❤️আসসালামু আলাইকুম,
🌾সবাইকে স্বাগতম🌾
১০ ডিসেম্বর , ২০২১.
শুক্রবার।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার আজকের পোষ্টটা ভালো লাগবে। আমার পোষ্টের ১০% বেনিফিশিয়ারির প্রিয় লাজুঁক খ্যাঁকের (@shy-fox)। চলুন তাহলে শুরু করি আমার আজকের পোষ্ট।
পড়াশুনার কারণে, বাইরে থাকি, যার কারণে গ্রামের বন্ধুদের সাথে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। তবে যখন বাসায় যাই, ম্যাচ থেকে তখন মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইরে যাই ঘুরতে। আজ তিন দিন হলো, আমি আমার পরিক্ষা শেষ হওয়ার কারণে, বাসায় আসছি কিছু দিন বাসায় থাকার জন্য। তবে এই তিন দিন বাসায় আসার পরও কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তাই আজকে বিকালে আসরের নামাজ শেষ করে আমার এক বন্ধুর সাথে বেরলাম, ঘুরতে। আমি বাসায় এসে ঘুরতে গেলেই চা খেতে যায়। তো আমরা দুই বন্ধু আমাদের পাশের গ্রামে গেলাম চা খেতে।আমাদের বাসা থেকে অনেকটা দূরে দোকানটা। হেটে গেলে অনেকটা সময় লাগত, তাই আমরা একটা ভ্যান নিয়ে সেখানে গেলাম।
চা খেতে যাওয়ার সময় |
---|
Device : Itel vision 1. |
Location:https://w3w.co/dismounted.systemic.conflating |
আমরা যাওয়ার সময় আমার একটা বন্ধুকে কল দিলাম।ওর বাসা দোকানটার প্রায় পাশেই। ওকেও আমাদের সাথে দোকানে নিয়ে গেলাম। সেখানে, গিয়ে আমরা প্রথমে একটু নদীর ধারে ঘুরলাম। দোকানটা নদীর পাশেই অবস্থিত। সন্ধার পূর্বে নদীর ধারে বেশ ভালো লাগছিল। কিছুটা সময় নদীর ধারে থাকার পর আমরা দোকানে সামনে চলে আসলাম। এখানকার দুধ চা অনেক নামকরা। আমি বাসায় গেলে মাঝে মাঝেই সেখানে চা খেতে যায়।
নদীর ধারে কাটানো সময় |
---|
Device : Itel vision 1. |
Location:https://w3w.co/dismounted.systemic.conflating |
এরপর আমরা তিনটা দুধ চা এবং তিনটা পোড়ানো রুটির অডার দিলাম। শুধু আমরা না আরও অনেকেই সেখানে দুধ চা এবং পোড়ানো রুটি খেতে আসছিলেন। আমরা অনেকটা সময় বসে থাকলাম। কারণ, চা এবং রুটি পোড়াতে অনেক দেরি হচ্ছিল। এরপর অনেকটা সময় অপেক্ষার পর দুধ চা এবং রুটি দিয়ে গেলেন।
চা এবং রুটির জন্য অপেক্ষার প্রহর। |
---|
Device : Itel vision 1. |
Location:https://w3w.co/dismounted.systemic.conflating |
অনেকটা সময় পর দোকানি আমাদেরকে একটা ট্রে করে তিনটা চা এবং পোড়ানো তিনটা রুটি দিয়ে গেলেন। আমার কাছে পোড়ানো রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। যাই হোক, খাওয়া শুরু করলাম। এই দোকানে দুধ চা কেনো যেন আমার কাছে একটু বেশিই ভালো লাগে।
দুধ চা এবং পোড়ানো পাউরুটি |
---|
Device : Itel vision 1. |
Location:https://w3w.co/dismounted.systemic.conflating |
চা খাওয়ার শেষ করে আমরা সন্ধার অনেকটা সময় পর হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম। তবে বাসায় আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম।তাই বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমি এবং আমার বন্ধু দুইজনে গল্প করতে করতে এশার সময় বাসায় চলে আসলাম। আজকের বিকালটা বেশ সুন্দর ভাবে কাটিয়েছিলাম। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে,আমার নতুন কোনো পোষ্ট নিয়ে। সবাই আমার বাংলা ব্লগ এর সাথেই থাকবেন।
ইতি, @rasel72.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনাদের সুন্দর মতামত জানানোর জন্য।
আমার পরিচয়
আমি মো:রাসেল আহমেদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্বে অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে এবং যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।
https://twitter.com/DrawingBd1/status/1469340370349613062?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি বিকেলের সময়টি বন্ধুদের সাথে বেশ ভালো কাটিয়েছেন । তবে আপনি যে নদীর পাড়ে গিয়েছিলেন নদীটার নাম কি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নদীটির নাম গড়াই।
আপনার সুন্দর মন্তব্যের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব দারুন সময় ছিল, বেশ ভাল উপভোগ করেছিলাম তবে পকেট ফাকা😁
চা টা খুব ভালো ছিল দারুন ভাবে গুছিয়ে লিখেছো ঘুরাফেরার মুহুর্ত টি শুভ কামনা বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবারও তোমার পকেট ফাকা করবনে রেডি থাকবা🤭🤭
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গড়াই নদীটা বেশ সুন্দর লাগছে। শীতের মধ্যে পানিকমে গেছে। নদীর ধারের দোকানে বসে চা খাওয়া বন্ধুদের নিয়ে সত্যি অসাধারন। ভালো সময় কাটিয়েছেন আপনি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেখানে আপনার বন্ধুদের সাথে মজা করুন, কফি পান করতে খুব ভাল লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকেল বেলা বন্ধুদের সাথে খুব আনন্দময় সময় কাটিয়েছেন। আসলেই বিকেলবেলা বন্ধুরা পাশে থাকলে খুবই সুন্দর সময় কাটে। আপনার বন্ধু এবং আপনাদের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুণ মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া আপনার বন্ধুদের সঙ্গে।তাছাড়া পোড়ানো পাউরুটি এটি দারুণ মজার দেখতে লাগছে।নদী উপভোগ করার পাশাপাশি কিছু খাওয়ার মজাটাই আলাদা।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit