আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @rahul75.
বাংলাদেশ🇧🇩 থেকে
আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন | আমি আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি| আজকে আমি আপনাদেরকে শেয়ার করব একটি ভ্রমণ কাহিনী |সে ভ্রমণকাহিনিতে হলো দক্ষিণবঙ্গের সবচাইতে সুন্দর সেতু পায়রা সেতু| কিছুদিন আগে উদ্বোধন হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি পায়রা সেতু উদ্বোধন করেছেন তার পরপরই আমি আজকে সেটি দেখার জন্য গিয়েছি । তো সেই সেতু বিষয় নিয়ে আমি আমার মূল্যবান কিছু ছবি এবং আনন্দপূর্ণ কিছু মুহুর্ত শেয়ার করবো । তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই পোস্টের ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।
প্রথমে আমি প্রথমে আমি সেতুতে ভ্রমণ করার আগে সেতুর টোল বক্সের সামনে দিয়ে ঢুকি । পর সেখানে আমি আমার বাইক নিয়ে যাই বাইক নিয়ে সেখানে যাওয়ার আগে তাকে টুলবক্সের টাকা দেয় । টাকা তারপর সেখানে যাওয়ার পরে অনেক সুন্দর একটি সুন্দর দেখতে পাই । আস্তে আস্তে সামনের দিকে আগায় সামনের দিকে আগানো পর সেখানে যাওয়ার পরে সেখানে কিছু ফটোগ্রাফি করি । তারপর সেখানে আরো কিছু ফটোগ্রাফি করি নদীর উপর সেতুটি সেতুর বিভিন্ন পয়েন্টে গিয়ে ছবি তুলে ছবি । আমার কিছু ছবি তুলি তারপর আমি আবার সামনের দিকে এগিয়ে যায় । যাওয়ার পরে সামনের পাট এর কিছু ছবি তুলি । এভাবে আমি প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে । অবস্থান করার পরে মনে হচ্ছে এবার ফিরে আসা যাক । তারপর পায়রা নদীর কিছু ছবি তুলি নদীর দিয়ে কিছু টলার যাচ্ছে । এই সেতুটি বলে রাখা ভালো যে এই সেতুটি হওয়ার আগে এখানে ফেরি পারাপার হতো .এখন বর্তমানে ফেরি পারাপার হয় না বড় বড় যানজট চলাচল করে. যার কারণে অনেক সময় সময় বাঁচে এই সেতুটি হওয়ার কারণে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় দেড় কিলোমিটার । এবং রাতের সৌন্দর্য বৃদ্ধি পায় এভাবে আমি আমার কিছু আনন্দঘন মুহূর্ত সেখানে অতিবাহিত করেছিলাম। আশা করি সবার ভালো লাগবে ছবিগুলো দেখার পরে।
📷 ইমেজ | ইনফো |
---|---|
ক্যামেরা | Oneplus 8T |
ফটোগ্রাফার | @rahul75 |
লোকেশন | Patuakhali |
আমার পরিচয়
আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী সেতুটা উদ্বোধন করেন। সেতুটা অনেক সুন্দর হয়েছে। এবং আপনার পোস্ট টা খুব ভালো হয়েছে। ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit