জীবন থেকে হারিয়েছে স্বাধ
আমার বাংলা ব্লগের বন্ধুগণ আমি পড়তে বেশ ভালোবাসি। আমার ভালো লাগার কিছু সময় আমার বাংলা ব্লগ পরিদর্শন করি। এখানে অনেক কথা লুকানো আছে যা আমার মনকে বরাবরই আনন্দ দেয়। আমার সকল খারাপ লাগাগুলো ভালো লাগায় পরিবর্তিত করে।
জীবন চলার পথ খুব একটা সহজ নয়। যুবক বয়সে মনে করতাম জীবনের শেষের দিকে ছেলে মেয়েদের হাতে সংসারের হাল ধরিয়ে দিয়ে অবসরে জাবো কিন্তু কই? জীবন তো অবসরের সন্ধান দিলোই না শিখিয়ে দিলো সংসার পুরুষদের জন্য,যা মৃত্যুর আগে পর্যন্ত ছাড়া আকাশ কুসুম চিন্তা ছাড়া কিছুই না।
এই শহরে টিকে থাকার জন্য জীবনের সংগ্রামকে জীববের সঙ্গি করিয়ে নিত্র হয়। মন অনেক কিছুই সায় দেয় কিন্তু জীবন তা বাস্তবতার চিন্তায় পরিবর্তন করিয়ে বেচে থাকার দিক গুলো শিখাতে থাকে।
জীবনের জন্য কি দরকার সেটা নিয়ে চিন্তা আমাদের মানসিকতাকে বিভোর করে তোলে। এই দালান কোঠার মানে কি? একজন মানুষের চাহিদা ও বিলাশিতা প্রকাশ ছাড়া অন্য কিছুতো আমার চোখে পড়ে না৷ জীবিনে এমন মানসিকতার মানুষ যদি একটা দেখতে পেতাম তাহলে অনেজ শান্তি পেতাম - কেউ একজন উদ্দোক্তা হয়ে তার প্রয়োজনীয় অর্থ ব্যতীত সব গুলো মানব কল্যানে বিলিয়ে দিলো।
এমনি ভাবে জগতে মহিয়ান গড়িয়ান হয়ে যদি আমি বেচে থাকতে পারতাম জীবনে সকল সুখের সূর্য খুজে পেতাম।