আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত গরম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
সময়ের সাথে সাথে আমাদের পৃথিবী যেন বদলে যাচ্ছে। আগেকার সময়ে পৃথিবী এতটা গরম ছিল না। তখনকার পরিবেশ ছিল নির্মল প্রকৃতি। কারণ তখন কার সময়ে এত গাছপালা কাটা হত না এবং মানুষের সংখ্যা অনেক বেশি কম ছিল। এছাড়াও তখনকার সময় তারা প্রয়োজন ছাড়া কখনো গাছ কাটতো না। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে বাইরের তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়েছে যে তাপমাত্রা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আর এই অতিরিক্ত তাপমাত্রায় বৃদ্ধির জন্য আমরাই প্রধানত দায়ী। আসলে পৃথিবীতে এই তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো অতিরিক্ত হারে গাছপালা কাটা।
পৃথিবীতে একদিক থেকে যেমন গাছপালার সংখ্যা কমতে রয়েছে তেমনি অন্য দিক থেকে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর অতিরিক্ত জনসংখ্যার জন্য যেমন প্রয়োজন হয় অতিরিক্ত জমির। কিন্তু মানুষ এই অতিরিক্ত জমির জন্য তারা অতিরিক্ত বন জঙ্গল কেটে ধ্বংস করছে সবসময়। আসলে আমরা সবাই জানি যে পৃথিবীতে গাছপালার সংখ্যা যত কমতে থাকবে ততই পৃথিবীর তাপমাত্রা আরো বেশি বাড়তে থাকবে। এছাড়াও এই বেশি তাপমাত্রা বাড়ার ফলে পৃথিবীতে প্রতিবছর খরা এবং বন্যার সৃষ্টি হচ্ছে। আর এই বন্যা সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো মেরু অঞ্চলের বরফ এই অতিরিক্ত তাপমাত্রার ফলে গলে যাচ্ছে।
আমরা জানি যে আমাদের পৃথিবীতে স্থলভাগ অপেক্ষা জল ভাগের সংখ্যা অনেক বেশি। আর বেশিরভাগ জল রয়েছে মেরু অঞ্চলের দিকে বরফ আকারের জমে। আসলে যত দিন যাচ্ছে ততই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং মেরু অঞ্চলের এই বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এই অতিরিক্ত বরফ গলার ফলে পৃথিবীতে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বহু স্থলভাগ আজ জলের নিচে চলে গেছে। আসলে এভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং মেরু অঞ্চলের বরফ গলতে থাকে তাহলে একদিন পুরো পৃথিবীতে আর কোন স্থলভাগ থাকবে না।
আসলে এখনো আমাদেরকে সচেতন হতে হবে। যদিও আমরা অনেকটা বেশি দেরি করে ফেলেছি তবুও এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের অতিরিক্ত হারে গাছ লাগাতে হবে। কারণ অতিরিক্ত গাছ ছাড়া আমাদের এই পৃথিবীর উষ্ণায়ন আমরা কোনভাবেই কমাতে পারবো না। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় পণ্য সমাজের যাতে ব্যবহার না করি সেদিকে খেয়াল রাখতে হবে। আর অতিরিক্ত গাছ লাগানোর ফলে আমরা আবার পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে আবার সেই নাতিশীতোষ্ণ পৃথিবীতে পরিণত করতে পারি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
ঠিক বলেছেন আপনি আমাদের পৃথিবী দিন দিন উষ্ণতর হ্যে যাচ্ছে। আগের মতো নির্মল প্রকৃতি এখন আর পাওয়া যায় না।গাছ পালা কমে জাওয়া এর অন্যতম একটি কারন।এখন আমাদের সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর লিখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit