আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পূজা আসার আগের মুহূর্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে পূজার সময় থেকে পূজার আগের মুহূর্তের সময়টা অনেক বেশি আনন্দের হয়ে থাকে। কেননা আমরা সবাই অপেক্ষায় থাকি যে সামনে পূজা আসছে এবং এই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকি। কেন জানি যখন পূজা শুরু হয় তখন সে সময়টা খুব দ্রুত কেটে যায়। আর পূজা আসার আগের মুহূর্তগুলো কেমন যেন আমাদের জীবন থেকে কাটতে চায় না। আর এখনকার সময় অপেক্ষা আমাদের শৈশবকালে এই পূজা আসার আগের মুহূর্তগুলো অনেক বেশি ভালো ছিল। কেননা তখন চারিদিকে কাশ ফুলে ভরে যায় এবং আবহাওয়াটা আস্তে আস্তে একটু ঠান্ডা হতে থাকে। চারিদিকে কেমন একটা শীতল হাওয়া বইতে থাকে এবং লোকজন গুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের নতুন ফসল ফলাতে শুরু করে। আর এই সময়ে দিন আস্তে আস্তে ছোট হতে থাকে।
আসলে পূজা আসার আগের মুহূর্তের রোদের তীব্রতা একটু বেশি মনে হয়। আবার মাঝে মাঝে তো দুই একদিন বৃষ্টিও হয়। কিন্তু পূজার আগের মুহূর্তে আমরা বিভিন্ন দোকানে গিয়ে যে আমাদের নতুন নতুন পোশাক কিনে বাড়ি নিয়ে আসি। আসলে আমরা সারা বছর কোন পোশাক না কিনলেও পূজার আগে আমরা বিভিন্ন ধরনের পোশাক কিনতে চেষ্টা করি। আসলে ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম যে কবে মা বাবা আমাদের জন্য নতুন জামা কাপড় বাজার থেকে কিনে আনবে। কেননা শুধুমাত্র আমরা এই পুজোর আগের দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষা করি। কারন আমরা জানতাম যে বছরে একবার এই পূজার সময় আমরা নতুন পোশাক পড়ে চারিদিকে পূজা দেখতে ঘুরে বেড়াবো। আসলে এভাবে আমাদের আনন্দের সময় গুলো খুব ভালো কাটতো। কেননা পূজার আগের সময় মনে হয় আমাদের জীবনে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি নিয়ে আসে।
আসলে বর্তমান সময়ের অপেক্ষা শৈশবকালের এই পূজার আগের মুহূর্তটা ভালো লাগার অনেক বেশি কারণ রয়েছে। কেননা এখনকার সময়ে আমরা চারিদিকে কাজে এত পরিমাণ ব্যস্ত থাকি যে আমরা কিন্তু সেই পূজা আসার আগের মুহূর্তটা মোটেও উপভোগ করতে পারি না। কেননা এখন দেখতে পাই যে চারিদিকে মানুষ বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রয়েছে এবং এই ব্যস্ততার মধ্যে আমরা নিজেরাও নিজেদের জীবনকে ব্যস্ত করে তুলেছি। আসলে আমাদের সব সময় চিন্তা থাকে যে পূজার আগের সময় কি করে একটু বেশি উপার্জন করা যায় যাতে করে এবার পরিবারের সবার জন্য বিভিন্ন ধরনের নতুন জামা কাপড় কিনে দিতে পারি। আসলে বয়স যত বাড়ে ততই কিন্তু সংসারের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য দুটোই বৃদ্ধি পায়। আর এজন্য আমাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়।
আসলে ছোটবেলায় কিন্তু আমাদের যেহেতু পরিশ্রম করতে হতো না তাই আমরা সবসময় মা-বাবার উপর নির্ভরশীল ছিলাম। কেননা তখন আমাদের সংসারের প্রতি তেমন কোনো দায়িত্ব-কর্তব্য থাকে না এবং পুরোটাই আমরা মা-বাবার উপর নির্ভরশীল হয়ে থাকি। আসলে এভাবে যদি আমরা পুনরায় আবার সেই শৈশবকালে ফিরে যেতাম তাহলে আমাদের আর কোন চিন্তা ভাবনা থাকতো না এবং আমরা অনেক বেশি আনন্দ-ফূর্তিতে দিন কাটাতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে সেই পুরনো দিনের কথা মনে পড়ে আমাদের আর মোটেও ভালো লাগে না। আসলে বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমাদের বর্তমান সময়ে চলতে হবে এবং কাজের ফাঁকে আমরা অবশ্যই সেই পূজার আগের মুহূর্তগুলো একটু উপভোগ করার চেষ্টা করব। যদিও সেই সময়টা এখন আর তেমন একটা নেই আমাদের জীবনে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।