আমার পরিচিতি

in hive-129948 •  2 years ago 

আস্সালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।

সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন ।

আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য আমার প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় করিয়ে দিলাম।
আমি আশা করি প্রিয় আমার বাংলা ব্লগ আমার আবেদন গ্রহণ করবেন।

আমি ইস্টিমিটে -এ নতুন, আমার ইউজার নাম @ranichy5262
IMG20220831081753.jpg
আমি বিবি রহিমা আক্তার রানী,বাংলাদেশ থেকে আপনাদের সাথে আমার বাংলা ব্লগে যোগ দিতে আসলাম।

আমার বেড়ে উঠা এবং লেখাপড়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহরে। কারণ আমার শহরে প্রকৃতি উজাড় করে নিজেকে মেলে ধরেছে। আমার শহরে একদিকে আছে বঙ্গপোসাগর আর অন্যদিকে আছে সবুজ পাহাড়ের সারি। আমার শহরের আরেক নাম বন্দরনগরী। আমার চট্টগ্রাম শহরটাকে আমি অনেক ভালোবাসি।

BeautyPlus_20220814165327682_save.jpg
কোলাহল মুক্ত পরিবেশ আমার অনেক বেশি পছন্দ। আমার বান্ধবী সংখ্যা ছিল ৩ জন। আমরা সবাই একসঙ্গে স্কুলে যেতাম। বিকাল হলে আমরা বান্ধবীরা সবাই হৈ -চৈ করে খেলা করতাম। সেই দিন গুলা অনেক মজার ছিল। বাড়িতে অনুষ্ঠানে আমরা বান্ধবীরা মিলে অনেক মজা করতাম। সেই অনুষ্ঠানে আমরা অনেক মজার মজার ছড়া, নাচ, গান, গল্প উপস্থাপন করতাম। সবাই আমাদের উপস্থাপনা দেখে অনেক মজা পেত ও উৎসাহ দিতো।

আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। ছোটবেলা খুব সুন্দর একটা পরিবারে বেড়ে উঠেছি আমি। আমার বাবা একজন চাকরি জীবি এবং আমরা মা একজন গৃহিনী। আমার ছোট বোন এস এস সি পরীক্ষা দিবে।

আমি চট্টগ্রাম কাট্টলী নুরুল হক চোধুরী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করি। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইস এস সি পাস করি, বর্তমানে সেখানে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী। আমি এখন ২৪ বছর বয়সী এবং বিবাহিত। আমার ৩বছরের একটি মেয়ে আছে।

IMG20220526210529.jpg
যেকোনো মানুষকে সাহায্য করতে পারলে আমার মনের মধ্যে প্রশান্তি লাগে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাহায্য প্রত্যাশী মানুষকে সহায়তা করতে আমার ভালো লাগে, যার কারণে বেশিরভাগ সময় অনলাইনে থাকি। আমি শিখতে খুব ভালোবাসি। সেটা যাই হোক না কেন। আমার লেখালেখি ও গল্পের বই পড়তে ভালো লাগে। প্রিয় খাবারের মধ্যে সন্দেশ খুব প্রিয়।


শৈশব থেকে প্রযুক্তির প্রতি আমার অনেক বিশেষ চাহিদাই আমার অনলাইন জগতে আসার কারণ। সেই কারণে দিনের বেশির ভাগ সময় ইউটিউবে দিতাম। টুকটাক লেখালেখি করতে করতে লেখালেখির ছন্দে আগমন। ইউটিউবে ইস্টিমিট থেকে "আমার বাংলা ব্লগ "সম্পর্কে আমি জানতে পারি। তারপর আমি ইউটিউব থেকে আমার বাংলা ব্লগের আরো ভিডিও দেখি। তাই আর দেরি না করে আপনাদের সাথে যুক্ত হতে চলে এলাম। কিন্তু দুঃখের বিষয় হল, আমি আরো জানতেপারলাম "আমার বাংলা ব্লগ "ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া নতুন মেম্বার নিচ্ছেনা। আমাকে রেফার করার মতো ইষ্টিমিটে কোনো মেম্বার নাই। সুতরাং আমার মতো নতুন মেম্বারদের যদি আমার বাংলা ব্লগে এ সুযোগ দেয়া হয় তাহলে আপনাদের সহযোগিতায় নিজের মেধা কে কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম।

তাই আমি আমার বাংলা ব্লগকে বিশেষভাবে অনুমোদন করার জন্য অনুরোধ করছি।

আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ।

সবার সুস্থতা আর সুখীজীবন কামনা করছি।
আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি খুব সুন্দরভাবে আপনার পরিচিতি মূলক পোষ্ট লিখেছেন।মাননীয় অ্যাডমিন,মডারেটর দের মতামত এর জন্য অপেক্ষা করুন।শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

আপনার পরুচিতিমুলক পোস্ট ভাল হয়েছে। আশা করি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।

আপনার পরিচিত মূলক পোষ্ট খুবই সুন্দর হয়েছে, তবে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া অন্য কোনো রেফার বা অন্য কোন মেম্বারের রেফার গ্রহণ করছি না। আশাকরি বুঝতে পেরেছেন।ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি।আপু আপনি খুবই সুন্দর ভাবে আপনার পরিচিতিমূলক পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। যা পড়ে আমার খুবই ভালো লাগলো। আশা করি এই কমিটির সকল নিয়ম কানুন মেনে চলে কাজ করার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Thank you vaia.