অনলাইনে ইনকাম করার জন্য কার্যকারী ১৭ টি উপায় জেনে নিন

in hive-129948 •  3 years ago  (edited)

বর্তমানে অনেক মানুষই চায় অনলাইনে ইনকাম করতে। কিন্তু অনলাইনে বেশিভাগ প্রতারক থাকায়, বেশিরভাগ মানুষ এখান থেকে হতাশ হয়ে বের হয়ে যায়। আপনারা হয়তো জানেন না, অনলাইনে অনেক সুন্দর ভাবে এবং সঠিকভাবে ইনকাম করা যায়, কোন প্রকার ঝামেলা ছাড়া। তাহলে চলুন সেগুলো আমরা জেনে নেই…

• ফরম পোস্টিং করা:
ফরম পোস্টিংয়ে আপনাকে বেশি কিছু জানতে হবে না, আপনাকে শুধুমাত্র সঠিকভাবে প্রশ্ন করা জানলেই চলবে। অনলাইনের অনেক প্লাটফর্মে (কোরা, রেডডিট, স্টাকওভার ফ্লো ইত্যাদি) আপনাকে এর জন্য হায়ার করবে। আপনার প্রশ্ন করা অবশ্যই মান সম্মত হতে হবে, আবার এমন না যে উল্টাপাল্টা প্রশ্ন করবেন।

• কনটেন্ট/আর্টিকেল রাইটার:
অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে, যারা আপনার আর্টিকেল লেখার জন্য আপনাকে ভালো পরিমাণ রিভিনিউ দিবে। আবার অনেকে আর্টিকেল লেখার জন্য আপনাকে হায়ার ও করতে পারে। যার ফলে আপনি একটি ভালো রিভিনিউ ইনকাম করতে পারবেন।

• নিজের ব্লগ সাইট তৈরি করে:
আপনি চাইলে আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে, সেখানে লিখা লিখি করে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে সেখানে গুগল এডসেন্স বা পেইড এডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

• ইউটিউব চ্যানেলের মাধ্যমে:
বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম হলো ইউটিউব। আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল খুলে, সেখানে আপনার পছন্দের ভিডিও দিয়ে, এ্যাডভার্টাইজিং এবং স্পন্সরশীপের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার ভিডিও গুলো যদি মানসম্মত হয় সেক্ষেত্রে আপনি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে যাবেন।

• ভার্চুয়াল সহকারি:
অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের জন্য সহকারি হিসেবে আপনাকে হায়ার করতে পারে। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে। এবং যে কাজের জন্য আপনাকে হায়ার করবে, ওই কাজে আপনার যোগ্যতা থাকতে হবে। এই কাজ আপনি বাসায় বসেই করতে পারবেন।

• ভিডিও এডিটিং:
আপনি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অথবা প্রতিষ্ঠান সাথে কাজ করতে পারেন। অনলাইনে কিন্তু ভিডিও এডিটরদের চাহিদা অনেক। আপনি চাইলে এই কাজটি অনলাইনে বসেই করতে পারবেন।

• ইমেইল মার্কেটিং:
আপনি চাইলে ইমেইল মার্কেটিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোম্পানি আপনাকে একটি টেমপ্লেট দিবে, ওই টেমপ্লেটটি আপনি বিভিন্ন ইমেইল এর মধ্যে মার্কেটিং করবেন, এর বিনিময় কোম্পানিরা আপনাকে টাকা দিবে।
এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইমেইল সংগ্রহ করতে হবে।

• অ্যাপ্লিকেশন তৈরি:
আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজ জানেন, সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে, সেটা প্লে স্টোরে আপলোড করে ইনকাম করতে পারেন।

আপনার অ্যাপটি যদি একটু জনপ্রিয় করতে পারেন সেক্ষেত্রে সেখানে গুগল এবং ফেসবুকের এডভেটাইজিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন।

• এফিলিয়েট মার্কেটিং:
আপনি চাইলেই বিভিন্ন কোম্পানিতে (যেমন: অ্যামাজন, আলীএক্সপ্রেস, বিডি শপ, টেন মিনিট স্কুল ইত্যাদি) এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করে ভালো পরিমাণ কমিশন ইনকাম করতে পারবেন।

• এস ই ও স্পেশালিস্ট:
আপনি যদি এস ই ও সম্পর্কে ভালো ধারনা থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার ওয়েবসাইটগুলো বা বিভিন্ন কোম্পানির হয়ে SEO স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারেন। বর্তমানে কিন্তু এই কাজটির ডিমান্ড অনেক বেশি।

• ডিজিটাল মার্কেটিং:
ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমানের সবচেয়ে সফল জনক অনলাইন ইনকামের একটি উপায়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি মার্কেটিং উল্লেখযোগ্য।

তবে এর জন্য আপনাকে এই বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।আপনি চাইলে ইউটিউব থেকেও কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন।

• ওয়েব ডিজাইনার:
আপনি যদি ওয়েব ডিজাইন সম্পর্কে ভাল জানেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করতে পারেন। অথবা নিজের একটি ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুলে সেটার এডভার্টাইজিং করে ভালো পরিমাণে কাজ পেতে পারেন। আপনি চাইলে কিন্তু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতেও কাজ করতে পারেন।

• গ্রাফিক্স ডিজাইনার:
আপনার যদি গ্রাফিক ডিজাইন (লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, কভার ফটো ডিজাইন ইত্যাদি) সম্পর্কে ধারনা থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে পারেন।

অথবা আপনার নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করেও ভালো কাজ পেয়ে যাবেন।

• অনুবাদক:
আপনি যদি বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং বলতে পারেন, সে ক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানি অথবা ব্যক্তির হয়ে অনুবাদক হিসেবে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ভাষার অনুবাদক হিসেবে যুক্ত হবেন, ওই ভাষাটা ভালোভাবে জানতে হবে।

• গেমার:
আপনার যদি গেম খেলতে ভালো লাগে এবং গেম খেলে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তৈরি করে, সেখানে বিভিন্ন ধরনের এডভারটাইজিং বা ফিচার (সুপার্চাট) ব্যবহার করে ইনকাম করতে পারেন।

বিভিন্ন গেমিং কোম্পানিগুলোও আপনাকে গেমার হিসেবে হায়ার করতে পারে। যার ফলে ও আপনি ভালো পরিমাণ রেভিনিউ ইনকাম করতে পারবেন।

• গেম ডেভেলপমেন্ট:
আপনার যদি অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট এবং গেম ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি নিজের একটি গেম তৈরি করে বা কোম্পানির গেম তৈরি করে ভালো ইনকাম করতে পারবেন।

• হ্যাকার হিসেবে:
হ্যাকিং বিষয়টা অনেকেই ভালো চোখে নেয় না। কিন্তু বর্তমান বিশ্বে একজন হ্যাকারের গুরুত্ব অনেক বেশি। আপনার যদি হ্যাকিং বিষয়ে ভালো ধারনা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করতে পারেন।

প্রতিটি বড় বড় কোম্পানিতে কিন্তু হ্যাকার থাকে, সেই হ্যাকাররা সেই বড় বড় কোম্পানির সিস্টেম হ্যাক হওয়া থেকে সুরক্ষা দেয়। এছাড়া সরকারি অনেক কাজেও হ্যাকারদের গুরুত্ব অপরিসীম।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

7020538_students-can-make-money-online.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা। এছাড়া আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Article Source:

https://inews.zoombangla.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%80/

Photo main source: Unknown

https://medium.com/@wongsapat2528/making-money-online-with-yoonla-2018-cf4037a7112

খুবই উপকৃত হলাম, আপনার পোস্ট পড়ার মাধ্যমে। আসলে অনেকেই সঠিক রাস্তা না জানার কারণে অনলাইন থেকে ইনকাম করতে পারে না। তবে আপনার পোস্ট পড়লে আশা করি তাদের সেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। 🎈🎈🎈

টাকা ইনকামের অনেকগুলো উপায় দেখে অনেক ভালো লাগলো। আমি জানতাম না যে এতগুলো উপায় থেকে টাকা ইনকাম করা যায়। আপনি আমাদের সাথে কাজ করতে চাইলে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে পারেন। ধন্যবাদ আপনাকে

আপনার পোস্ট টি সঠিক হয়নি।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)

আরও কিছু জানতে জয়েন করুন আমাদের
Discord এ 👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW

আপনি ফ্রিল্যান্সিং করে আয় করার অনেকগুলো সেক্টর আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন এটি সত্যি অনেক শিক্ষানীয় একটা পোস্ট ছিল। তবে ভাই আপনি যদি আমাদের এই কমিউনিটিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পরিচয় মূলক পোস্ট করতে হবে ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর পোস্ট টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।