আজকে বিকেলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত। ||10% beneficiaries @shy-fox.||……

in hive-129948 •  3 years ago 


❤️আসসালামু আলাইকুম,


🌾সবাইকে স্বাগতম🌾



১০ ডিসেম্বর , ২০২১.
শুক্রবার।

PicsArt_12-10-09.01.20.jpg


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার আজকের পোষ্টটা ভালো লাগবে। আমার পোষ্টের ১০% বেনিফিশিয়ারির প্রিয় লাজুঁক খ্যাঁকের (@shy-fox)। চলুন তাহলে শুরু করি আমার আজকের পোষ্ট।



পড়াশুনার কারণে, বাইরে থাকি, যার কারণে গ্রামের বন্ধুদের সাথে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। তবে যখন বাসায় যাই, ম্যাচ থেকে তখন মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইরে যাই ঘুরতে। আজ তিন দিন হলো, আমি আমার পরিক্ষা শেষ হওয়ার কারণে, বাসায় আসছি কিছু দিন বাসায় থাকার জন্য। তবে এই তিন দিন বাসায় আসার পরও কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তাই আজকে বিকালে আসরের নামাজ শেষ করে আমার এক বন্ধুর সাথে বেরলাম, ঘুরতে। আমি বাসায় এসে ঘুরতে গেলেই চা খেতে যায়। তো আমরা দুই বন্ধু আমাদের পাশের গ্রামে গেলাম চা খেতে।আমাদের বাসা থেকে অনেকটা দূরে দোকানটা। হেটে গেলে অনেকটা সময় লাগত, তাই আমরা একটা ভ্যান নিয়ে সেখানে গেলাম।



IMG_20211210_205128_014.jpg

চা খেতে যাওয়ার সময়
Device : Itel vision 1.
Location:https://w3w.co/dismounted.systemic.conflating


আমরা যাওয়ার সময় আমার একটা বন্ধুকে কল দিলাম।ওর বাসা দোকানটার প্রায় পাশেই। ওকেও আমাদের সাথে দোকানে নিয়ে গেলাম। সেখানে, গিয়ে আমরা প্রথমে একটু নদীর ধারে ঘুরলাম। দোকানটা নদীর পাশেই অবস্থিত। সন্ধার পূর্বে নদীর ধারে বেশ ভালো লাগছিল। কিছুটা সময় নদীর ধারে থাকার পর আমরা দোকানে সামনে চলে আসলাম। এখানকার দুধ চা অনেক নামকরা। আমি বাসায় গেলে মাঝে মাঝেই সেখানে চা খেতে যায়।



IMG_20211210_205200_959.jpg

IMG_20211210_205151_133.jpg

IMG_20211210_205139_520.jpg

নদীর ধারে কাটানো সময়
Device : Itel vision 1.
Location:https://w3w.co/dismounted.systemic.conflating


এরপর আমরা তিনটা দুধ চা এবং তিনটা পোড়ানো রুটির অডার দিলাম। শুধু আমরা না আরও অনেকেই সেখানে দুধ চা এবং পোড়ানো রুটি খেতে আসছিলেন। আমরা অনেকটা সময় বসে থাকলাম। কারণ, চা এবং রুটি পোড়াতে অনেক দেরি হচ্ছিল। এরপর অনেকটা সময় অপেক্ষার পর দুধ চা এবং রুটি দিয়ে গেলেন।



IMG_20211210_205215_953.jpg

চা এবং রুটির জন্য অপেক্ষার প্রহর।
Device : Itel vision 1.
Location:https://w3w.co/dismounted.systemic.conflating


অনেকটা সময় পর দোকানি আমাদেরকে একটা ট্রে করে তিনটা চা এবং পোড়ানো তিনটা রুটি দিয়ে গেলেন। আমার কাছে পোড়ানো রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া শুরু করলাম। এই দোকানে দুধ চা কেনো যেন আমার কাছে একটু বেশিই ভালো লাগে।



IMG_20211210_205312_771.jpg

IMG_20211210_205254_925.jpg

IMG_20211210_205243_856.jpg

IMG_20211210_205235_634.jpg

IMG_20211210_205226_711.jpg

দুধ চা এবং পোড়ানো পাউরুটি
Device : Itel vision 1.
Location:https://w3w.co/dismounted.systemic.conflating


চা খাওয়ার শেষ করে আমরা সন্ধার অনেকটা সময় পর হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম। তবে বাসায় আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম।তাই বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমি এবং আমার বন্ধু দুইজনে গল্প করতে করতে এশার সময় বাসায় চলে আসলাম। আজকের বিকালটা বেশ সুন্দর ভাবে কাটিয়েছিলাম। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে,আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। সবাই আমার বাংলা ব্লগ এর সাথেই থাকবেন।



ইতি, @rasel72.



সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের সুন্দর মতামত জানানোর জন্য।



আমার পরিচয়


IMG_20210909_192130_163.jpg

আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি বিকেলের সময়টি বন্ধুদের সাথে বেশ ভালো কাটিয়েছেন । তবে আপনি যে নদীর পাড়ে গিয়েছিলেন নদীটার নাম কি?

তবে আপনি যে নদীর পাড়ে গিয়েছিলেন নদীটার নাম কি?

নদীটির নাম গড়াই

আপনার সুন্দর মন্তব্যের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।

অসম্ভব দারুন সময় ছিল, বেশ ভাল উপভোগ করেছিলাম তবে পকেট ফাকা😁

চা টা খুব ভালো ছিল দারুন ভাবে গুছিয়ে লিখেছো ঘুরাফেরার মুহুর্ত টি শুভ কামনা বন্ধু।

আবারও তোমার পকেট ফাকা করবনে রেডি থাকবা🤭🤭

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

গড়াই নদীটা বেশ সুন্দর লাগছে। শীতের মধ্যে পানিকমে গেছে। নদীর ধারের দোকানে বসে চা খাওয়া বন্ধুদের নিয়ে সত্যি অসাধারন। ভালো সময় কাটিয়েছেন আপনি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সেখানে আপনার বন্ধুদের সাথে মজা করুন, কফি পান করতে খুব ভাল লাগছে।

হ্যা, আমার বন্ধু অনেক মজা করেছি এবং কফি খেয়েছি।

বিকেল বেলা বন্ধুদের সাথে খুব আনন্দময় সময় কাটিয়েছেন। আসলেই বিকেলবেলা বন্ধুরা পাশে থাকলে খুবই সুন্দর সময় কাটে। আপনার বন্ধু এবং আপনাদের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি দারুণ মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া আপনার বন্ধুদের সঙ্গে।তাছাড়া পোড়ানো পাউরুটি এটি দারুণ মজার দেখতে লাগছে।নদী উপভোগ করার পাশাপাশি কিছু খাওয়ার মজাটাই আলাদা।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ বোন,,এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।