আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের কল্পনার কোনো শেষ নেই আর খুব কম মানুষ রয়েছে যারা কল্পনাকে সত্যিতে রূপান্তরিত করতে পারে। কারণ আমাদের কল্পনা হয় অনেক বেশি অবাস্তব। অবাস্তবতাকে ঘিরেই কতো কতো কল্পনা আমরা প্রতিনিয়ত করি। সেসব এর হয়তো কোনো হিসেব আমাদের নেই। এমনকি কল্পনার কথা চিন্তা করতে গেলে শেষ হবে না। তার মধ্যে কোনটাই হয়তো আমাদের খুব একটা মনে থাকে না। কারণ ওই যে বললাম, আমাদের শত শত কল্পনা হলো অবাস্তবতাকে ঘিরে।
কিন্তু আমার বাংলা ব্লগ একটি কল্পনাকে সত্যি করে দেখিয়েছে। যে কল্পনাটি অন্য আর ১০ জন মানুষের জন্য কিংবা আমি মনে করি অন্য আর দশটি কমিউনিটির জন্য সম্পূর্ণভাবে অবাস্তব। আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার এর মুখ থেকে আমরা অনেকবার শুনেছি একটি coin চালু করার কথা। কিন্তু সেটা যে আমরা এতো দ্রুত পেয়ে যাবো। সেটা হয়তো আমরা কেউ ই কল্পনাই করতে পারিনি।
আসলে আমাদের দাদা আছেন বলেই হয়তো সবকিছু সম্ভব হচ্ছে এতো দ্রুত। সবকিছুর অনুভূতি যেমন লিখে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক তেমনটাই এই কয়েন নিয়ে আমার অনুভূতি, আমার কল্পনা হয়তো এক্সপ্লেইন করা সম্ভব নয়। কিন্তু আমি বিশ্বাস করি যে, এই কয়েন আমাদের ভবিষ্যৎকে অনেক অনেক সুন্দর করবে। দাদা হয়তো বারবার আমাদের বলেছেন যে, এটি একটি ফান কয়েন। কিন্তু আমরা জানি যে দাদার প্রতিটি পদক্ষেপ কতো সুনিপুণ হয়।
তাই আমি বারবার এটা লেখার চেষ্টা করেছি যে, যারা যারা কর্মক্ষেত্রে ভীষণ আনন্দ করতে চান, মজা করতে চান, সে সাথে ফিউচার সিকিউর করতে চান। তাদের জন্য $PUSS meme কয়েনের কোনো বিকল্প নেই। এই কয়েনের ভবিষ্যৎ নিদারুণ সুন্দর। কারণ এই কয়েনের পেছনে রয়েছে এমন সব ব্যক্তিত্ব। যাদের মন প্রাণ শুধুমাত্র এই প্লাটফর্মের জন্যই চিন্তিত। ঠিক তেমনটাই ওনারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এই কয়েন এর বিভিন্ন প্রোমোশনের ক্ষেত্রে যেনো আরও উন্নতি করা যায়। তাই আমাদের দায়িত্ব হলো, অর্থাৎ আমাদের মতো সাধারণ ইউজারদের দায়িত্ব হলো এই কয়েন সম্পর্কে আরও বেশি বেশি সকলকে জানানো এবং এই কয়েনটি যতোটা সম্ভব ততোটা কেনার চেষ্টা করা এটা আসলে আমার ব্যক্তিগত মতামত থেকেই বললাম।