হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম,
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আমার ইউজার আইডি @ranarahman,
আজকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিযোগীতার বিষয় হল স্ট্রিটফুড। আজ আমি আপনাদের সাথে যে স্ট্রিটফুডটি শেয়ার করতে যাচ্ছি তা হল "ঝাল মুড়ি"।
ঝাল মুড়ি
W3 Location
★ছবি #১★
ছেলেটির নাম রাজু। এখানে সে মাখানোর জন্য পরিমান মতো মুড়ি কৌটায় নিচ্ছে।
★ছবি #২★
এবার মুড়ি নেওয়ার পরে সিদ্ধো বুটের,মরিচেরকুঁটি, পেঁয়াজের কুঁচি, পরিমান মতো নিচ্ছে।
★ছবি #৩★
এবার মুড়ি সাথে সবগুলো মসলা ভালো ভাবে মিক্স করে নিচ্ছে। ঝাল মুড়িটাকে আর মুখরোচক করার জন্য।
★ছবি #৪★
এবার মুড়ি মাখানো শেষ হলে প্যাকেট করে আমার হাতে দিচ্ছে।
★ছবি #৫★
ঝাল মুড়ি এটা আমি নিয়েছি এবং খেয়েছি। এটা অনেক সুস্বাদু অনেক মজার ছিল। আমি এটা বারবার খেতে চাই। আমার এটা অনেক পছন্দের একটি খাবার।
আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ছেলেটাকে দেখে কিশোর মনে হচ্ছে। আপনার পোস্ট টা ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি হ্যা সে কিশোর, আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit