বাংলাদেশি সমস্ত দর্শক নির্বাচকদের উপর ক্ষেপে গিয়েছিলো। মুশফিকুর রহিমের প্রথম ম্যাচটা আমি দেখেছিলাম কিনা সেটা আমার মনে নেই। তবে তাকে আমি প্রথম খেলতে দেখি ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচে। সেই ম্যাচে তিনি দারুন ব্যাটিং করেছিলেন। প্রথম দিন তার ব্যাটিং দেখেই তার ভক্ত হয়ে গিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত তার ব্যাটিংয়ের গুণমুগ্ধ দর্শক হয়ে রয়েছি। আপনাদের অনেকেরই মনে হতে পারে মুশফিকের ব্যাটিংয়ে কি এমন আহামরি আছে? মুশফিকের থেকে ভালো স্ট্রোক মেকার তো বাংলাদেশে অনেক আছে। বরং সেই তুলনায় মুশফিক কিছুটা ধীরে সুস্থে খেলে।
মুশফিক কে আমি যে কারণে পছন্দ করি সেটা হচ্ছে তার ব্যাটিং এর ধরন এবং কোয়ালিটি অপোনেন্টের বিপক্ষে তার পারফরমেন্স। বাংলাদেশে এখন পর্যন্ত ধারাবাহিক ব্যাটসম্যান খুব একটা বেশি আসেনি। যে কজন এসেছে তার ভেতর মুশফিক অন্যতম। মুশফিকের মত এমন টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান এখন পর্যন্ত বাংলাদেশ দল পাইনি। বাংলাদেশের কতগুলো ম্যাচে যে মুশফিক দলকে বিপদ থেকে টেনে উঠিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।