শখের ফটোগ্রাফি পাঁচ পর্বের আজ পঞ্চম পর্ব ||১০% লাজুক খ্যাক এর জন্য || //23/10/2021//

in hive-129948 •  3 years ago 

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? ''আমার বাংলা ব্লকের'' আশা করি সবাই ভাল আছেন .আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি. আমি আজকে আমার মোবাইল দিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের মাঝে. আশাকরি আপনাদের সবার ভালো লাগবে .তো চলুন বন্ধুরা শুরু করা যাক

ছবি নং : 1

IMG_20211015_003437.jpg

রাতের বেলার একটি ঘটনা, যেখানে একটি তারার সাথে কিছু আলোর আলোকসজ্জায় সজ্জিত আছে একটি মাঠ.

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনPatuakhali

ছবি নং : 2

IMG_20211014_194345.jpg

একজন ফল ব্যবসায়ী তার ফল বিক্রি করছেন আপন সুখে

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 3

IMG_20211015_085115.jpg

একটি ক্লান্তিমাখা দুপুরের রোদ যেখানে প্রথিক খালি ছাতা ছাড়া হাঁটছেন

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 4

IMG_20211015_085019.jpg

আমরা যে গাছটি দেখছি চিত্রটিতে সেটি মূলত ,আমরা সাধারণত জানি কলাগাছ | অনেকেই জানতে পারে বিদেশি কলাগাছ | কিন্তু এটি আসলে একটি পান্থপাদক| অনেক আগের আমলের এই গাছের ফলের ধোকা দিয়ে মানুষ পানি সংগ্রহ করত| বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত|পানি এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করার জন্যই ,এই গাছটি ব্যবহারের ভূমিকা থাকে |

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 5

IMG_20211016_132359.jpg

নীল আকাশ এবং সাদা মেঘের আনাগোনা .যেখানে আকাশের বিশালতা মেঘের মাধ্যমে ফুটে উঠেছে. দুপুর বেলার আকাশে সৌন্দর্য আসলে অনেক মনমুগ্ধকর, ছবি না দেখলে অথবা বুঝতে পারা যেত না .

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনBarishal

ছবি নং : 6

IMG_20211015_193846.jpg

সন্ধ্যা বেলায় হঠাৎ হুটহাট বৃষ্টি পড়ার কারণে মানুষ সবাই দৌড়ে দোকানের সামনে এসে পৌঁছান এবং অন্যদিকে রাস্তার বৃষ্টির সুন্দর্য পরিলক্ষিত হচ্ছে

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh

ছবি নং : 7

IMG_20211019_141106.jpg

বৃষ্টির মাঝে ফুটবল খেলতে কার না ভালো .লাগে ছবিটিতে আমরা মূলত দেখতে পারছি বর্ষাকালের ফুটবল খেলার ফুটবলের মাধ্যমেই সৌন্দর্য ফুটে উঠেছে .বৃষ্টির মাঝে ফুটবল খেলা বাঙালির ঐতিহ্য খুঁজে পেয়েছে.

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশন Mymensingh

ছবি নং : 8

IMG_20211020_083408.jpg

মিষ্টি কার না ভালো লাগে ?এটি মূলত একটি লোভনীয় জিনিষ মিষ্টি .দেখলে যেন খেতে মনে চায়. দোকানের মাঝে মিষ্টি তারই একখানা ছবি তুলে রাখলাম.

📷 ইমেজইনফো
ক্যামেরাOneplus 8T
ফটোগ্রাফার@rahul75
লোকেশনMymensingh


এই ছিলো আমার ৮ টি ছবি, আশা করি সবার ভালো লাগবে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিন ইনশাআল্লাহ আরো ভালো কিছুর করা চেষ্টা করবো।

আমার পরিচয়

received_153500990323731.jpeg

আমার নাম রাহুল। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা ময়মনসিংহ জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের সাপোর্ট পেলে, আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো।
ইতি
রাহুল
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আসলে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। যা দেখে খুবই ভালো লাগলো। আর ভবিষ্যতেও আরো ভালো ফটোগ্রাফি করবেন এটাই কামনা করি। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আশা করি সামনে আরও সুন্দরভাবে ফটোগ্রাফিক করব আপনাদের দেওয়ার জন্য

বাহ চমৎকার ফটোগ্রাফি করেন তো আপনি। আপনার তোলা ছবি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ৫ এবং ৭ নং ছবি দুইটা খুবই ভালো হয়ছে

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর এই কমেন্টটি করার জন্য আমার কাছেও বাকি ছবিগুলো এবং 5 নম্বর 7 নম্বর ছবিগুলো ভালো লেগেছে ধন্যবাদ

আসলে আপনার ফটোগ্রাফিগুলোর তুলনা হয় না।খুব ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে আশাকরি সামনেও পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য

শখের ফটোগ্রাফি পাঁচ পর্বের আজ পঞ্চম পর্বে
প্রথম ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার অনেক সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য♥♥

ধন্যবাদ আপু

সত্যি ভাই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে জানেন। এবং কি আপনি ফটোগ্রাফি গুলোর সারসংক্ষেপ বিশ্লেষণ অনেক সুন্দর করে দিয়েছেন। আপনি একটি কথা খুব সুন্দর বলেছেন যে আমরা এটাকে কলাগাছ হিসেবে জানতাম। বিদেশি কলাগাছ ঠিক তাই আমার মনে ও এ রকম অনুভুতি হতো। এককথায় আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আপনার এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ রইলো ভাইয়া।

আপনাকেও ধন্যবাদ ভাই