জহির হাসিমুখ তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাসার সামনে অপেক্ষমান রত গাড়িতে উঠে বসে। নতুন প্রোমশন পাওয়ার পরে জহিরকে অফিস থেকে গাড়ি দিয়েছে। অফিসে যেতে যেতে জহির তাদের আসন্ন হলিডে ট্যুর নিয়ে চিন্তা করতে থাকে। পরিবার নিয়ে সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছে। টুর কোম্পানির সাথে কথাবার্তা বলে তাদেরকে টাকাও দেয়া হয়ে গিয়েছে। বসের সাথে কথা বলে অফিস থেকে ছুটির ব্যবস্থাও সে করে ফেলেছে। সবকিছু মিলিয়ে জহিরের মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করতে থাকে। জহির একটা বেসরকারি কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে।
ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।
অফিসে তার পারফরম্যান্স ভালো হওয়ায় অফিস থেকে সে নানারকম সুযোগ-সুবিধাও পায়। কিছুদিন আগে তার যাতায়াত করার জন্য একটা গাড়িও দিয়েছে অফিস থেকে। সেই সাথে প্রতি মাসে সে ভালো অংকের স্যালারি পায়। ভালো চাকরি সাথে ছোট্ট পরিবার নিয়ে সে ভালই জীবন কাটাচ্ছে। আসন্ন ট্যুরের চিন্তা করতে করতে জহির অফিসে প্রবেশ করে। তবে অফিসে প্রবেশ করেই সে খেয়াল করে দেখে অফিসের পরিবেশটা যেনো কেমন। সবাই কেমন যেনো মুখ গোমড়া করে রয়েছে।
জহির তার রুমে গিয়ে বসতেই অফিসের অফিস সহকারী এসে তাকে বলে বড় সাহেব তাকে ডেকেছে।
হঠাৎ করে সকাল সকাল বড় সাহেবের তলবে জহির কিছুটা চিন্তিত বোধ করে। বড় সাহেবের রুমে গেলে জহির দেখতে পায় তার বস খুব চিন্তামগ্ন অবস্থায় রয়েছে। জহির রুমে প্রবেশ করার সাথেই সে মুখ তুলে জহিরের দিকে তাকায়। তারপর ইশারায় জহিরকে তার সামনের চেয়ারে বসতে বলে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Who is the fan af Hazrat Muhammad S.A.W🥰💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জহিরের ভাগ্য আসলেই খুব ভালো। কারণ অনেকের পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও অফিস থেকে অনেক সময় এতো সুযোগ সুবিধা পায় না। যাইহোক জহির মনে হয়ে অফিসের কোনো কাজে বিরাট বড় ভুল করেছে। তাইতো অফিসের বস জহিরকে এভাবে ডেকে পাঠিয়েছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit