আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আগে একটা সময় ছিলো, যখন আমাদের পরিবেশে এতো বেশি কাক ছিলো যে। একটা সময় মানুষ অনেক বেশি বিরক্ত হয়ে যেতো কাকের যন্ত্রণার জন্য। কারণ এই যে যেমন,কেও হঠাৎ করে হেঁটে যাচ্ছে। আর উপর থেকে কোনো কাক কাপড় নষ্ট করে দিলো। এসব ঘটনা আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ এসব ঘটনা একেবারেই খুব বেশি সচরাচর ঘটে থাকে।
কিংবা কোনো উঠোনে কিংবা বাড়ির ছাদে কোনো খাবার শুকাতে দেওয়া হলো।হুট করেই তখন অপ্রত্যাশিতভাবে কোনো কাক এসে সেগুলোতে মুখ দিয়ে দিলো কিংবা সেসব নষ্ট করে ফেললো কিংবা কোনো খাবার ছোঁ মেরে নিয়ে গেলো এই ঘটনাগুলো আমাদের পরিবেশে আগে অনেক বেশি সুপরিচিত ঘটনা ছিলো।
কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো মোটেও সুপরিচিত নয়। কারণ বর্তমানে কাক অতিরিক্ত ভাবে নিধন করে ফেলা হয়েছে। শুধুমাত্র কুৎসিত একটি প্রাণী হিসেবে। অর্থাৎ এই কুৎসিত প্রাণীগুলো নাকি সমাজের ক্ষতি করছে। কিন্তু সত্যি কথা বলতে এই কুৎসিত প্রাণী গুলোই সমাজকে এতোটা পরিষ্কার রেখেছে। কারণ কাক আবর্জনা খায়, এটা আমরা সকলেই জানি। আর এই প্রাণী গুলোই কিন্তু আমাদের পরিবেশের অনেক বর্জ্য খেয়ে আমাদের পরিবেশটাকে বর্জ্য মুক্ত রাখছে। যেটা আমাদের অনেকের মাথাতেই হয়তো এখন আর ঢুকে না।
তাই আমি এই যে, কাক নিধন যে ব্যাপারটি রয়েছে। সেটার একেবারেই বিরুদ্ধে। কারণ কাক নিধন করার মতোন কিছুই নয়। কারণ কাক আমাদের পরিবেশের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। যেটার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সেটা আমরা নিধন করতে ব্যস্ত। একবার কি ভেবে দেখেছেন, এই যে আমরা যে কাক নিধন করতে উঠে পড়ে লেগেছি। শুধুমাত্র তাতে সৌন্দর্য নেই বলে। এরপরে পরিবেশের বর্জ্য গুলো তাহলে কি হবে! মানুষের তৈরি করা বর্জ্যগুলো কি মানুষেরা নিজেদের ঘরে রেখে দিবে? শুধুমাত্র ওই যে কুৎসিত কাকেদের নিধন করার জন্য? নাকি অন্য কোনো পন্থা ভাবা হয়েছে? নাকি কোনো পন্থাবি ভাবা হয়নি। নাকি শুধুমাত্র সৌন্দর্য নিয়েই ভাবা হচ্ছে!