হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আমরা মানুষ চিরকাল বেঁচে থাকবো না। আমরা একদিন না একদিন চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে। জন্ম যার রয়েছে মৃত্যু তার হবেই। এই মৃত্যু কেউ ঠেকাতে পারবেনা। মৃত্যু আমাদের সামনে, আমাদের খুব নিকটে। তবুও যেন আমরা প্রতিনিয়ত অর্থ সম্পদের জন্য এগিয়ে যাচ্ছি জীবন সংগ্রামে জন্য। আসলে জীবন সংগ্রামে আমাদের পথ চলা দীর্ঘ হলেও আমরা সব সময় চাই কিভাবে উন্নত করব। কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। তবে আমরা ভুলে যাই আমাদের মৃত্যু খুব নিকটে। আমরা হয়তো অর্থ সম্পদের আশায় পড়ে যায় এবং অর্থ সম্পদের কামাই করতেই ব্যস্ত হয়ে যায়। কিভাবে আমরা অর্থ সম্পদ আরো বেশি অর্জন করব এটাই যেন আমাদের মধ্যে থাকে। তবে অর্থ সম্পদের যেমন দরকার রয়েছে তেমনি সৎ এবং সুন্দর মনের মানুষ হওয়াটাও তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সৎ ব্যক্তি সারাটা জীবন মানুষের মাঝে জায়গা করে নিতে পারে। অর্থ সম্পদ দিয়ে হয়তো সম্মান এবং মর্যাদা পাওয়া যায়, কিন্তু এই মর্যাদা মন থেকে আমরা কখনোই গ্রহণ করতে পারবো না।
আসলে মানুষ চিরকাল বেঁচে থাকে না। তবে মানুষ চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে বেঁচে থাকতে পারে। সেজন্য মানুষকে সব সময় এমন কিছু করতে হবে যাতে করে মানুষ তার সুনাম এবং তাকে নিয়ে গর্ব করে। আমরা মানুষ একদিন মৃত্যুবরণ করবোই, মৃত্যু আমাদের খুব নিকটে। যে কোন মুহূর্ত আমরা এই পৃথিবী থেকে চলে যাব। কেউ আমাদের নাম আর মনে রাখবে না। কেউ আমাদের খোঁজখবর নেবে না। কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে সুন্দরভাবে জীবন পরিচালনা করি, তাহলে আমরা মানুষের হৃদয় বেঁচে থাকব সারাটি জীবন।
প্রতিনিয়ত আমাদের মধ্যে থেকে প্রিয় মানুষগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে অন্ধকারের যুগে। যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। হাজারো চেষ্টা করেও কখনোই আমরা সেই প্রিয় মানুষগুলোকে আর ফিরে পাবো না। কিন্তু এই প্রিয় মানুষগুলো যদি আমাদের মধ্যে ভাল কোন কাজ করে থাকে, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো সারাটা জীবন মানুষ তার কথা ভাববে। আসলে সৎ এবং যোগ্য মানুষ হওয়াটাই মানুষের আসল পরিচয়। মানুষ কখনোই চিরকাল বেঁচে থাকে না, কিন্তু কর্ম দিয়ে এবং সততা দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। ঠিক তেমনি আমাদের মধ্যে কিছু প্রিয় মানুষগুলো রয়েছে। যাদের সততা, যাদের ব্যবহার মানুষকে মুগ্ধ করে। প্রত্যেকটা মানুষ তাদেরকে মনে রাখে সারাটা জীবন।
গত দুইদিন হলো আমার বড় আপুর শশুর মারা গিয়েছেন।আসলে সে অনেক ভালো মানুষ ছিলেন। সে ছিলেন ডাক্তার। তার বাজারে ছিল চেম্বার, আর বাজারের প্রত্যেকটা দোকানদার এবং প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ তার যেন সুনাম করছে। এমন কোন মানুষ নেই যে তার বিরোধিতা ছিল। মানুষটা এত সুন্দর এবং এত নরম মনের মানুষ ছিলেন সকলের সাথে হাসি মুখে কথা বলতেন কখনো রাগান্বিত হয়ে কোনদিন কথা বলেনি। এত সুন্দর মনের একজন মানুষ ছিলেন। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন জায়গা করে নিয়েছে, আর তার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ যেন কান্নায় ভেসে যাচ্ছে এবং সহকারে সবাই বলছে মানুষটা খুবই ভালো ছিলেন।এর মতন মানুষ আর আমরা কখনোই পাবো না। আসলে মানুষের আসল পরিচয় তার ব্যবহার এবং তার কথাবার্তা তার চলাফের মাধ্যমে, যে মানুষগুলো তার সাথে প্রতিনিয়ত চলাফেরা করেছে তারাই সেই মানুষটার মানুষত্বের ব্যবহারের আসল পরিচয় দিতে পারেন। তাদের মুখে কথা গুলো শুনে
আসলে আমরা মানুষ যখন মারা যাবো। তখন আমাদের আশেপাশের প্রিয় বন্ধুগুলো যখন আমাদের ভালো মানুষ বলবে, সৃষ্টিকর্তা তখন সেই মানুষটিকে ভালো মানুষ হিসেবেই পরকালে শান্তিতে রাখবে। আর মানুষের এই পরিচয়টাই আসল। আমার আপুর শশুরকে সকলেই ভালো মানুষ বলছে, এমন কোন মানুষ নেই তার মৃত্যুতে কান্না করেনি। আসলে এর মত মানুষ আমরা খুব কম দেখেছি, এত নরম এত সুন্দর মনের একজন মানুষ ছিলেন সকলেই সাথে হাসিমুখে কথা বলতেন এবং মানুষের সেবা করে গিয়েছেন। গরীব-দুঃখীদের বিনামূল্য চিকিৎসা করেছেন এবং যে ব্যক্তি টাকা দিতে পারিনি। গরিব মানুষ তাকে নিজের টাকা দিয়ে ওষুধ কিনে দিয়েছেন, এমন অনেক সেবা তিনি করেছেন। বিনামূল্যে তার এই সেবার কারণে মানুষ যেন আজ তার মৃত্যুতে কান্নায় করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের কর্ম মানুষকে স্মরণ করতে সহযোগিতা করে। তবে সেটা হতে হবে ভালো কর্ম। দুনিয়ার বুকে অনেক মানুষ ভালো কর্ম করেছে খারাপ কর্ম করেছে। কেউ ভালো কর্ম করে বিখ্যাত হয়েছে কেউ খারাপ কর্ম করে বিখ্যাত হয়েছে। তবে খারাপ কর্ম করা মানুষদের বেশি একটা মানুষের মনে রাখেনা, তার নাম স্মরণ হলে সিসি করে। কিন্তু ভালো কর্মের দ্বারা মানুষ বেঁচে থাকে আজীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে মানুষটা যত বেশি ভালো কর্ম করবে সেই মানুষটা তত বেশি মানুষের মন জয় করতে পারবে। আর মানুষের মন জয় করা মানে মৃত্যুর পরেও নিজের ভালো কর্মগুলোকে রেখে যাওয়া। ভালো কর্ম মানুষকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গত একটি পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম আপনার আপুর শশুর মশাই মারা গিয়েছেন। তবে তিনি বেশ ভালো মানুষ ছিলেন যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনিও ঠিক বলেছেন আমরা মানুষ হিসেবে মানুষের মাঝে কেবলমাত্র নিজ কর্ম গুনেই স্মরণীয় হয়ে থাকতে পারবো। তাই আমাদের প্রত্যেকের উচিত যতদিনই বাচিনা কেন মানুষের কল্যাণে কাজ করে যাব এবং ভালো কাজ গুলোই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বোনের শ্বশুর মারা গিয়েছেন। তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন।তিনি ভালো মানুষ ছিলেন বলেই সবাই তার ভালোটাই বলছেন।আর এটাই তার সারাজীবনের পাওয়া।তাই মানুষ শুধু টাকা-পয়সা,ধন-দৌলত দিয়ে নয়। বরং ভালো ভালো কাজ দ্বারা মানুষের অন্তরে জায়গা করে নিতে হয়।এতে করেই সে সবার মাঝে আজীবন বেঁচে থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া মৃত্যুর পর মানুষ যদি তার প্রশংসা করে তাহলে নাকি কবরের আজাব কম হয়। আপনার বড় আপুর শশুর জান্নাতবাসী হোক এই কামনাই করি। মানুষের কর্ম এবং আচরণ যদি ভালো হয় তাহলে সবাই তার প্রশংসা করে। অনেক অর্থ সম্পদ থাকলে মর্যাদা পাওয়া যায় না মর্যাদা তো আসে মানুষের মন থেকে। আমরা সব সময় ভালো কর্ম করবো এবং ভালো দিক বেছে নেব ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ তো মরণশীল। তবু মানুষ একমাত্র বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। সকলকেই একদিন মরতে হবে। তাই কিছু ভালো কর্ম যদি আমরা জীবনে করে যেতে পারি তবে সেটাই আমাদের অমর রেখে দেবে সব সময়। আর তাই এক জীবনে বহু ভালো কাজ করে যাওয়া প্রত্যেক মানুষের উচিত বলেই মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নির্ধারিত সময় শেষে মানুষ পৃথিবীতে এক করে চলে যায়। তবে রেখে যায় তার কর্মের ফলগুলো। যে যেমন কর্ম করবে তার কর্মের তেমন ফল। অনেক ভালো লাগলো আপনার লেখা সুন্দর কথাগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই, জীবনের সঠিক পরিচয় আমাদের কর্ম, সততা, এবং মানুষের সাথে ভালো আচরণে নিহিত। আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখা এবং সঠিক পথে চলা, যাতে আমরা জীবনের শেষে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/rayhan111s/status/1881343296766886060?t=g9H59HpoaSeXtz3Nf8CskQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবন ক্ষণস্থায়ী তাই সে বেঁচে থাকে সর্বদা তার ভালো কর্মের মধ্যে দিয়ে।এটাই একমাত্র উপায় অমর হওয়ার।আপনি সুন্দর লিখেছেন, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের সাথে আমি একমত কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে সারা জীবন। আসলে কর্ম যদি ভালো করে মানুষ তাকে সম্মানের সাথে সম্মান করে। যেমনটি আপনার আপুর শ্বশুরের কথা বলছি। সেই ভালো মানুষ ছিল এই কারণে তাকে সবাই মরার পরও সম্মানের সাথে স্মরণ করের। তবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে মৃত্যুর কথা না ভেবে শুধু এই জগতের কথা ভাবে। আর মানুষ এমনিতে মরণশীল। যত কিছু করে মানুষ একদিন এই পৃথিবী থেকে না ফেরার দেশে চলে যেতে হবে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit