আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
<div class="text-justify" আমাদের ছোটবেলা থেকেই যখন থেকে আমাদের একটু বুদ্ধিসুদ্ধি হয়। তখন থেকেই আমরা আমাদের চারপাশের নানা মানুষদের সাথে মিশতে শুরু করি। কারণ আমরা কেউ বন্ধু ছাড়া কিংবা চারপাশে মানুষ ছাড়া বাঁচতে পারি না এবং সে কারণেই আমরা যত বড় হতে থাকি তত বেশি আমাদের চারপাশে মানুষের আনাগোনা, মানুষের সাথে কমিউনিকেশন আমাদের বৃদ্ধি পায়। কারণ কোনো।মানুষের সাথে কমিউনিকেশন করার মাধ্যমেই আমাদের যে কোনো।কাজ সম্পাদন করতে হয়।
<div class="text-justify" এখন আমি আসলে আমার জীবনের চলার পথে বেশ কিছুটা সময় পেরিয়ে আসার পর একটা ব্যাপার রিয়েলাইজ করলাম। সেটা হলো, সঙ্গ দোষে লোহা না বাসলেও সঙ্গ ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অর্থাৎ একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন, আপনি যদি এমন কোনোনস্টুডেন্টদের সাথে মিশেন যে পড়াশোনা নিয়ে অনেক বেশি একটিভ। আপনি দেখবেন আপনি নিজেও আপনা আপনি তেমনটাই হয়ে যাচ্ছেন।
<div class="text-justify" আবার দেখবেন যে এক্সএমন যদি হয় যে।কারো পড়াশোনা নিয়ে একেবারেই মন নেই। তার সাথেই আপনার বন্ধুত্ব। আপনি দেখবেন অনেকটা তেমনটাই হয়ে যাচ্ছেন। তাই জ্ঞানী সঙ্গ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অন্তত আমি আমার জীবনের ক্ষেত্রে সেটাই দেখেছি। কারণ জ্ঞানী মানুষেরা যদি আমাদের সাথে কথা বলে। আমরা যদি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের ও ইচ্ছে করবে তাদের মতোন বিভিন্ন জিনিস জানতে। যেটা আমার ক্ষেত্রে হয়। এ কারণেই সব সময় বন্ধুত্ব করার আগে একজন ভালো মানুষের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। অর্থাৎ জ্ঞানী মানেই কিন্তু ভালো মানুষ এই কথা বুঝাচ্ছি। আর যারা দুর্জন, তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কারন আপনার অ্যাক্টিভিটি যদি কোনো মানুষের জন্য বৃদ্ধি পায়। তাহলে দেখবেন তার মতোন জ্ঞান আহরণ করতে আপনারও ইচ্ছা করছে।আসলে সবটাই নিজের ব্যাপার।নিজের ই ডিসাইড করতে হবে আমরা কার সাথে মিশবো মিশবোনা সেসব।
আমরা জানি একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আমরা সমাজে বসবাস করে থাকি। এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে জ্ঞানেগুণী মানুষ রয়েছে তাদের সাথে উঠবস করা। কারণ জ্ঞানীগুণী বুদ্ধিসম্পন্ন মানুষ দ্বারা অনেক কিছু জানা ও শেখা যায়, যেগুলো নিজের জীবনে অতি জরুরী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit