প্রথমে সে রজব আলীর বাড়ি কোথায় পরিবারে কে কে আছে এই সমস্ত কথা জিজ্ঞেস করে। রজব আলিও লোকটার সাথে কথা বলে মজা পায়। একটা সময় সে কথায় কথায় সেই লোকটাকে তার ইচ্ছার কথা জানায়। লোকটা রজব আলীর কথা শুনে খুবই খুশি হয়। লোকটা রিক্সা থেকে নামার সময় ভাড়ার সাথে রজব আলিকে কিছু বাড়তি টাকাও দেয়। বলে আজকে বাড়ি যাওয়ার সময় তোমার ছেলে মেয়ের জন্য দুটো গল্পের বই কিনে নিও এই টাকা দিয়ে। গল্পের বই পড়লে তাদের ভেতরে পড়ালেখার প্রতি আগ্রহ জন্মাবে।
লোকটার কথা রজব আলীর খুব পছন্দ হয়। তারপর সে সেই লোকটাকে জিজ্ঞেস করে। স্যার কোন ধরনের গল্পের বই পড়লে ছেলে মেয়েদের জন্য ভালো হবে। তখন সেই লোক বলে বড় মানুষদের জীবনী তাদেরকে কিনে দেবে। ওই বইগুলো পড়লে মানুষের ভেতরে ভালো করার ইচ্ছা জাগে। রজব আলী লোকটাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য সে মন থেকে আল্লাহর দরবারে দোয়া করে। সেদিন রাতে রজব আলী রিকশা জমা দিয়ে বাড়ি ফেরার সময় একটি বইয়ের লাইব্রেরীতে যায়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলেই সফল মানুষদের জীবনী পড়লে মনের মধ্যে অন্য রকম জোর চলে আসে। আর তখন ভালো কিছু করার ইচ্ছেটা তীব্র হয়। তাছাড়া বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। যত বই পড়া যায় ততই ভালো। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit