আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে কিছু মানুষের মন-মানসিকতা দেখে অবাক হয়ে যাই।কারণ তাদের মন মানসিকতা দেখলে মনে হয় যে আমি নিজেই অনেক ভালো আছি। আসলে কখনো বড়াই করার স্বভাব ছোটবেলা থেকেই ছিলো না। এটা হয়তো পরিবার থেকেই পেয়েছি।কিন্তু কিছু কিছু মানুষকে দেখলে নিজের পরিবারকে নিয়ে সত্যি বড়াই করতে ইচ্ছে হয়। অর্থাৎ এমনটা মনে হয় যে, আমি যে পরিবারে বেড়ে উঠেছি সে পরিবার তাদের তুলনায় হাজারগুন বেশি ভালো। আসলে এই কথাটি ভাবার যথেষ্ট কারণ রয়েছে আমি অল্প কিছু উদাহরণ দিলেই আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন।
আমরা সাধারণত অন্য মানুষ কি ভাবছে সেটা কখনোই খেয়াল করে দেখি না। কিন্তু একটা ব্যাপার খেয়াল করলে একটু দেখবেন যে, কিছু কিছু মানুষ রয়েছে আপনার ভালো কিছু তেও তারা হিংসা করছে। যেমন ধরুন আপনার ত্বক কিছুটা সাদা কিংবা আপনি কোনো একটা জিনিস খুব দাম দিয়ে কিনলেন। তখন দেখবেন যে আপনি যে ওই জিনিসটা কিনলেন তার জন্য মানুষ আপনাকে হিংসা করা শুরু করবে। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে কিন্তু ওই কথাটি কখনোই নিজের মাথাতে আনবেন ও না।
অর্থাৎ এমন কিছু ব্যাপার থাকে। যে ব্যাপারগুলো আমরা হয়তো কখনো মাথাতেও আনবো এমনটাও ভাবি না। অর্থাৎ ব্যাপারগুলো এমন হয় কিংবা হতে পারে এই কথাগুলোও আমরা ভাবি না। কিন্তু এরপরেও কিছু কিছু মানুষের মন খারাপ বলে, তাদের মন অনেক বেশি ছোট বলে তারা সেসব ভাবতে একটুও দেরি করে না। তাই মাঝে মধ্যে আসলে মনে হয় যে আমার পরিবার আমাকে যথেষ্ট ভালোভাবে মানুষ করেছে এবং তার জন্য আমি গ্রেটফুল। কারণ অন্তত এই ধরনের ছোটলোকি ব্যাপারগুলো কখনোই মাথায় আসে না।
আমি এই ব্যাপার গুলো বলছি কারণ, আমার নিজের ক্লাসমেট, ওদের অনেককেই দেখেছি খুব ছোট ছোট ব্যাপার নিয়ে তারা হিংসা করে। কিন্তু এই ব্যাপারগুলো কখনো ভাবা তো দূরে থাক, আমার মাথাতেই আসেনা।