বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই নতুন বছরে শুভেচ্ছা ও ভালোবাসা

in hive-129948 •  19 days ago 

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমার বাংলা ব্লগ আমার একটি পরিবার। আর আজকে নতুন বছরের প্রথম দিন।এই নতুন বছরে আমার পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি এই নতুন বছরকে কেন্দ্র করে আপনারা সবাই নতুন ভাবে স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। পরিবারের সকলেই হয়তো অনেক আনন্দের সাথে এই নতুন বছরকে বরণ করে নিয়েছে। আসলে নতুন বছরকে পরিবারের সকলকে সাথে নিয়ে বরণ করার মজাটাই অন্যরকম। বিশেষ করে পরিবারের সকল সদস্যের মাঝে যখন আমরা নতুন ভাবে এই নতুন বছরকে বরণ করি, তখন সেই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে। তাই নতুন বছরের সৌন্দর্যময় এই দিনগুলো যেন আমাদের প্রত্যেকেরই মনে আনন্দ হাসি নিয়ে আসে এই দোয়া ও ভালোবাসা রইলো।


IMG_20250101_162557.jpg

দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেল। এই বছরটি অনেক আনন্দের সাথে আমরা পার করেছি, বিশেষ করে আমার বাংলা ব্লগ পরিবার পেয়ে এই পরিবারের সাথে দিনগুলোতে অনেক মজা করেছি। অনেক গুরুত্বপূর্ণ এবং হাসি আনন্দময় দিন আমি পার করেছি, আমার বাংলা ব্লগের সাথেই। তাই পুরাতন বছরটি স্মৃতি হয়ে থাকবে। তো পুরাতন বছরের হাসি আনন্দ এবং সৌন্দর্যময় মুহূর্তগুলোই সামনে রেখেই যেন নতুন বছরের পথ চলা আমাদের আরো আনন্দ বইয়ে নিয়ে আসে এই আশাই করি। কারণ আমার বাংলা ব্লগ পরিবার একটি আদর্শ পরিবার। এই পরিবারের অংশীদার হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। যার কারণে এই নতুন বছর যেন আমার পরিবারের সকল সদস্যদেরর মুখে আনন্দ হাসি আর স্বপ্ন পূরণের কারণ হয় এই আশা করি।


২০২৪ আমরা পার করে ২০২৫ এ আমরা নতুন যাত্রা শুরু করলাম। তবে ২০২৪ আমার মনে অনেক আশা জাগিয়েছে। বিশেষ করে দাদার প্রথম কয়েন পুশ কয়েন, এই ২০২৪ সালেই আমাদের মাঝে এসেছে।আমাদের স্বপ্ন পূরণের পথ দেখিয়েছে। তাই আশা করছি এই পুস কয়েন নতুন বছরে নতুন যাত্রায় এগিয়ে যাবে এবং আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের লক্ষ্যে আমাদের পৌঁছে দেবে, এই আশায় যেন মনের ভিতরে বারবার জেগে উঠে।তাই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে নিয়েই নতুন বছরে যাত্রা যেন আনন্দ আর হাসি এবং স্বপ্ন পূরণের নতুন বছর হয়ে ওঠে এটা আমি দোয়া করি।


নতুন বছরকে আমরা বিভিন্নভাবে বরণ করে নিয়েছি। কেউবা বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে অনেক আনন্দের সাথে আমরা আতশবাজি ফুটিয়ে এই দিনটিকে বরণ করে নিয়েছি। আসলে এই দিনে আতশবাজি ফোটানোর মজাটাই অন্যরকম। ছোটবেলায় যখন নতুন বছর আসত তখন আমরা বন্ধুরা মিলে বাসার ছাদে কিংবা খোলা আকাশের মাঠে গিয়ে এই নতুন বছরকে বরণ করতাম। এইভাবে আনন্দে সাথে আমরা দিনগুলো পার করেছি। সেই দিনগুলো যেন আমাদের জীবনের স্মৃতি হয়ে রয়েছে। তবে এভাবে নতুন বছরকে বরণ করে নেওয়ার মাঝেও অন্যরকম আনন্দ এবং হাসি রয়েছে। তাই এখনো দেখতে পাই ছোটরা নতুন বছরকে অনেক আনন্দের সাথে বরণ করে নেয়। তাদের এই কাজগুলো দেখেই যেন সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়।


আসলে প্রতিবছরই আমরা বন্ধুরা মিলে নতুন বছরকে বরণ করার অনেক আয়োজন করে থাকি। এ বছরও আমার বন্ধু বলল খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করে খাবো এই পরিকল্পনা করেছি।তাই রাতের বেলা আমরা আকাশের দিকে তাকিয়ে কিছু আতর ভাজি ফোঁটাবো, আসলে বন্ধুদের সাথে অনেক আনন্দময় দিনগুলো পার করেছি। যার কারণে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিলাম। আমরা বন্ধুরা নিজেরাই মিলে খিচুড়ি রান্না করেছিলাম। আর হাঁসের মাংস রান্না করেছিলাম। বন্ধুরা সকলে একসাথে হয়ে হাঁসের মাংস রান্না এবং খাবার মজাটা অন্যরকম ছিল। এভাবেই যেন আমরা নতুন বছরকে বরণ করে নিলাম।



তো বন্ধুরা আমার মত আপনারা হয়তো নতুন বছরকে অনেক আনন্দের সাথে বরণ করে নিয়েছেন। নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আপনাদের আনন্দ হাসি এবং স্বপ্ন পূরণের হয়ে থাকে এই দোয়া করি। আসলে নতুন বছরকে আমরা আনন্দের সাথে বরণ করে নিয়েছি, তাই নতুন বছরে আমরা সবাই মিলেমিশে চলবো এবং পুরাতন দুঃখ কষ্টকে ভুলে গিয়ে, পুরাতন স্মৃতি মাথা মনে না রেখে, পুরাতন দিকনির্দেশনা আমরা নিয়ে নতুন বছরের সুন্দরভাবে পথ চলাকে সহজ করে আমরা এগিয়ে যাব। তাই সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। এই নতুন বছর যেন আমাদের হাসিয়ে এবং স্বপ্ন পূরণের বছর হয়ে ওঠে।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। নতুন বছর আপনার জীবনে যেন আনন্দ বয়ে নিয়ে আসে এই দোয়া করি।

প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই।
নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনেক আনন্দ এবং সমৃদ্ধি। আপনি চমৎকারভাবে নতুন বছরকে ঘিরে আপনার অনুভূতিগুলো শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এক দিক দিয়ে আমরা যদি কল্পনা করি খুবই দুঃখের বিষয় কারণ জীবন থেকে একটি বছর হারিয়ে গেল আবারও। অন্যদিকে চিন্তা করতে গেলে নতুন বছর আমাদের জন্য হয়তো সুখবর নিয়ে আসবে। আমরা সবাই চাই আমাদের নতুন বছর যেন ভালো কাটুক। আমরা যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি। আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা।

নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাই। পিছনের দুঃখ কষ্ট ভুলে,আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

GridArt_20250102_000950252.jpg