আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে রাস্তাঘাটে চলাচল করার সময় যেহেতু কোনো কিছু করার থাকে না। সে ক্ষেত্রে অনেক কিছুই চোখে পরে। কিন্তু বাসায় আসতে আসতে কিংবা গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সেসবের অনেক কিছুই মাথায় থাকে না। তবে আজকে আমি যখন কিছু কাজ সেরে বাড়ি ফিরছিলাম। তখন আসলে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করলাম এবং উপলব্ধিও করলাম। তো সেসব নিয়েই আজকের লেখা। অর্থাৎ সাধারণত বলা চলে আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোই আপনাদের সাথে বরাবরই শেয়ার করা হয় এবং এটা আমার খুব পছন্দের কাজ বলা চলে। তাই ভাবলাম আজকেও শেয়ার করি।
আজকে আমি যখন বাড়ি ফিরছিলাম। তখন ব্যাপারটি লক্ষ্য করলাম। অর্থাৎ দেখলাম যে একটা বাচ্চাকে অর্থাৎ রাস্তায় ঘুরাঘুরি করে এমন বাচ্চাকে একটা লোক একটু টেনে কর্নারে নিলো এবং কিছুক্ষণ কিছু কথা বললো, সেগুলো শুনতে পারিনি। এরপরে তাকে অল্প কিছু টাকা দিলো এবং সাথে একটা পলিথিনের প্যাকেট দিলো। প্যাকেট এর মধ্যে কিছু একটা মোড়ানো ছিলো।সেটাও দেখতে পারিনি। এরপরে লোকটা কিছু একটা বলল এবং ওই বাচ্চাটি কোনো একটা জায়গায় চলে গেলো সাথে সাথে এবং একটা ব্যাপার খেয়াল করলাম যে, লোকটি বারবার খেয়াল রাখছিলো যে বাচ্চাটি অন্য কোথাও চলে যাচ্ছে কিনা। আমি কয়েক মিনিট দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করলাম। এরপর আসলে দাঁড়িয়ে না থেকে নিজের গন্তব্যে চলে গেলাম।
তখন আসলে বুঝতে বাকি রইলো না যে, এখানে কি ঘটতে চলেছে কিংবা প্রতিনিয়ত কি ঘটছে। আসলে পথ শিশুদের হাতের মাধ্যমে অনৈতিক কিংবা অবৈধ কোনো কিছু আনা নেওয়া করা খুব সহজ। কারণ তাদেরকে কোনো প্রশাসন কখনোই আটকাবে না। কিন্তু সাধারণ মানুষ যদি সে সব কিছু নিয়ে হাটাহাটি করে। তাহলে যদি প্রশাসনের সন্দেহ হয়। সে ক্ষেত্রে প্রশাসন চেক করতে পারে এবং সেটাকেই কাজে লাগিয়েছে ওই লোকটি। আসলে আমাদের ওই পথ শিশুগুলোর জন্য কিছু করা উচিত। তা না হলে দেশে এই ধরনের অনৈতিক অবৈধ কাজ চলতেই থাকবে।
অত্যন্ত জঘন্যতম এবং মনুষত্বহীন ব্যক্তিত্বের বর্ণনা দিলেন আজকে। আমরা প্রত্যেকেই জানি একটি শিশু ফুলের মত পবিত্র। আর এই শিশুকেই বলা হয় আগামীর ভবিষ্যৎ। কিন্তু আগামীর ভবিষ্যৎ কে আমরা মানুষরা এমনভাবে নষ্ট করে ফেলছি যেটা মোটেও কাম্য নয়। বিভিন্ন অপকর্মগুলো এই বাচ্চাদের দিয়েই করিয়ে নিচ্ছে কিছু মানুষ নামের অমানুষ। এ সকল লোকগুলোকে ধরে আইনের আওতায় নেওয়া অতিব জরুরী। নতুবা এ সকল অনৈতিক কাজ চলতেই থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit