আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে বর্তমান সময়ে আমরা বুঝতে পারছি যে দিন দিন কিভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আসলে এই আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের পৃথিবীতে যে কতটা বেশি ক্ষতি হচ্ছে তা আমরা মোটেও কল্পনা করতে পারি না। এই পৃথিবীটা পূর্বে নাতিশীতোষ্ণ ছিল। আসলে আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলটাকে আগে নাতিশীতোষ্ণ অঞ্চল ছিল। এছাড়াও আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি যে বর্তমান সময়ের মতো এতোটা গরম তখনকার সময় ছিল না। এছাড়াও এখনকার মত এত বড় ধরনের দুর্যোগ কখনো আগে হতো না। আসলে এভাবে প্রতিনিয়ত যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে করে কিন্তু আমরা এই পৃথিবীতে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছি। কেননা আবহাওয়ার সাথে মানুষের পরিবর্তন কখনো হচ্ছে না।
আমার কাছে মনে হয় যে আবহাওয়া এত দ্রুত পরিবর্তন হচ্ছে কিন্তু এই পরিবর্তনের সাথে মানুষ তাদের গঠনের কোন পরিবর্তন করতে পারছে না। এভাবে যদি প্রতিবছর পৃথিবীর তাপমাত্রা অর্থাৎ গ্রীষ্মকালের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং বর্ষার সময় যদি ঠিকঠাক বর্ষা না হয় তাহলে আমাদের এই পৃথিবীটা আর কয়েক বছর পর ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আসলে আমাদের সবাইকে এখন অনেকটা বেশি সচেতন হতে হবে। বর্তমান সময়টা কিন্তু বর্ষাকাল চলছে। কিন্তু আগের বর্ষাকালের সময় যেমন সময় অনুযায়ী বর্ষা হতো এবং বর্ষাকাল শেষ হতে না হতেই বর্ষা শেষ হয়ে যেত। কিন্তু এখন সারা বছর বর্ষার তেমন কোন দেখা নেই এবং যেসব অঞ্চলে খুব অল্প বৃষ্টি হতো সেই সব অঞ্চলে এখন বর্ষার জলে জলের নিচে ডুবে যাচ্ছে। এছাড়াও এখনো কিছু কিছু অঞ্চলে বর্ষার মুখ দেখা যায়নি।
মানুষ এখন এইসব আবহাওয়ার পরিবর্তনের ফলে অনেকটা অসুস্থ এবং দুর্বল হয়ে যাচ্ছে। কেননা আমরা যখন বাইরে কাজে বের হই তখন বাইরের এতটা গরম থাকে যে যাতে করে আমরা এই গরমের সময় দুর্বল হয়ে যাই। এভাবে দুর্বল হওয়ার ফলে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে যাই। আসলে এই আবহাওয়া পরিবর্তন হওয়ার প্রদান করা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের কুকর্ম। কেননা মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে এবং নদী-নালা নষ্ট করছে এতে করে আবহাওয়া তো অবশ্যই পরিবর্তন হবে। আসলে গাছপালা ধ্বংস করার ফলে যেমন বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং অতিবৃষ্টির ফলে বিভিন্ন ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও গ্রীষ্মকালের তাপমাত্রা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আর মানুষ যেভাবে নদীর গতিপথ পরিবর্তন করছে এতে করে কিন্তু প্রতিবছর বন্যার ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছে।
আসলে এই আবহাওয়ার পরিবর্তনটাকে যদি আমরা এখনও ঠিক করতে না পারি তাহলে কিন্তু সবকিছু আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আসলে মানুষ চাইলে যে কোন কিছুই করতে পারে এই পৃথিবীতে। মানুষ যেমন এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করেছে ঠিক চেষ্টা করলে কিন্তু মানুষ আবার পুনরায় প্রাকৃতিক সৌন্দর্যকে ফিরিয়ে আনতে পারে। আসলে দুই একজন মানুষ যদি সচেতন হয় তাতে করে কিন্তু কোন কিছুর পরিবর্তন হবে না। আবহাওয়ার পরিবর্তন সম্পর্ক যদি আমরা সবাইকে বোঝাতে পারি এবং এর খারাপ দিকগুলো সবার সামনে তুলে ধরতে পারি তাহলে কিন্তু সবাই মিলে মিশে আমরা একসাথে সামনের দিকে এগোতে পারি যাতে করে কোন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না হয় এবং নতুন করে পুনরায় আমরা পৃথিবীকে সেই পূর্বের রূপে ফিরিয়ে নিয়ে যেতে পারি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।