রাজশাহী পদ্মার পাড় ,সিলেট বিছনাকান্দি্, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজা, বান্দরবান এরকম বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। আমার মাঝে মাঝে চার থেকে পাঁচ দিনের ভ্রমণ খুব ভালো লাগে। আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে য। তারাও আমার সাথে আগ্রহ প্রকাশ করে। যাইতে আমার সাথে নাকি ওর অনেক মজা পায়। তাই আমি ওদের সাথে একসাথে ঘুরতে যাই ,যখন বিশ্ববিদ্যালয়ের ছুটি থাকে তখনই আমি মূলত তাদের সাথে ঘুরতে যাই।
সামাজিক উন্নয়নমূলক কাজ
আমি সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে থাকি। এই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি আমি এবং আমার বন্ধুরা তাদেরকে উৎসাহ দেয়। কেন তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি ।যে রকম গাছ লাগানোর কাজগুলো এবং কিছুদিন আগে এবং বর্তমানে চলছে করনা প্যানডেমিক সিচুয়েশন সেখানে আমি তাদেরকে নিয়ে ওনার জন্য জীবন নাশক ঔষধ আমার এলাকার বিভিন্ন মহলে ,তাদেরকে নিয়ে অংশগ্রহণ করি । যার কারণে এলাকার অনেক মানুষ আমাদেরকে নিয়ে গর্ব করেন।দোয়া করবেন আমরা যেন আমাদের এই বন্ধুদের নিয়ে একটি সংগঠনের মাধ্যমে এই কাজটি মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি ।
শখ
আমি বিশ্ববিদ্যালয় যাওয়ার পর মাঝে মাঝে নিজের জন্য অনেকবার রান্নাবান্না করেছি। এটা আমার অনেকটা শখের পর্যায়ে পড়ে, আমার রান্না করতে অনেক ভালো লাগে। আমার বন্ধুদেরকে নিয়ে আমি প্রায়ই রান্নাবান্না করে থাকি। এইখানে কিছু আমি ছবি দেখাবো যে আমিও লাইফে যে রান্নাবান্না করে ছিলাম তাদেরকে নিয়ে কাটিয়েছিলাম আমার সেলফিতে তারা রান্নাবান্না সাথে তোলা ছবি।
অবসর সময়
অবসর টাইমে আমি অনেক সময় অনেক কিছু করে থাকি তার মাঝখানে হচ্ছে আমি আড্ডা দিয়ে আমার বন্ধুদেরকে নিয়ে আমি প্রায় আড্ডাতে মেতে উঠি । এটা আমার বলতে পারেন খারাপ দিক, কিন্তু আমি অনেক মজা পায় ।তাদের সাথে আড্ডা দিতে আমার কিছু বন্ধু আছে বাল্যকালের তাদেরকে নিয়ে আমি প্রায়ই আড্ডা দেয়, হাঁটাহাঁটি করি বিকালবেলা ,ওদেরকে নিয়ে ঘুরি । এটা আমার অনেক সময়ই নষ্ট করে কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগে ।তাদেরকে নিয়ে একসাথে ঘুরি ফিরি ।আর কিছু ইউনিভার্সিটির বন্ধুরা আছে যাদের সাথে আমি ইউনিভার্সিটিকে আড্ডা দিয়ে থাকি ।তাদের সাথে আমি ইউনিভার্সিটি লাইফে চলাচল করি ।এগুলো হচ্ছে আমার প্রত্যহ জীবনের ঘটনা বলতে পার। এভাবে আমার প্রতিনিয়ত আমার সময় অতিবাহিত হচ্ছে ।কিন্তু বর্তমান সময়ের কোন মহামারী কারণে আমি বাসায় আছ।
আমি আমার এক বন্ধুর কাছ থেকেই স্ট্রিম ব্লকের কথা শুনতে পেরেছি ।তো আমি ভাবলাম যে অযথা সময় ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট না করে ,বর্তমানের যেহেতু করোনার ভাইরাসের আক্রমণে আমরা সবাই বাড়িতে আছি । তাই অনলাইনে এইরকম একটা প্লাটফর্মে কাজ করার সুযোগ পেলে কিছু টাকাও ইনকাম হল। এবং সবার সাথে একটু আড্ডা হল তো এই কারণে আমি যোগদান করেছি। স্টিমিট ব্লগে অনেক কমিউনিটি আছে যেখানে কোরিয়ান ভাষা ,ইংরেজি ভাষ, ফিলিপাইন ভাষা এইসব বাসের উপর বেশি জোরদার করা হয়েছে ।কিন্তু বাংলায় শুধু লেখা এরকম ব্লক একমাত্র '''আমার বাংলা ব্লগ''' এটাই আছে । তো এটা দেখে আমি খুব খুশি হয়ে যায় ।এখানে আমি বাংলা ভাষায় কথা বলতে পারব। আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পাব । এবং মনের ভাব প্রকাশ করার জন্য খুবই সহজ হবে তাই আমি প্রথমে ধন্যবাদ @rme ভাইয়াকে যিনি এই আমারা বাংলা ব্লক এই কমিউনিটি খুলেছেন ।
তো স্টিমিট বন্ধুরা এই ছিল আমার পরিচয় পর্ব ।আশাকরি সবাই আমারে পরিচয়টি পেয়েছেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার পরিচয়পর্ব এখানেই শেষ করলাম ।সবাই সুস্থ থাকবেন ,ভালো থাকবেন এই কামনাই করি।
ধন্যবাদ সবাইকে
ভেরিফাইড হতে হলে আপনাকে একটি পেপারে আপনার নামসহ কমিউনিটির নাম লিখে সেলফি দিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rex-sumon আজকে যে পোস্টটি করেছি সেই পোষ্টের সাথে এড করে দিব ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরিচয় মূলক পোস্টটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।সকল খুঁটিনাটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন।খুব ভালো হয়েছে।
আপনার মেধার প্রশংসা করি আমি😍
আপনি সুমন ভাইয়ের উপদেশটি গ্রহণ করুন।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sabbirrr ভাই এই পোস্টটির সাথে এড করে দিব ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুমম ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিয়েছি ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা কমিউনিটিতে স্বাগতম জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ki vabe add hobo vai?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। আশা করি সেগুলো আপনি মেনে চলবেন এবং আমাদের কমিউনিটি তে কিছু পিন করা পোস্ট আছে যেগুলো দেখলে আপনি আমাদের কমিউনিটি আপডেট ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগত। আপনার জন্য শুভকামনা রইল
আপনি কমিউনিটির সকল বিধি-বিধান মেনে চলার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit