আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে একটা বন্ধের দিন ছিলো আমার। তো যথারীতি ভাবলাম যে অনেকদিন ধরেই কাপড়ের ওয়ারড্রব গুলো পরিষ্কার করা হয় না। আসলে প্রতিদিনকার ব্যস্ত জীবনে যা হয় আরকি। সবকিছুই যেনো এলোমেলো হয়েছিলো রুমের। তাই ভাবলাম যে একটু রুমটা গোছানো যাক। তাই প্রথমেই চোখ গেলো ওয়ার্ডড্রপের দিকে। কারণ সেখানকার কাপড়-চোপড় গুলো সব কিছুই অনেক বেশি অগোছালো হয়েছিলো। তাই ভাবলাম যে আগে সব কাপড়গুলো গুছিয়ে রাখি।
আর কাপড় গুছাতে গুছাতে একটা সময় হঠাৎ করেই আমার হাতে লাগলো একটা কাপড়। যে কাপড়টা দেখেই আমি যেনো আমার স্মৃতিতে হারিয়ে গেলাম। আর সেটা আর কিছুই নয়, আমার স্কুলের ইউনিফর্ম। কারণ এই ইউনিফর্মটাকে ঘিরে যে কতো মধুর স্মৃতি জড়িয়ে আছে। সেটা হয়তো এখন আমার দ্বারা লেখায় ব্যক্ত করা কখনোই সম্ভব হবে না। কারণ আপনাদের মধ্যে যারা স্কুলের গণ্ডিটা পার করে এসেছেন। তারাই বুঝতে পারবেন যে, এই স্কুল ইউনিফর্ম টা আমাদের জন্য ছিলো যেনো একটা রক্ষা কবজ।
কারণ যতোদিন পর্যন্ত এই ইউনিফর্মটা পরেছি। ততোদিন পর্যন্তই মনে হয় যে জীবনটা খুব সুন্দর ছিলো। জীবনে কোনো হতাশা ছিলো না, জীবনে এতো ঝুট ঝামেলা ছিলো না, এখন যতোটা আছে। আচ্ছা আমার মতোই কি আপনাদের সকলের মন্তব্য একই? কারন আমি যদি আমার স্কুল লাইফের কথা বলি। তাহলে এতো বেশি মজার একটা লাইফ ছিলো। যেটা এখন ভাবলেই খুব আফসোস হয়। এই স্কুলের ইউনিফর্ম টা পরে সকালবেলা বের হয়ে যেতাম। এর পরে একেবারে ফিরতাম সন্ধ্যের সময়। সে দিনগুলো অনেক বেশি আনন্দে কাটতো। মাঝেমধ্যে মনে হয় যে স্কুল জীবনটা আবার ফিরে পেলে, কতোই না আনন্দের হতো। আসলে ওই জীবনটা যতোদিন ছিলো আমার মনে হয় ততোদিন পর্যন্ত আমাদের মনটাও কোমল ছিলো।এরপর থেকে জীবনের না না ধাপে,না না অধ্যায়ে আমরা সম্মুখীন হয়েছি চরম বাস্তবতার। আর সেখান থেকে কোমলতা হারাতে শুরু করেছে।