"আমার বাংলা ব্লগ"// কবিতা // আমার জীবন সাথী 💖

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই ভালবাসার কবিতাটি লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকেই কবিতাগুলো লিখে থাকি। আর ভালোবাসার এই কবিতা গুলো লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ কবিতার মাধ্যমে ভালোবাসার অনুভূতিগুলো আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারি। তাই আজকে আবারো আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আমার জীবন সাথী
মোঃরায়হান রেজা


তোমার জন্য পথ চেয়ে,
রয়েছি আমি দাঁড়িয়ে।
তুমি আসবে বলে,
তাই তো তোমায় ভালোবেসে,
বরণ করবো আমি ফুল দিয়ে


তোমার জন্য হাজারো ভালোবাসার,
গোলাপ রেখেছি যত্ন করে।
গোলাপ গুলো দেবো আমি,
ভালোবেসে তোমার খোপায় পড়ে।

তুমি আমার জীবন সাথী,
রয়েছো আমার জীবনের জুড়ে।
তাইতো তোমায় নিয়ে,
ভালোবাসার ঘর সাজাবো,
আমি খুব যত্ন করে।

তুমি আমার ভালবাসার প্রিয় নারী,
আসবে আমার ঘরে বধু সেজে।
তাইতো তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি আমার জীবন জুড়ে।

জীবনে মরনে রাখবো তোমায়,
আমার সাথী করে।
ভালবাসায় ভরিয়ে দেবো,
তোমার জীবন জুড়ে।

ভালোবাসায় রঙিন হবে,
আমাদের এই জীবন জুড়ে।
থাকবো মোরা ভালোবাসায় শুখে,
ভরে উঠবে আমাদের জীবন সংসারে।

fox-ga73d03b37_1920.png

source

মনের অনুভূতি থেকেই প্রিয় মানুষকে কেন্দ্র করে ভালোবাসার কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ভালোবাসার অনুভূতিগুলো আমাদের হৃদয় থেকে যত প্রকাশ করি ততই যেন অনুভূতিগুলো থেকেই থাকে আর ভালোবাসার অনুভূতিগুলো কখনোই বলে বা লিখে শেষ করা যায় না। তাই ভালোবাসার কিছু অনুভূতি আজকে এই কবিতার মাধ্যমে শেয়ার করলাম আশা করছি এই ভালোবাসার কবিতা ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।
💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকেও ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।আপনার কবিতায় ছন্দের মিল পাওয়া যায় তাই কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে।

image.png

GridArt_20241124_173410799.jpg

জীবন সাথীকে নিয়ে আমাদের কল্পনার শেষ নেই। জীবন সাথীকে নিয়ে আপনার কল্পনায় থাকা বিষয়গুলো কবিতার মধ্যে দারুন ভাবে প্রকাশ করেছেন। আসলেই ভাইয়া ভালোবাসার অনুভূতি কখনো লিখে বা বলে প্রকাশ করা যায় না। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

বাহ! আপনি তো দেখছি খুব ভালো কবিতা লিখেছেন জীবন সাথী নিয়ে। শুভকামনা রইল আপনার কল্পনা যেন খুব শীঘ্রই বাস্তবে রূপ নেয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কবিতার লাইনের মাধ্যমে মনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো প্রতিটা লাইন পড়ে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি প্রতিনিয়ত বেশ ভালো ভালো কবিতা লিখে যাচ্ছেন। আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়। আজকে অনেক সুন্দর একটি কবিতা লিখলেন আপনি আপনার প্রিয় মানুষকে কেন্দ্র করে। অনেক ভালো লেগেছে এত সুন্দর একটি কবিতা পড়তে পেরেছি।

আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। ঠিক সেভাবে আজকেও আপনি আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা এই চমৎকার কবিতা আমার কাছে ভালো লেগেছে। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন আপনি।

আপনি ভালোবাসার সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতার মাধ্যমে ভালোবাসা যেন সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

প্রিয় মানুষকে নিয়ে কখনো চিন্তা করলে মনের ভেতর অনেক ধরনের অনুভূতি তৈরি হয়। অনেক ধরনের স্বপ্ন এসে বাধা বাসা বাধে মনে। সেই অনুভূতি থেকে আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রিয় মানুষের প্রতি অনুভূতি কবিতার মাধ্যমে বেশ সুন্দর ভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।