মনের জানালা টা অনেক ক্ষীণ, সেই ক্ষীণ জানালা দিয়ে ই অনেক কিছুই পরখ করা যায়,যদি সেই মনটা থাকে!
দেখা তো অনেক কিছুই যায় আবার অনেক কিছুই যায় না,যেটা দেখা যায় না সেটাই অনুৃভুতি!অনুভূতিতে ও অনেক কিছু ই থাকে,যা বাস্তবে রূপ পেতে চায়।
অনুভূতি তুমি কোথায়? তুমি আস না ফিরে আমার মাঝে আমি তো তোমাকেই চাই,তুমি ছাড়া তো আর নাই কেউ আমার!
অনুভূতির মাঝে থেকে ই সেই তুমি টাকে যদি সত্যিতে ই জীবনে পাইতাম! কত না ভাগ্যবান মনে হতো,বাট জানি না তা সত্যি হবে কিনা,শুধু নিছক কল্পনা ই!
কল্পনার অনুভূতি আর বাস্তবের অনুভূতিটা যে কেমন সেটা তারাই বুঝবে যারা সেটা অনুভব করেছে, যারা অনুভব করেনি তারা তো বুঝতে পারবেনা। আদো কী আমরা অনুভব করার চেষ্টা করি সেই বিষয়?
অনুভূতির আদল থেকে ফিরে আসা কত যে কঠিন! সেটা সেই বোঝে যে ফিরে আসার চেষ্টা করেও ফিরে আসতে পারেনা।
কিন্তু আমরা কি বুঝতে চেষ্টা করেছি যে সে কেন ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারে না বা আমরা তার সেই বোঝাটা কেন বুঝতে চায় না,সে কি বুঝাতে চায়।
যখন কেউ অনুভূতির আদল থেকে ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারে না,তখন সে অবশ্যই চাই যে তার মত যারা এমন আছে তাদের অনুভূতি গুলো যেন সত্যিতেই চাওয়া-পাওয়া না থেকে পূর্ণতা পায় আর সেটা সেজন্যই চাই সে সেটা অনুভব করেছে বা বুঝতে পেরেছে এরকম যদি পৃথিবীর সবাই বুঝতে পারত পৃথিবীটা কেমন হতো? অনেক সুন্দর হতো অনেক সুখের হতো!
তাই সকলের জন্যই সেই অনুভূতিটা যেন বাস্তবেরই হয় এবং বাস্তবেই কল্পনায় নয়। বাস্তবে যেন সকলের চাওয়া-পাওয়ায় যেন পূর্ণ হয় এবং পূর্ণতা পায় এই শুভকামনা রইল।