#♥কিছু প্রাকৃতিক ভালোবাসা ফুল দিয়ে♥( ১০% লাজুক শিয়ালের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

শুভ রজনি,

এখন আমার ভালো লাগার একমাত্র জায়গা হয়েছে আমার বাংলা ব্লগ। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। @rme দাদাকে অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের এমন একটা কমিউনিটি দিয়ে বাংলা ভাষায় ব্লগিং করার সুজগ করে দেওয়ার জন্য।

আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কিছু ফটোগ্রাফি এবং কিছু কথা। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আপমরা প্রকৃতির পূজারি। আর দেরি না করে চলুন শুরু করা হক আমার কিছু কথা ও ভালো লাগাঃ

দৃশ্য পটঃ১

IMG20210917152429.jpg

IMG20210917152412.jpg

IMG20210917152412.jpg

ফুল সৌন্দর্যের প্রতীক । এর কমলতা আমাদের মনকে আকর্ষণ করে, এর সুগন্ধি আমাদের মনকে ব্যাকুল করে দেয়। প্রতিগি সম্পর্কের ভিত্তি হিসাবে আমরা ফুলকে অগ্রাধিকার দেই এর সৌন্দর্যের কারণে যেন ফুলে মতো আমাদের প্রিয় মানুষের মন, সম্পর্ক গুলো পবিত্র হয়।

দৃশ্য পটঃ2

IMG20210917152042.jpg

ফুলের মাঝে লুকিয়ে থাকে ভালোবাসা এবং বন্ধুত্ব। শুনেছিলাম বন্ধুত্বের ভালোবাসা নাকি হলুদ ফুলের মাঝে লুকিয়ে থাকে। ভালোবসার প্রতিক লাল গোলাপ। কিন্তু যখন ভালোবাসার মাঝে বেগুনি গোলাপ বিপদের বার্তা নিয়ে আসে তখন তো ভীষণ খারাপ লাগা কাজ করে মনের মাঝে।

দৃশ্য পটঃ3

IMG20210917152011.jpg

IMG20210917152008.jpg

IMG20210917152005.jpg

মুখোমুখি ভালোবাসার গল্পে ভালোবাসার প্রতিক হিসেবে মাঝখানে থাকে ফুলের সমাচার। ফুলের তাৎপর্য যেমন কাল্পনিক তেমনি ফুলের মাঝে লুকিয়ে থাকে বিভিন্ন উৎসব পার্বণের সাঝ...। বিভিন্ন উৎসবে ফুল দিয়ে রোমাঞ্চকর ভাবে সাজিয়ে তোলে উৎসব মনে হয় যেন একটি সর্গের উদ্দান।

দৃশ্য পটঃ4

IMG20210917152035.jpg

কিছু সাধারণ ফুলের মাঝে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে থাকে যা মনের দৃষ্টিতে অবলোকন করা যায়।
*

IMG20210917152112.jpg

আমি খুব সাধারণ ফুল গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যাতে প্রকৃতিকে অবলোকন করার একটা অন্তর দৃষ্টি তৈরি হয়।

IMG20210917152105.jpg

ফুলের মতো সৌন্দর্য আমাদের মাঝে আসুক নেমে দক্ষিনা বাতাসের প্রবাহ হয়ে মনকে রাঙিয়ে দিতে।

Cc
@rme
@arif

ভালোবাসা অবিরাম সকলের জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ফুলের মাঝে লুকিয়ে থাকে ভালোবাসা ও বন্ধুত্ব। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। একেক ধরনের ফুলের একেক ধরনের সৌন্দর্য। আমি নিজেও ফুল খুব ভালোবাসি। আপনার ফুলের প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। শুভকামনা রইলো ভাইয়া।

ভাইয়া ভালোবাসা সুঘ্রাণ যে আপনাদের মাঝে দিতে পেরেছি তাই সকলকেই জানায় অন্তিম ভালোবাসা

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, এবং সুন্দর হয়েছে আপনার কথাগুলো ও বর্ণনা। যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই নিয়মিত আমার পোস্ট পড়ার জন্য।

ফুলগুলোর অসাধারণ ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে ফুল নিয়ে আপনি অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

জাযাকাল্লাহ ভাইয়া,

ফুল গুলোর চিত্র অসাধারন ছিলো।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ভাগাভাগি করার জন্য।শুভ কামনা।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ভাইয়া

আপনার কথাগুলো অনেক ভালো লাগলো ভাইয়া আসলেই ফুল সৌন্দর্যের প্রতীক এবং নানান অসাধারণ ফুল সাজানো ফুলের মধ্যেই লুকিয়ে রাখে শুভকামনা রইল আপনার জন্য

আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো

ধন্যবাদ ভাইয়া

প্রাকৃতিক ভালোবাসা ফুল আপনি ঠিক বলেছেন ভাই। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইলো

প্রাকৃতিক ভালোবাসায় রঙ্গিন হক ভূবণ, ধন্যবাদ ভাই আপনাকে

ছবি গুলো দারুণ হয়েছে ভাইয়া। অনেক শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য, আপনার জন্য শুভ কামনা রইলো

আপনি ফুল নিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে বেশ সুন্দর আলোচনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই সুন্দর ভাবে প্রকৃতির সৌন্দর্যের ফুল নিয়ে উপস্থাপন করেছেন। আপনার উপস্থিতি ছিল সহজ সরল এবং বাস্তবধর্মী। ফুলকে প্রকৃতির রানী বলা হয়।

ধন্যবাদ প্রিয় ভাই আপনার মুল্যবান বক্তব্যের জন্য

সত্যিই প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুঠেছে আপনার পোস্টে। ফুলগুলো সাধারণ হলেও সবুজের সমারোহ ঘটেছে।

ম্যাক্রো শট গুলি অসাধরণ হয়েছে। সব সবজি ফুলের ছবি গুলি আমার খুব ভালো লাগে। অনেক অনেক শুভ কামনা।