আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে মনটা একেবারেই ভালো নেই। কারণ আমাদের পরিবারের এমন একজন আমাদের সকলকে ছেড়ে এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। যে আসলে আমাদের সকলের হৃদয়ের খুব কাছে ছিলো। হয়তো আড়ালে ছিলো, হয়তো আমাদের সাথে কখনোই কথা হয়নি। হয়তো আমাদের সাথে কখনো কোনো দেখাও হয়নি। কিন্তু ওই যে মনের মাঝে কিংবা ভালোবাসার মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যায়। তখন কষ্টটা হয় অসম্ভব।
মৃত্যু এমন একটা ব্যাপার, যে ব্যাপারটি আমাদের সকলকেই মানতে হবে। মানতে না চাইলেও আমাদের সকলের জীবনে এই ব্যাপারটি ঘটবেই ঘটবে। কিন্তু যে ব্যাপারটি মানা যায় না। সেটা হলো , হুট করে যদি আমাদের পরিবারের আমাদের ভালোবাসার আমাদের পরিচিত কেউ চলে যায় সেটা। কারণ একটা মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়। তখন হয়তো সে তার মনের অনেক কথাগুলো তার প্রিয়জনদের, তার চারপাশের মানুষদের, তার সন্তান, তার জীবন সঙ্গীদের বলে যায়।
কিন্তু কেউ যখন হুট করে চলে যায়। তখন সে অন্য কোনো কথাই বলতে পারে না। সে কোনো কিছুই করতে পারে না। এই মৃত্যু যন্ত্রণাটা সে কারো সাথে ভাগ করতে পারে না। কোনো আপন মানুষের হাত ধরে মৃত্যু যন্ত্রণাটা পার করতে পারে না। এটা ভাবলেই যেনো আমার বুকে কেমন ভাবে মোচড় দিয়ে ওঠে।
মৃত্যু কতটা ভয়ংকর তাই না?আসলে এইভাবে হুট করে চলে যাওয়া ব্যাপারটি মাথায় এলেই কেমন যেনো কলিজা কেঁপে উঠে। কারণ মৃত্যুর ঠিক সময়টাতে যখন আমার হাতে কারো হাত থাকবে না। আমি যখন প্রচন্ড একলা থাকবো। তখন আমি ওই ভয়টা কি করে জয় করবো! সেটা আমার এখন ভাবতেই শরীর ঠান্ডা হয়ে। মৃত্যুর পরে একটা সময় ধীরে ধীরে সকলেই আমাকে ভুলে যাবে। এই ব্যাপারটা আমার জন্য আরও বেশি কষ্টদায়ক। আমার ওই চেনা রুম, আমার চেনা ঘর, আমার ওই চেনা রাস্তা সকলেই ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। হয়তো মাঝে মাঝে কারো স্মৃতিতে ভেসে উঠবে আমার ছবি, আমার গল্প, আমার কথা। কিন্তু আমি হারিয়ে যাবো।
তবে যে জিনিসটা মৃত্যুর পরেও থেকে যাবে। সেটা হচ্ছে তার ভালো কাজ। যে ভালো কাজের মাধ্যমে আমরা আজীবন মানুষের মনের মাঝে থেকে যাবো। ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান হয়ে।সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া। এই মৃত্যুটাই যেনো সৃষ্টিকর্তা আমায় দেন অর্থাৎ সম্মানের মৃত্যু।