শখের ফটোগ্রাফি পাঁচ পর্বের আজ প্রথম পর্ব ||১০% লাজুক খ্যাক এর জন্য || //16/10/2021//

in hive-129948 •  3 years ago 

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? ''আমার বাংলা ব্লকের'' আশা করি সবাই ভাল আছেন .আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি. আমি আজকে আমার মোবাইল দিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের মাঝে. আশাকরি আপনাদের সবার ভালো লাগবে .তো চলুন বন্ধুরা শুরু করা যাক

ছবি নং : 1

PSX_20210822_124341.jpg

গ্রথম ছবিতে দেখতে পাচ্ছি , একজন ফেরিওয়ালার ক্লান্ত দুপুর বেলা তার দৈনন্দিন উপার্জনের জন্য ফেরী করে বেড়াচ্ছে।

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMYMENSINGH

ছবি নং : 2

IMG_20211016_142718.jpg

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে ,আকাশের পানে একটি ফুল অতি সুন্দর লাগছে আকাশ এবং ফুলের ছোঁয়া ।

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 3

IMG_20211015_141238.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে রাতের আলোকসজ্জায় সজ্জিত একটি সুন্দর জায়গা ।

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 4

IMG_20211015_003437.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে একটি বদ্ধ পরিকল্পিত স্কুল যেখানে ছাত্র নেই করনা ভাইরাসের কারণে হাহাকার |
📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 5

IMG_20210907_183113.jpg

পঞ্চম ছবিতে দেখা যাচ্ছে সন্ধ্যার আগে লঞ্চার তীরে এসে পৌঁছালো।

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনBarishal

ছবি নং : 6

IMG_20210817_175610.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে , বিকেলবেলা ক্লান্ত রিক্সাওয়ালা তার রিক্সা চালাচ্ছেন আপন গতিতে

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 7

IMG_20181212_225021_970.jpg

সপ্তম ছবিতে দেখা যাচ্ছে ক্যাকটাস গাছ কাটা যুক্ত অনেক সুন্দর লাগছে দেখতে ।

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশন Mymensingh

ছবি নং : 8

IMG_20210906_130753.jpg

শেষের ছবিতে দেখা যাচ্ছে সাদা আকাশ দেখা যাচ্ছে নদীর বুকে অনেক সুন্দর ভাবে আকাশটি দেখা যাচ্ছে ৷

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh


এই ছিলো আমার ৮ টি ছবি, আশা করি সবার ভালো লাগবে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিন ইনশাআল্লাহ আরো ভালো কিছুর করা চেষ্টা করবো।

আমার পরিচয়

JKCKB.jpg

আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো।
ইতি
রাহুল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়ান প্লাস ফোন বলে কথা ছবি তো অসাধারন হবেই। খুব সুন্দর ভাবে প্রতিটা ছবি ক্যাপচার করেছেন এবং এডিট করেছেন।

সাদা আকাশ নদীর বুকে অনেক সুন্দর ভাবে আকাশটি দেখা যাচ্ছে ৷❤❤❤❤

ধন্যবাদ ভাই

অসাধারণ ফটোগ্রাফি ও সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে ২য় ফটো মনে হচ্ছে মেঘের বুকে কাগজ ফুলটি ফুটে আছে।

ধন্যবাদ ভাই, আপনাদের অনুপ্রেরণা পেলে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ

আপনি ছবি বেশ সুন্দর তোলেন। আমার বেশ ভালো লাগলো আপনার ছবি তোলার স্কিল দেখে। তবে একটা ছবির পেছনের গল্প লিখুন বা অন্তত একটু বর্ণনা দিন।

ধন্যবাদ ভাই আমি চেষ্টা করব পিছনের গল্প উপস্থাপন করার জন্য

পঞ্চম ছবিতে দেখা যাচ্ছে সন্ধ্যার আগে লঞ্চার তীরে এসে পৌঁছালো।

এই ক্যাপশনের ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে লঞ্চটা অনেক বেশি সুন্দর লাগছে আর আকর্ষণীয় ও লাগছে।তবে বর্ণনা গুলো আরেকটু বড় হলে ভালো হতো আসলে আমার কখনো সামনাসামনি এতো বড় লঞ্চ দেখা ই হয়নি।

কোন এক সময় যদি আপু আপনি ঢাকা থেকে বরিশালে আসেন তাহলে লঞ্চে করে আসলে আপনি অনেক আনন্দ পাবেন আশা করি

ভাই আপনার মনে হয় ৩ ও ৪ নাম্বার ছবির বর্ণনাতে ভুল হয়েছে।

আসলে পোস্টটি করতে খুব তাড়াহুড়ো করে দিয়ে যাওয়ার কারণে এরকম বুলটি হয়েছে ধন্যবাদ এরকম সুন্দর ভাবে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই এবং ছবিগুলো বর্ণনাও অনেক সুন্দর ভাবে দিয়েছেন। এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাদের অনুপ্রেরণায় আরো এগিয়ে যেতে চাই ভাই

আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই।তবে ৬ নং ছবিটি অসাধারণ হয়েছে।এই দৃশ্যটা অনেকটা gta v আলট্রা ভিজ্যুয়াল ইফেক্ট এর মতো লাগছে❤️।আপনার ফটোগ্রাফির পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ভাই।

অবশ্যই আপনাদের অনুপ্রেরণা পেলে আমি অবশ্যই আবার ছবিগুলো দিব আমার ফটোগ্রাফি

অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি ভাই। খুবই সুন্দর ভাবে দক্ষ হাত ফটোগ্রাফি গুলো করেছেন। প্রতিটা ফটো আমার কাছে খুবই ভালো লেগেছে। চেষ্টা করবেন ফটোর নিচে বর্ণনা গুলো আর একটু বেশি দেওয়ার জন্য। ধন্যবাদ

ধন্যবাদ ভাই