আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজের একটি কথা প্রচলিত রয়েছে। তো সেটার প্রেক্ষিতেই আমি পক্ষে বিপক্ষে কথা বলবো।তো আসলে আমি এমন একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। যে ব্যাপারটি নিয়ে আসলে তেমন মানুষ কোনো ভাবে নজর দেয় না কিংবা নজরে আসে না। আর ব্যাপারটি হলো গিফট নিয়ে অর্থাৎ উপহার পেতে এবং উপহার দিতে আমরা অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে উপহার পেতে বোধহয় আমরা একটু বেশি ভালোবাসি। তো সেই উপহার নিয়ে কেননা একটু কথা বলা যাক।
আমরা যখন কাউকে কোনো উপহার দিয়ে থাকি। সেই উপহার দেওয়ার সময় কিন্তু তার কোনো কাজে লাগবে কিনা কিংবা তার প্রয়োজনে লাগবে কিনা সেসব চিন্তা করে কাউকে উপহার দেই। এখন একটা ব্যাপার রয়েছে। যেটা ঠিক যে, গিফট আসলে ছোট বড় যাই হোক না কেনো, সেটা ঠিক আছে। অর্থাৎ সেটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু বেশিরভাগ সময় আমি অনেক মানুষকে দেখি যে, তারা একে অপরকে এমন কিছু গিফট দেয় যেটা আসলে কখনোই কাজে লাগবে না এবং যেটা আসলে কিছুদিন পরেই ফেলে দিতে হয়। অর্থাৎ কোনোরকমে কাজে না লাগিয়ে ফেলে দিতে হয়।
হয়তো এটা বিপক্ষে অনেকেই বলবেন যে, গিফট আসলে স্পেশাল ফিল করানোর জন্যে হয়। কিন্তু আমার বক্তব্য কিছুটা আলাদা। আমার বক্তব্য হলো, এমন কিছু উপহার দেওয়া উচিত। যেটা সে কাজে লাগাতে পারবে এবং কোনো কিছু আমরা কাজে লাগাতে পারলেই কিন্তু সেটা নিয়ে আমাদের স্মৃতি আরো বেশি গভীর হয়। এখানে আমি চিঠি কিংবা ফুল এসবকে ইনক্লুড করছি না। এসবের বাইরে কথা বলছি। অর্থাৎ যেগুলো অনেক বড় বড় উপহার হয়,সেসবের কথা বলছি কিন্তু। কারণ চিঠি, ফুল এগুলো আমাদের স্মৃতিচারণ এর একটি অংশ। এগুলো আমাদের মিষ্টি স্মৃতির কিছু অংশ, অবশ্যই এসব নিয়ে কথা বলছি না। আরেকটু ক্লিয়ার করে যদি বলতে চাই। তাহলে সেটা হলো আমরা অনেক সময় দেখি যে অনেকেই এমন অনেক কিছু কিনে যেগুলো নিয়ে আসলে না কোনো স্মৃতিচারণ করা যায় না, রেখে দেওয়া যায় না, না ব্যবহার করা যায়। সেই ধরনের গিফট আমি মনে করি না দেওয়াই ভালো।
আপনার সাথে সহমত পোষণ করছি, গিফট প্রকৃতপক্ষে প্রয়োজনীয় বা কাজের হওয়াটাই শ্রেয়। আজেবাজে কিংবা স্পেশাল ধরনের হওয়ার থেকে যদি প্রয়োজনীয় হয় তাহলে সেই গিফটকে নিয়ে স্মৃতিচারণ করা যায়। তাই গিফট করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই পোস্ট যারা পড়বে তারা কি মতামত প্রকাশ করবে সেটা জানিনা তবে আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি। গিফট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে যেন সেটা বাস্তব জীবনে ব্যবহার করতে পারে যা দ্বারা প্রতিনিয়ত উপকৃত হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit