||লেভেল-৪ হতে আমার অর্জন-By @raihanul2512|| [10% @shy-fox & 5% @abb-school]

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম
♦️১০ই শ্রাবণ,১৪২৯
25 July,2022♦️


আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আমি ইতোমধ্যে লেভেল-৩ পাস করেছি। লেভেল-৪ এর ভাইভা পরীক্ষা দিয়েছি এবং আমাকে লেভেল-৪ এর লিখিত পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আজ আমি আপনাদের সামনে লেভেল-৪ এর লিখিত পরীক্ষা উপস্থাপন করছি।

20220725_145913.jpg

লেভেল-৪ হতে আমার অর্জন


লেভেল-৪ হতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছি। এখানে মূলত ওয়ালেটের লেনদেন সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রফেসরগণের দেওয়া লেভেল-৪ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিচে তুলে ধরছি।

• P2P কি?

উত্তর: P2P হচ্ছে এক পারসন থেকে অন্য পারসনে লেনদেন করা অর্থাৎ এক স্টিম একাউন্ট থেকে অন্য স্টিম একাউন্ট এ Steem,SBD,TRX লেনদেন করাকে P2P বলা হয়।
'আমার বাংলা ব্লগ' এ P2P করা মানেই ধরে নেওয়া হয় একজনের দুইটা অ্যাকাউন্ট। আর 'আমার বাংলা ব্লগ' কখনোই এটা সাপোর্ট করে না। তাই আমরা P2P করা থেকে বিরত থাকব।

• P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট হতে @level4test একাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220719-223505_Chrome.jpg


• P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test একাউন্টে 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220719-223637_Chrome.jpg


• P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট থেকে @level4test একাউন্টে 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220724-235835_Chrome.jpg

এখানে Tron Private Key ব্যবহার করেছি।


• Internal Market এ SBD কে Steem এ কনভার্ট করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

GridArt_20220725_222451238.jpg


• Poloniex Exchange সাইট এ একটি Account Create করুন।

Screenshot_20220725-222933_Poloniex.jpg


• আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ Steem ট্রান্সফার করুন।

Screenshot_20220720-002006_Chrome.jpg


• আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ TRX ট্রান্সফার করুন।

Screenshot_20220725-000845_Chrome.jpg


• Poloniex Exchange Site এ আপনার Steemit অ্যাকাউন্ট হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Screenshot_20220720-003829_Poloniex.jpg

প্রথমে আমি Steem কে USDT তে কনভার্ট করেছি।

Screenshot_20220725-005814_Poloniex.jpg

এরপর TRX কে USDT তে কনভার্ট করেছি।


এখানেই আমি আমার লেভেল-৪ এর লিখিত পরীক্ষা শেষ করলাম।

@nusuranur আপু সহ সবাইকে অসংখ্য...

🌷ধন্যবাদ🌷



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ ভালোভাবেই সবগুলো বিষয় আয়ত্ত করেছেন বোঝা যাচ্ছে। খুব সুন্দর এবং গুছিয়ে পোস্ট করেছেন আপনি আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি লেভেল -৪ এর সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সাবলীলভাবে পোস্টের মাধ্যমে তা উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।

আমাদের প্রতিটি ইউজারকে লেভেল ৪ সম্পর্কে ধারণা থাকা উচিত। এই লেভেলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়। আপনি যে লেভেল ৪ এর বিষয় গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে।

খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেল। আশা করি অনেক কিছুই শিখতে পেরেছি। এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অর্জিত কোন কিছুই বর্জন হয় না, তাই নির্দ্বিধায় অর্জন করতে থাকুন এবং নিজেকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ আপনাকে এ,বি,বি স্কুলের ক্লাসগুলো করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

এত সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।

এবিবি স্কুলের লেভেল ৪ থেকে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার পরিপ্রেক্ষিতে এই পোস্ট সাজিয়েছেন। সবগুলো প্রশ্নের উত্তর মোটামুটি ভালই দিয়েছেন পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

মোটামোটি ভালো এক্সাম দিয়েছেন।আপনাকে লেভেল - ৪ ট্যাগ দিচ্ছি।আশা করি সকল নিয়ম মেনে চলবেন।

চেষ্টা করেছি ভালোভাবে এক্সাম টা দেওয়ার। ইনশাআল্লাহ কমিউনিটির সব নিয়ম মেনে চলব। ধন্যবাদ আপনাকে।