অপ্রত্যাশিত চিন্তাধারার পরিবর্তন
চিন্তাধারার পার্থক্যের কতটা পরিবর্তন হতে পারে তা এতদিন অনেকটাই বুঝতে পেরেছি।
ছোটবেলার চিন্তাধারাটা কেমন ছিলো ভেবে দেখা যায়!
কোন চিন্তা ভাবনা ছিল না খেলাধুলা করতাম হাসিখুশি কত কিভাবে দিনগুলো কেটে যেত,কত আনন্দের ছিল সেই ছোটকালটা,
মনে আশা জাগে আবার যদি ফিরে পেতাম সেই ছোটবেলাটা! কতইনা আশা জাগে ফিরেপাবার জন্য সেই ছোটবেলাটা!মনে হয় অনেক ভালো হতো।কিন্তু সেটা যে শুধু কল্পনীয় ভাবনা ই।তাই সেটা শুধু বৃথা ভাবনা নিছক কল্পনা।
ছোটবেলায় ছিলনা কোন বড় স্বপ্ন থাকতাম ছোট ছোট সেই অনেক স্বপ্ন গুলো নিয়ে সেটাই মনে হয় অনেক ভাল ছিল!আসলে ছোট থেকে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে বড় হতে থাকি, তখন আমরা সকলেই আমাদের চিন্তাধারার পরিবর্তনটা অনেকাংশে বুঝতে পারি, যে আমরা ছোটকালে কেমন থাকি বা কেমন ছিলাম আসলে আমাদের পরিবর্তনটা কতটুকু হয়ে যায় বা হয়ে আসে আমরা অনেকটা বুঝতে পারি আর আমরা যখন আমাদের পূর্বের দিকে তাকায় তখন আমাদের বর্তমান অবস্থা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কেমন ছিলাম চিন্তাধারা টা কেমন ছিল কিন্তু আসলে আমরা যে পজিশনে যখন থাকি তখন চিন্তাধারা তেমনই থাকে এজন্য আমরা আস্তে আস্তে আমাদের চিন্তাধারাটার পরিবর্তন বুঝতে পারি।
আমরা যখন টিনএজ বয়সে থাকি তখন আমাদের চিন্তা ধারাটাই এমন হয়ে যায় যে অনেক মেয়েলি ভাব চলে আসে অনেকের ভিতরে আর আমাদের পরিবর্তনটা এমন হয়ে যায় মানে মেয়েদের দিকে আমরা অনেকটা ঝুঁকে যায় বা আমরা অনেকেই এটা বুঝতে পারি যে আমাদের পরিবর্তন আনা উচিত আমাদের প্রেম বা ভালোবাসা এসবের মধ্যে জড়ানো উচিত না,ভালো করে পড়াশোনা করা উচিত আমরা আমাদের উপযুক্ত সময় কাজে লাগানোর সময় অনেকে সেটা কাজে লাগাতে পারে আবার অনেকে কাজে লাগাতে পারে না, যারা কাজে লাগাতে পারে তারাই সফল হয় যারা কাজে লাগাতে পারে না তারা সফল হয় না এভাবে চলতে থাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত।
এখানে আমরা একটা উদাহরণ যোগ করে দিতে পারি, যে আমাদের ফেসবুক টাইমলাইন যদি আমরা ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে পূর্বে আমরা যে সকল পোস্ট বা ছবি আপলোড করি তো এগুলো যদি আমরা বর্তমানের সাথে তুলনা করে দেখি তাহলে দেখতে পাব যে কতটা পার্থক্য! এতেই আমি আগে কিরকম ছিলাম এখন কিরকম হয়েছি আরও যে ভবিষ্যতে কোন পরিবর্তন হবে তা বুঝতে পারি, তো এইসব বিষয়গুলো চিন্তাধারার অনেকটাই পরিবর্তন বলা চলে।
প্রথমে আপনি আপনার পরিচিতিমূলক পোস্ট করুন এই কমিউনিটিতে। এরপর আপনাকে মেম্বার ব্যাজ দেওয়া হবে এবং আপনি নিয়মিত কমিউনিটিতে লেখালেখি করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit