আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
হেলদি মানে আমি এখানে বুঝিয়েছি একটু স্বাস্থ্যবান ধরনের মানুষদেরকে। যাদেরকে আসলে সবসময় বিভিন্ন খারাপ কথার সম্মুখীন হতে হয়। কারণ ধরুন, আমি নিজেই একটু নাদুস নুদুস। আসলে আমার এমন কোনো কথা নেই যেটা শুনতে হয়নি এবং আমি সবচেয়ে বেশি শুনেছি আমার সমবয়সী মানুষদের কাছ থেকেই। অর্থাৎ এই যে যেমন, কিছু কথা সব সময় ই শুনতে হয়। যেমন হলো, আমি ঘরে কোনো কাজ করি না। আমি একদম হাঁটাহাঁটি করি না। আমি সারাদিন ঘুমাই। আমার শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। আমি শরীর নিয়ে চিন্তা করি না। আমি অসুস্থ সহ ইত্যাদি ইত্যাদি।আর সবচেয়ে বেশি যেটা শুনতে হয়। সেটা হচ্ছে, আমি অনেক খাই বলেই আমি অনেক মোটা।
এই ব্যাপার গুলো কতোটা হাস্যকর। সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। কারণ বেশিরভাগ মানুষের কি আজকাল হরমোনের সমস্যা রয়েছে। যার কারণে আসলে কোনো কিছু না খেলেও মানুষের ওজনটা অহেতুক হারে বেড়ে যাচ্ছে। এটা বোঝার মতোন ক্ষমতা তাদের আছে কিনা আমার জানা নেই। কারণ এটা বুঝার মতোন ক্ষমতা যদি তাদের থাকতো। তাহলে তারা একটু হেলদি মানুষ দেখলে সব সময় তাদেরকে খাদক বলে আখ্যায়িত করতো না।
আমার আর একটি ব্যাপার হলো। কেউ খাদক হোক কিংবা না হোক। সেটা কিন্তু আমার আপনার দেখার বিষয় নয়। কারণ প্রথমত, সে আমার আপনার টাকায় খাচ্ছে না। আর দ্বিতীয়ত, সে খাদক হলেও আমাদের কোনো কিছু যায় আসে না। সে খাদক না হলেও আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ সে খাবার বেশি খেলেও কিন্তু আমাদের ভাগের খাবারটা খাচ্ছে না। তাই অহেতুক মানুষগুলোকে টিটকারি দিয়ে একটা পৈশাচিক আনন্দ পাওয়া ছাড়া। এটা আমার কাছে আর কিছুই মনে হয় না। আর আমাদের মতোন মানুষেরা যারা অন্যকে টিটকারি দিয়ে পৈশাচিক আনন্দ পায়। তাদের ভালো আসলে কখনোই হতে পারবেনা। কারণ আমরা মানুষের মনে কষ্ট দেই। এটা আমরা বুঝতেই পারি না যে, আর মানুষের মনে কষ্ট দিলে অবশ্যই তার শাস্তি পেতে হবে।