আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বায়ু দূষণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন। আর আমরা এই অক্সিজেন বায়ু মাধ্যম থেকে পেয়ে থাকি। আসলে আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারিনা। এই পৃথিবীতে বিভিন্ন মানুষ প্রতিবছর এই বায়ুজনিত রোগে মারা যায় অর্থাৎ বায়ু দূষণের ফলে মারা যায়। এর প্রধান কারণ হলো প্রতিদিন মানুষ যেভাবে বায়ু দূষিত করছে এর ফলে প্রতিনিয়ত বায়ু দূষণের পরিমাণ বেড়েই চলেছে। আর এ বায়ু দূষণের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বাচ্চারা এবং বয়স্ক লোকেরা। আসলে মানুষ বিভিন্নভাবে এই বায়ু দূষণ করছে প্রতিনিয়ত। আসলে এই বায়ু দূষণ যদি আমরা এখনো রোধ করতে না পারি তাহলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রতি বছর এই দূষিত বায়ু গ্রহণ করে বহু লোক মারা যাচ্ছে।
আসলে মানুষ বিভিন্নভাবে এই বায়ু দূষিত করছে। যেমন ধরুন কল কারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া বাইরের বায়ুতে মিশে বায়ু দূষিত হচ্ছে সব সময়। এছাড়াও আমরা যেখানে সেখানে সব সময় নোংরা আবর্জনা ফেলি। আর যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলার ফলে সেখানকার পরিবেশ সবসময় দূষিত হয়। কারণ নোংরা আবর্জনা পচে সেই নোংরা আবর্জনা থেকে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পলিথিন ব্যবহার করি। আসলে পলিথিন যে আমাদের পরিবেশের জন্য কতটা খারাপ তাও অনেকেই কল্পনা করতে পারি না। আসলে এই পলিথিন এমন একটা জিনিস যা এই পৃথিবীতে হাজার হাজার বছর ধরে নষ্ট না হয়ে একই অবস্থায় থেকে যায়।
আর এই পলিথিনে আগুন জ্বালালের যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়া কিন্তু সব থেকে বেশি বায়ু দূষিত করে। আমরা বিভিন্ন নোংরা আবর্জনার জায়গাতে দেখি যে প্রতিনিয়ত সেখানকার লোকেরা সেসব নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। আর এর ফলে আমরা যখন ওইসব এলাকার পাশ দিয়ে যাতায়াত করি তখন ওই এলাকায় প্রবেশ করার ফলে আমরা বুঝতে পারি যে আশেপাশে কোথাও নোংরা আবর্জনায় আগুন দেয়া হয়েছে এবং সেই জায়গার অক্সিজেন আমরা কখনো ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে না। কারন সেখানের অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং সেসব দূষিত বায়ুর পরিমাণ বেশি থাকে। আর এসব বায়ু যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে মারাত্মক বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়।
আসলে এইসব দূষিত বায়ু গ্রহণ করার ফলে আমাদের শরীরে ক্যান্সারের নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়। আসলে আমরা সবাই জানি যে ক্যান্সার এমন একটা রোগ যার কোন ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এছাড়াও প্রতিবছর বহু লোক মারা যায় এই ক্যান্সার হওয়ার কারণে। আসলে আমরা যদি এখনো সচেতন না হই তাহলে কিন্তু পরিবেশের দূষণ প্রতিদিন দ্বিগুণ হারে বাড়তে থাকবে। তাইতো আমরা যাতে বায়ু দূষিত না করি সেদিকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আর আমরা যেখানে সেখানে নোংরা না ফেলে নির্দিষ্ট স্থানে নোংরা ফেলব এবং আমাদের দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার একদম শূন্য নিয়ে আসবো। আর এর ফলে আমরা বায়ু দূষণের পরিমাণ অনেক কমিয়ে আনতে পারব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপনি,আসলে বায়ু দূষণ বাংলাদেশে মারাত্মক সমস্যা। আর এসব দূষিত বায়ু গ্রহনের ফলে আমাদের শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হয়ে যায়। এসব বিভিন্ন রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। পরিবেশকে ভালো রাখবো তাহলে আমরা নিজে ভালো থাকবো। এমন একটি সচেতন মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বায়ু দূষণের ফলে প্রতি বছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে। এছাড়াও অসুস্থ হয়ে ধুকে ধুকে মরছে অসংখ্য মানুষ। মেল-ফ্যাক্টরি, কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ করছে প্রতিনিয়ত। রাস্তার আশেপাশে আবর্জনার স্তুপ, গাড়ির কালো ধোঁয়া প্রতিনিয়তই নষ্ট করছে পরিবেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বায়ু দূষণ মানব জীবনের জন্য ক্ষতিকর ও হুমকি স্বরূপ। বায়ু দূষণের ফলে মানুষ, পশু-পাখি, গাছপালা, সবগুলোই বিনষ্ট হচ্ছে। বিশেষ করে মানুষ বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে। আর এদিকে ফসলের জমিগুলোতে যে ভালো ফসল হোত, বায়ু দূষণের কারণে সেটাও নষ্ট হচ্ছে। সর্বোপরি এদিকে সবারই নজর দেওয়া উচিত। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে আমাদের দেশে বায়ুদূষণ হুমকিস্বরূপ। দিনদিন বায়ুদূষণের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে অসুস্থতার হারও বেড়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে ময়লার দুর্গন্ধে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আসলে আমাদের দেশে কোনো কিছুই পরিকল্পিতভাবে করা হয় না। আর সেজন্য জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit