আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
পাপ বাপকেও ছাড়ে না। এই কথাটা হয়তো কথা কথাতেই বলা হয়। কিন্তু এই কথার যে সত্যিই একটা মানে রয়েছে। এটা আমরা অনেকেই ভুলে যাই। আর ভুলে যাই তার কারণ হলো, আমরা যতো ইচ্ছে, যতোক্ষণ ইচ্ছে পাপ করতেই থাকি করতেই থাকি। কখনো এটা ভাবি না যে, এই পাপের হাত থেকে একদিন না একদিন আমাদেরকে মুক্তি পেতেই হবে এবং ওই মুক্তিটা তখন কিন্তু আর খুব সহজে আমরা পাবো না।
কারণ পাপের পৃথিবীতে একবার খুব সহজে ঢোকা গেলেও। পাপের পৃথিবী থেকে বের হয়ে যাওয়াটা অনেক কষ্টের। ঠিক যেমনটা একজন মাদকাসক্ত ব্যক্তির মাদক ধরাটা যতোটা সহজ। মাদক ছাড়া টা যেমন ততোটাই কঠিন ঠিক তেমনটাই। যাইহোক একটু হয়তো বাড়তি কথা বলে ফেলছি। তবে আজকের বিষয়টি যেটা সেটা আমি আমার পারিপার্শ্বিক কিছু ব্যাপার লক্ষ্য করার পরেই ভাবলাম যে একটু লেখালেখি করা যাক। অর্থাৎ কিছু কিছু ব্যাপার যেটা বাবা-মায়েরা পৃথিবীতে করে থাকেন। তাদের জন্য তাদের সন্তানদের পরবর্তীতে বিভিন্ন কিছু বয়ে নিয়ে যেতে হয়। আর সেটা হলো শাস্তি। অর্থাৎ বাবা মায়েরা তাদের জীবদ্দশায় তাদের যৌবনের সময় এমন অনেক পাপ করে থাকে। যেই পাপগুলোর সরাসরি প্রভাব পরে তাদের সন্তানদের উপরে।
অনেক সময় খেয়াল করেছেন কিনা জানিনা। তবে অনেক সময় দেখবেন যে, অনেক সন্তানেরা তাদের বাবা-মায়েরদের খারাপ কাজের জন্য সমাজের আর দশজন মানুষের মতো স্বাধীনভাবে চলতে পারে না। তাদের পিতা-মাতার বিভিন্ন অন্যায়, বিভিন্ন পাপের জন্য ওই শাস্তিটা ভোগ করতে হয় সরাসরি সন্তানকে। যেটা সেই সন্তানটি হয়তো ডিজার্ভ করে না। কিন্তু তাও ওই যে বললাম। এটাই আসলে সৃষ্টিকর্তার বিচার। অর্থাৎ কিছু কিছু এমন ভয়ংকর পাপ রয়েছে। যেগুলোর খেসারত দিতে হয় আমাদের পরবর্তী প্রজন্মকে।
আর ব্যাপারটি খুব ছোটখাট তা নয়। অর্থাৎ এটা অনেক সময় এতোটাই ভয়ঙ্কর আকার ধারণ করে যে, অনেক সময় এই পাপের বোঝা বয়ে আনতে আনতে একটা সময় তারই নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ যে পাপের বোঝা বইছে, তার জীবনে ধ্বংস নেমে আসে। তাই আমার কাছে মনে হয় যে, অন্তত আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে হলেও কিছুটা ভালো কাজ জীবদ্দশায় করে যাওয়া উচিত।
সঠিক বলেছেন, পাপ বাপকেও ছাড়ে না। বাবা-মায়ের বিভিন্ন পাপের ফল সন্তানদের পোহাতে হয় অনেক সময়। এই পাপগুলো একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু বাবা-মা এই জিনিসটা ডিজার্ভ করে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit