আমার বাংলা ব্লগে আমার পরিচয় সম্পর্কে কিছু কথা

in hive-129948 •  2 years ago 

নাম: রজত বৈরাগী
বয়স: ২৩
জাতীয়তা : বাংলাদেশী

IMG-20230223-WA0005.jpg

IMG-20230126-WA0007.jpg

IMG-20230205-WA0012.jpg

ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন।আমার বাংলা ব্লগে এটি আমার প্রথম পোষ্ট।এইজন্য আমি আমার ব্যক্তিগত কিছু তথ্য সম্পর্কে বলতে চাই।

প্রথমেই আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলবো।

আমি ২০১৬ সালে মাধ্যমিক শিক্ষা লাভ করি,তারপর ২০১৮ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জন করি,তারপর এখন স্নাতক পর্যায়ে পড়াশুনায় চলমান আছি। আমি এখন স্নাতক তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি বাংলাদেশের মধ্যে খুলনা জেলার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে অধ্যয়ন করছি।

এবং পাশাপাশি আমি হোমিওপ্যাথিক ডাক্তারি করছি

এরপর আমি আমার গ্রাম সম্পর্কে কিছু বলবো।
প্রথমত আমি আমার গ্রামকে খুব ভালোবাসি কারণ আমার গ্রামের মানুষের মন অনেক ভালো। সবাই একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করে এবং আমাদের গ্রামের প্রকৃতি অনেক মনোমুগ্ধকর যা দেখলে মন ভরে যায়।

আমি, বাবা,মা আর দুই বোন নিয়ে আমাদের পরিবার।কিন্তু আমার দুই বোনের বিয়ে হয়ে যাওয়ায় এখন আমি, বাবা আর মা আমরা তিন জনের আমাদের পরিবার একটি সুখী পরিবার। আমি আমার পরিবারকে খুবই ভালোবাসি।

ছোটবেলায় শখের বশে মানুষ অনেক কিছু করে তেমনি কিছু শখ আমার খেলাধুলা করা। আমার ক্রিকেট,ফুটবল ইত্যাদি খেলার প্রতি খুব আগ্রহ।

আমার ইষ্টিমেটে আাসা আমার মামাতভাই @arojitmondal এর মাধ্যমে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে @arojitmondal এর মুখ থেকে সর্বোপ্রথমে শুনেছিলাম এরপর ওর গাইডলাইন অনুসারে আমার বাংলা ব্লগে এই ভেরিফিকেশন পোষ্টটি আমি করলাম।

অনেক কথা বলেছি আজ এই পর্যন্ত শেষ করছি এরপর যদি ভেরিফিকেশন পাশ করতে পারি তাহলে আপনাদের সাথে আবারও কথাবলার সুযোগ পাবো।

সকলের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি।
সবাই ভালো থাকবেন,ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি খুব সুন্দর ভাবে আপনার পরিচয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমি খুশি হয়েছি। আশা করি আমাদের এই কমিউনিটি আপনাকে একজন সদস্য হিসেবে গ্রহণ করবে। আর আপনিও সুযোগ পেয়ে যাবেন এখানে কাজ করার সে প্রত্যাশা রইল

  ·  2 years ago (edited)

আপনার পরিচিতি পোস্ট ভালো হয়েছে, যথেষ্ট চেস্টা করেছেন সুন্দর ভাবে উপ্সথাপন করার। তবে আপনি যদি গেস্ট ব্লগার হতে চান সেই ক্ষেত্রে আপনার কারো রেফারেন্স এর প্রয়োজন নেই,
আর যদি আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হতে চান তাহলে আপনার রেফারেন্স এর দরকার আছে, আর সেই রেফারেন্স অবশ্যই আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারের হতে হবে নতুবা গ্রহনযোগ্য হবে না। এবার আপনি আপনার মতামত আমাকে জানান রিপ্লাইয়ের মাধ্যমে।

assa apu ami verified member hote chai eajonno amake ki korte hobe?